শ্বশুরকে ‘বাবা’ সাজিয়ে ভোটার কার্ড তৈরি বাংলাদেশি নাজমুল গাজির! শোরগোল হিঙ্গলগঞ্জে

Hingalganj

প্রীতি পোদ্দার, কলকাতা: পশ্চিমবঙ্গে লাগু হয়ে গিয়েছে এসআইআর বা ভোটার তালিকার নিবিড় সংশোধন। আর এই এসআইআর শুরু হওয়ার সঙ্গে সঙ্গে একের পর এক ভুতুড়ে ভোটারের নাম সামনে আসছে। কম বেশি চারিদিকে হচ্ছে ঝামেলা। আর এমতাবস্থায় হিঙ্গলগঞ্জে (Hingalganj) ঘটল এক অবাক করা ঘটনা। শ্বশুরকে ‘বাবা’ হিসেবে দেখিয়ে ভোটার কার্ড তৈরি করেছেন এক ব্যক্তি, যা প্রকাশ্যে আসতেই এলাকায় তুমুল শোরগোল পড়ে গেল।

শ্বশুরকে ‘বাবা’ সাজিয়ে ভোটার কার্ড!

স্থানীয় রিপোর্ট অনুযায়ী, নাজমুল গাজি নামে এক সংখ্যালঘু ব্যক্তির বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ উঠে এসেছে। অভিযোগ তিনি নাকি নিজের শ্বশুরকে ‘বাবা’ হিসেবে দেখিয়ে ভোটার কার্ড তৈরি করেছেন। জানা গিয়েছে তাঁর আসল নাম মহম্মদ আব্দুস সালাম, তিনি বাংলাদেশের সাতক্ষীরা জেলার বাসিন্দা। ভারতে ঢুকে হিঙ্গলগঞ্জ পঞ্চায়েত এলাকায় বসবাস শুরু করেন তিনি। আর সেই থেকেই তাঁর নাম পাল্টে ফেলা হয়েছে। শুধু ভোটার কার্ড নয়, একাধিক সরকারি নথিতেও নাকি একই পরিচয় ব্যবহার করেছেন। আজ অর্থাৎ মঙ্গলবার সকালে সেই ঘটনা প্রকাশ্যে আসতেই শোরগোল পড়ে গিয়েছে এলাকায়।

তৃণমূলকে দোষারোপ বিজেপির

আজ থেকেই রাজ্যে শুরু হয়েছে ভোটার তালিকার নিবিড় সংশোধনের কাজ। বিএলও-রা পরিকল্পনা অনুযায়ী বাড়ি বাড়ি গিয়ে ফর্ম যাচাই করছেন, আর তাতেই উঠে এসেছে এই বিস্ফোরক তথ্য। ইতিমধ্যেই শাসক-বিরোধী দুই পক্ষই একে অপরের দিকে অভিযোগের আঙুল তুলছে। কেউ বলছে, দিনের পর দিন এভাবেই ভুয়ো ভোটার তৈরি হয়েছে, আবার কেউ বলছে, এ সব রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত অভিযোগ। যদিও গোটা ঘটনার অভিযোগ খতিয়ে দেখা হচ্ছে বলে জানা গিয়েছে। এমনকি প্রশাসনের তরফে আশ্বাস দেওয়া হয়েছে যে যদি অভিযোগ সত্যি হয় তাহলে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।

আরও পড়ুন: “বড় গ্যারান্টার মোদী, ছোট গ্যারান্টার আমরা…!” CAA নিয়ে চাঞ্চল্যকর মন্তব্য শুভেন্দুর

উল্লেখ্য, দিনের পর দিন দক্ষিণ ২৪ পরগনা জেলার কাকদ্বীপের বিভিন্ন এলাকাতেও অনুপ্রবেশকারী বাংলাদেশিদের সংখ্যা বেড়েই চলেছে। এমতাবস্থায় আজ নকল ভোটারের আরেক বিস্ফোরক উদাহরণ চাক্ষুস করল সকলে। প্রতিবেশীকে নকল মা-বাবা সাজিয়ে বাংলাদেশ থেকে এসে পরিচয়পত্র তৈরি করার অভিযোগ উঠল সেখানকার বাসিন্দা নিত্যহরি দাসের বিরুদ্ধে। তিনি নাকি বাংলাদেশ থেকে ২০০৫ সালে এই কাকদ্বীপে এসে দালালের মাধ্যমে পাশের বাড়ির প্রতিবেশী কালাচাঁদ দাস ও অনিমা দাসকে নিজের বাবা-মা সাজিয়ে ভোটার ও আধার কার্ড থেকে প্যান, এমনকি ইন্টারন্যাশনাল পাসপোর্ট পর্যন্ত করে নিয়েছেন। যদিও কাকদ্বীপের মহাকুমা শাসক আশ্বাস দিয়েছেন অভিযোগ খতিয়ে দেখবার।

Leave a Comment