এবার SIR-র জন্য অসুস্থ হয়ে পড়লেন হুগলির কাউন্সিল! শোরগোল রিষড়াতে

Hooghly

প্রীতি পোদ্দার, হুগলি: রাজ্য জুড়ে SIR নিয়ে চরম ব্যস্ততা। আগামীকাল থেকেই শুরু হবে SIR প্রক্রিয়া। তাই শেষ মুহূর্তে চলছে প্রস্তুতি। নির্বাচন কমিশনের ঘোষণা অনুযায়ী, মঙ্গলবার থেকেই ফর্ম দেওয়া শুরু হবে। ইতিমধ্যেই প্রস্তুতি শুরু করেছে বিএলও-রা। এমতাবস্থায় SIR এর জন্য অসুস্থ হয়ে পড়লেন হুগলির (Hooghly) রিষড়া পুরসভার চার নম্বর ওয়ার্ডের কাউন্সিলর তথা প্রাক্তন তৃণমূল সাংসদ অপরূপা পোদ্দারের স্বামী সাকির আলি। শোরগোল এলাকা জুড়ে।

অসুস্থ হয়ে পড়লেন সাকির আলি

স্থানীয় রিপোর্ট অনুযায়ী, রিষড়া পুরসভার 4 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর তথা আরামবাগের প্রাক্তন সাংসদ অপরূপা পোদ্দারের স্বামী সাকির আলি গতকাল অর্থাৎ রবিবার রাতে এলাকার সাধারণ মানুষকে SIR নিয়ে কিছু বোঝাচ্ছিলেন৷ সেই সময় হঠাৎ করেই তিনি অসুস্থ হয়ে পড়েন৷ তড়িঘড়ি তাঁকে বেসরকারি হাসপাতালে ভর্তি করানো হয়েছে ৷ আপাতত সুস্থ আছেন তিনি। এদিন সংবাদমাধ্যমে সাকির আলি জানান, তাঁর এলাকায় একটি বস্তি আছে। সেখানে SIR ঘোষণা হওয়ার পর থেকেই হিন্দু-মুসলিমদের মধ্যে আতঙ্ক ছড়িয়েছে। সবাই এসআইআর-এর বিষয়ে জানতে যাচ্ছেন, তাঁদের নাম আছে কি না, কাগজ ঠিক আছে কি না, তা দেখার জন্য যাচ্ছেন ওই বস্তিবাসীরা। আর তখনই অসুস্থ হয়ে পড়েন তিনি।

নাটক বলে দাবি বিজেপির

রাজ্যের বিভিন্ন জায়গায় এসআইআর নিয়ে আতঙ্ক ছড়িয়েছে। বিজেপির রাজ্য কমিটির সদস্য স্বপন পাল এই প্রসঙ্গে বলেন, “সব নাটক। রিষড়া পুরসভার চার নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর এসআইআর-এর ভয়ে নাকি অসুস্থ হয়ে পড়েছেন, আসলে এই সবকিছুই নাটক। কই দেশের ১২টা রাজ্যে এসআইআর হচ্ছে সেখানে তো কেউ অসুস্থ হয়ে পড়ছে না!” তাই মানুষের দৃষ্টি ঘোরানোর জন্য আর কিছুটা প্রচারে আসার জন্য, এইসব নাটক করছেন বলে দাবি বিজেপি নেতাদের।

আরও পড়ুন: এটাই আমার ঘর, এটাই আমার সংসার..৭ বছর পর তৃণমূলে ফিরে বললেন শোভন চট্টোপাধ্যায়

অন্যদিকে বাংলায় এসআইআর-এর আতঙ্কে আজ ফের মৃত্যুর অভিযোগ উঠল হুগলির ডানকুনিতে৷ ৬০ বছরের বৃদ্ধা হাসিনা বেগম নামে এক বৃদ্ধা গতকাল অর্থাৎ রবিবার সন্ধেবেলায় অসুস্থ হয়ে পড়েন ৷ পরে তাঁকে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন ৷ যা নিয়ে তৃণমূলের অভিযোগ, ২০০২ সালের সংশোধিত ভোটার তালিকায় নাকি তাঁর নাম ছিল না ৷ সেই আতঙ্কেই হৃদরোগে আক্রান্ত হয়ে বৃদ্ধার মৃত্যু হয়েছে ৷ তবে, এখনও মৃত্যুর আসল কারণ জানা যায়নি।

Leave a Comment