বিক্রম ব্যানার্জী, কলকাতা: ইংল্যান্ডের বিরুদ্ধে একেবারে জেতা ম্যাচ হেরেছে ভারত। প্রথমদিকে দাপুটে পারফরমেন্স দেখালেও শেষ ইনিংসে (India Vs England) এসে উইকেট তুলতে যথেষ্ট ভোগান্তি পোহাতে হয়েছিল টিম ইন্ডিয়ার বোলারদের। আর সেই সূত্র ধরেই হারের আশঙ্কা সত্ত্বেও শেষ দিনে জয় তুলে নিয়েছে ইংল্যান্ড বাহিনী।
ফলত, প্রথম টেস্টে পরাজয়ের পর মন ভেঙেছে ভারতীয় ক্রিকেটের সাথে যুক্ত প্রায় সকলেরই। এমতবস্থায়, ভাঙা হৃদয়ে আরও বড় ধাক্কা দিলেন টিম ইন্ডিয়ার প্রধান কোচ গৌতম গম্ভীর। প্রথম টেস্টের পরই সাংবাদিকদের মুখোমুখি হয়ে বিরাট দুঃসংবাদ দিলেন গুরু গম্ভীর।
প্রথম টেস্টে হারতেই বিরাট সিদ্ধান্ত জানালেন গম্ভীর
ইংলিশদের বিরুদ্ধে প্রথম টেস্ট একেবারে জয়ের দরজায় গিয়েও ফিরে এসেছে ভারত! আর এরপরই সাংবাদিকদের মুখোমুখি হয়ে প্রধান কোচ গৌতম স্পষ্ট করে দেন, আগামী 4 টেস্টের সবকটিতে থাকবে না বুমরাহ। হ্যাঁ, গম্ভীর জানান, 5 ম্যাচে তাঁকে খেলানো সম্ভব নয়। তবে আসন্ন দুই ম্যাচে অংশ নেবে জ্যাসি।
কারণ হিসেবে গৌতমের বক্তব্য, ইংল্যান্ডের বিরুদ্ধে পেস বিভাগের অতিরিক্ত দায়িত্ব পড়ে যাচ্ছে বুমরাহর ওপর। মূলত ভারতীয় তারকার ওয়ার্ক লোডের কথা জানিয়েই টিম ইন্ডিয়ার হেডস্যার পরিষ্কার বলে দেন, চাপ পড়ে যাচ্ছে ওর ওপর! তাই বাকি টেস্ট ম্যাচগুলির দুটিতে অংশ নেবে বুমরাহ। গম্ভীরের এমন বক্তব্যের পরই কার্যত মন ভেঙে দু’টুকরো ভারতীয় ক্রিকেট ভক্তদের।
কেননা, ইংল্যান্ডের বিরুদ্ধে এখনও পর্যন্ত টিম ইন্ডিয়ার কোনও বোলার ছন্দে থেকে থাকলে সেটা বুমরাহই। ফলত, এমন একজন বড় তারকাকে ছাড়া দুটি টেস্ট খেলা যথেষ্ট ভোগান্তির হবে ভারতীয় দলের জন্য, এমনটাই দাবি ক্রিকেট বিশেষজ্ঞদের একাংশের। তাছাড়াও ভারতের পেস বিভাগ যে বুমরাহ নির্ভর তা বোঝা গিয়েছে বিগত কয়েকদিনেই।
অবশ্যই পড়ুন: কোটি কোটি ভক্তকে দুঃসংবাদ দিলে চলেছে মোহনবাগান!
সিরাজদের নিয়ে ভারতের সাফল্যের সম্ভাবনা কতটা?
ভারতীয় পেস বিভাগের প্রধান স্তম্ভ বুমরাহকে ছাড়া টিম ইন্ডিয়ার অবস্থা কতটা শোচনীয় তা জানতে বাকি নেই কারোরই। এমতাবস্থায় গম্ভীরের বক্তব্যের পরই চিন্তায় পড়ে গিয়েছেন টিম ইন্ডিয়ার বহু সমর্থক। তাঁদের সিংহভাগেরই দাবি জসপ্রীত না খেললে আগামী দিনে আরও কঠিন সময় অপেক্ষা করছে টিম ইন্ডিয়ার জন্য! কেননা সিরাজদের ওপর ভরসা করে খুব একটা যে লাভের লাভ হবে, সেই আশা একেবারেই দেখছেন না ক্রিকেটপ্রেমীরা।