২০০২ এর লিস্টে নাম নেই! কীভাবে প্রমাণ করবেন নাগরিকত্ব? জেনে নিন উপায়

2002 Voter List

সৌভিক মুখার্জী, কলকাতা: বিহারের পর এবার বাংলা জুড়ে শুরু হয়েছে SIR বা ভোটার তালিকার নিবিড় সংশোধন প্রক্রিয়া। আগামী ৪ নভেম্বর থেকেই বুথ লেভেল অফিসাররা বাড়ি বাড়ি গিয়ে এনুমারেশন ফর্ম দেবে এবং ২০০২ সালের ভোটার লিস্টে (2002 Voter List) নাম দেখতে চাইবে। যদি আপনার নাম থাকে, তাহলে তো কোনও ঝামেলাই নেই। কিন্তু যাদের ২০০২ সালের ভোটার লিস্টে নাম নেই, তাদের জন্য কী উপায় রয়েছে? তারা বৈধ নাগরিকত্ব প্রমাণ করবে কীভাবে? জানতে আগ্রহী হলে চোখ রাখুন আজকের প্রতিবেদনটিতে।

২০০২ এর লিস্টে নাম না থাকলে কী হবে?

প্রথমেই বলি, যাদের নাম বা যাদের বাবা কিংবা মায়ের নাম ২০০২ সালের ভোটার লিস্টে রয়েছে, তাদেরকে শুধুমাত্র এনুমারেশন ফর্ম ফিলাপ করতে হবে। আর ২০০২ এর ভোটার লিস্টের এক কপি জেরক্স বিএলও-র কাছে তুলে দিলেই হবে। তবে হ্যাঁ, বিএলও-রা আধার নম্বর দেখতে চাইতে পারে। এটুকু করলেই আর কোনও ঝামেলা পোহাতে হবে না।

এবার আসি যাদের ২০০২ এর লিস্টে নাম নেই, এমনকি তার বাবা-মায়ের নামও নেই, তাদের কী করতে হবে? নির্বাচন কমিশনের তরফ থেকে এই সমস্ত নাগরিকের জন্য ১১টি ডকুমেন্ট নির্ধারণ করা হয়েছে। তার মধ্যে যে কোনও একটি ডকুমেন্ট দেখালেই নাগরিকত্ব যাচাই হবে। আর সেই ডকুমেন্টগুলি হল—

  • ১৯৮৭ সালের ১ জুলাইয়ের আগে সরকার বা স্থানীয় কর্তৃপক্ষ, ব্যাঙ্ক কিংবা পোস্ট অফিস, এলআইসি বা রাষ্ট্রায়ত্ত সংস্থার দেওয়া কোনওরকম পরিচয়পত্র।
  • নিজের জন্মের শংসাপত্র বা বার্থ সার্টিফিকেট।
  • পাসপোর্ট।
  • রাজ্য সরকারের দেওয়া স্থায়ী বাসস্থানের প্রমাণপত্র।
  • যে কোনও স্বীকৃত পর্ষদ, বিশ্ববিদ্যালয়ের দেওয়া মাধ্যমিকের সার্টিফিকেট কিংবা শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট।
  • ফরেস্ট রিজার্ভ সার্টিফিকেট।
  • উপযুক্ত কর্তৃপক্ষের দেওয়া তপশিলি জাতি, তপশিলি উপজাতি, অনগ্রসর সম্প্রদায় বা অন্য যেকোনও কাস্ট সার্টিফিকেট।
  • জাতীয় নাগরিকের নথি বা এনআরসি।
  • সরকারের তরফ থেকে দেওয়া কোনও জমি বা বাড়ি বরাদ্দের শংসাপত্র কিংবা দলিল।
  • রাজ্য কিংবা স্থানীয় কর্তৃপক্ষের দ্বারা তৈরি করা ফ্যামিলি রেজিস্টার তথ্য।
  • কেন্দ্রীয় সরকার, রাজ্য সরকার বা রাষ্ট্রায়ত্ত কোনও সংস্থার দেওয়া পরিচয়পত্র। এছাড়াও অবসরপ্রাপ্তরা পেনশন পেমেন্টের অর্ডারও দেখাতে পারে।

এনুমারেশন ফর্ম কীভাবে পূরণ করবেন তা জানতে হলে পড়ে নিন— এখানে ক্লিক করুন

তবে এক্ষেত্রে বলে রাখি, আধার কার্ডও আপনি দিতে পারেন। কিন্তু আধার কার্ড দিয়ে আপনি কোনওভাবেই নাগরিকত্ব দাবি করতে পারবেন না। আধার কার্ড শুধুমাত্র পরিচয়ের প্রমাণপত্র হিসেবে ব্যবহার করা হবে। আধার কার্ড দিলেও উপরের যে কোনও একটি ডকুমেন্ট আপনাকে দেখাতে হবে। তবেই আপনার নাগরিকত্ব যাচাই হবে। উল্লেখ্য, আগামী ৪ নভেম্বর থেকেই বুথ লেভেল অফিসাররা বাড়ি বাড়ি যাবে। তাই অবশ্যই ২০০২ এর লিস্টে নাম না থাকলে উপরের যে কোনও একটি ডকুমেন্ট এখন থেকেই সংগ্রহ করে রাখুন।

Leave a Comment