সহেলি মিত্র, কলকাতাঃ নিম্নচাপের জেরে ফের একবার অশান্ত হয়ে উঠেছে সমুদ্র। আপাতত মৎস্যজীবীদের সমুদ্রে যাওয়ার জন্য নিষেধ করল আলিপুর আবহাওয়া অফিস। বুলেটিনে জানানো হয়েছে, নতুন করে বঙ্গোপসাগরে নিম্নচাপের প্রভাবে আগামী ৬ই নভেম্বর ২০২৫ পর্যন্ত সময়সীমার মধ্যে উত্তর পূর্ব ও পূর্ব মধ্য বঙ্গোপসাগর যথেষ্ট উত্তাল থাকবে। ফলে মৎস্যজীবীদের গভীর সমুদ্রে যেতে নিষেধ করা হচ্ছে। এখন প্রশ্ন উঠছে, এই নিম্নচাপের প্রভাব কি বাংলায় কোনওভাবে পড়বে? বৃষ্টি হবে নাকি শীত বাড়বে? উঠছে প্রশ্ন। বাংলায় যে বৃষ্টি হবে সে বিষয়ে পূর্বাভাস জারি করেছে আবহাওয়া অফিস (Weather Today)। এদিকে বাংলার হাওয়া বদল হতে শুরু করেছে ইতিমধ্যে।
কেমন থাকবে দক্ষিণবঙ্গের আবহাওয়া?
শীতের আমেজ পুরোদমে যেন শুরু হয়েছে বাংলায়। যাইহোক, চলুন আর দেরি না করে জেনে নেওয়া যাক আজ মঙ্গলবার সমগ্র বাংলার আবহাওয়া কেমন থাকবে সে সম্পর্কে। হাওয়া অফিস জানিয়েছে, কলকাতা থেকে শুরু করে পুরুলিয়া, হাওড়া, বাঁকুড়া, বীরভূম জেলায় আজ সপ্তাহের দ্বিতীয় দিনে বৃষ্টির কোনওরকম সম্ভাবনা নেই। বৃষ্টির বদলে ভালোরকম শীতের আমেজ পাবেন বঙ্গবাসী। এছাড়া বাকি উপকূলীয় জেলা যেমন উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর জেলার আকাশ আংশিক মেঘলা থাকবে। বইবে দমকা হাওয়া। তবে এখনই বৃষ্টির সম্ভাবনা নেই।
আলিপুর আবহাওয়া অফিসের তরফে জারি করা বুলেটিন অনুযায়ী, আগামী ৬ নভেম্বর অবধি দক্ষিণবঙ্গে বৃষ্টির সম্ভাবনা নেই। তবে ৭ নভেম্বর থেকে আবার কলকাতা, হাওড়া এবং দক্ষিণ ২৪ পরগনায় বজ্রবিদ্যুৎ সহ বর্ষণের সম্ভাবনা রয়েছে। ৮ নভেম্বর অবধি এরকম আবহাওয়া থাকবে। তারপর আবার শুষ্ক আবহাওয়া থাকবে বাংলায়।
উত্তরবঙ্গের আবহাওয়া
এবার আসা যাক উত্তরবঙ্গের আবহাওয়া সম্পর্কে। হাওয়া অফিস জানিয়েছে, আজ দার্জিলিং এবং কালিম্পং জেলায় বজ্রবিদ্যুৎ সহ খুব সামান্য বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে বাদবাকি জেলা যেমন উত্তর ও দক্ষিণ দিনাজপুর, কোচবিহার, মালদা, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার জেলায় বৃষ্টির সম্ভাবনা নেই। আপাতত কয়েকদিন উত্তরবঙ্গের আবহাওয়া শুষ্ক থাকবে। ভালো শীত অনুভূতি হবে।