সোনা, রুপোয় মোড়া স্ত্রী! তেজস্বী যাদবের মোট সম্পত্তির পরিমাণ কত জানেন?

Tejashwi Yadav Net Worth Bihar Election 2025

বিক্রম ব্যানার্জী, কলকাতা: ভোটমুখী বিহারে চলছে প্রতিশ্রুতির রাজনীতি। একদিকে, নীতিশ কুমারের দল রাজ্যের মহিলা থেকে শুরু করে বেকার যুবক-যুবতীদের নিয়ে একাধিক কথা দিয়ে রেখেছেন। অন্যদিকে বিহারবাসীর মন পেতে পাল্টা প্রতিযোগিতায় নেমেছে লালু প্রসাদ যাদবের ছেলে তেজস্বী যাদব সহ গোটা মহাজোট। বিহারে প্রথম দফার নির্বাচনের ঠিক দুদিন আগে রাজ্যের মহিলাদের বার্ষিক 30,000 টাকা করে দেওয়ার প্রতিশ্রুতি দিলেন তেজস্বী। প্রস্তুতির একেবারে শেষ মুহূর্তে দাঁড়িয়ে জান লাগিয়ে দিচ্ছেন লালু পুত্র। সেই সূত্রে শিরোনাম ধরে রেখেছেন তিনি। ফলে রাজনীতির পাশাপাশি আলোচনায় উঠে আসছে কংগ্রেসপন্থী নেতার ব্যক্তিগত জীবনও। অনেকেরই জিজ্ঞাস্য, তেজস্বী যাদবের ব্যক্তিগত সম্পদের পরিমাণ কত (Tejashwi Yadav Net Worth)?

তেজস্বী যাদবের মোট সম্পত্তি কত?

গত অক্টোবরের এক বুধবার, লালু প্রসাদ যাদব এবং মা রাবড়ি দেবীকে সঙ্গে নিয়ে মনোনয়ন জমা দিতে গিয়েছিলেন তেজস্বী যাদব। সেখানেই নিজের ব্যক্তিগত সম্পত্তির পরিমাণ জানিয়েছিলেন তিনি। জানা যায়, হাজীপুরে জেলাশাসকের দপ্তরে হলফনামা জমা দেওয়ার সময় লালপুত্র জানিয়েছিলেন, স্থাবর এবং অস্থাবর সম্পত্তি মিলিয়ে তিনি একাই 8.1 কোটি টাকার মালিক। তবে যদি তেজস্বীর স্ত্রী রাজশ্রী প্রসঙ্গে আসা যায় সেক্ষেত্রে তাঁর নিজস্ব সম্পত্তি রয়েছে 1.88 কোটি টাকার। সেই হিসেবে মেলালে তেজস্বী এবং তার স্ত্রী দুজন এই মুহূর্তে প্রায় 10 কোটি টাকার মালিক।

বিস্তারিতভাবে বলতে গেলে, তেজস্বীর জমা দেওয়া মনোনয়নপত্র অনুযায়ী, রাষ্ট্রীয় জনতা দলের নেতার শুধুমাত্র অস্থাবর সম্পত্তি 6.12 কোটি টাকার। অন্যদিকে স্থাবর সম্পদ রয়েছে 1.88 কোটির। লালু পুত্র জানিয়েছেন, তাঁর স্ত্রীয়ের স্থাবর সম্পদের পরিমাণ 59.68 লক্ষ টাকা। এছাড়াও একাধিক প্রতিবেদন অনুযায়ী, তেজস্বী যাদব নাকি জানিয়েছিলেন মাঝেমধ্যেই তার হাতে নগদ দেড় লক্ষ থেকে 2 লক্ষ টাকা থাকে। এগুলির পাশাপাশি RJD নেতার কাছে প্রায় 200 গ্রাম সোনা রয়েছে এবং তাঁর স্ত্রীয়ের কাছে রয়েছে 480 গ্রাম সোনা এবং 2 কেজি রুপো।

অবশ্যই পড়ুন: আসিম মুনিরের জন্যই পরিবর্তন করা হচ্ছে পাকিস্তানের সংবিধান! কারণ জানেন?

উল্লেখ্য, মনোনয়নপত্র জমা দেওয়ার সময় তেজস্বী তাঁর মোট সম্পদের পরিমাণ জানানোর পাশাপাশি ঋণের কথাও বলেছিলেন। সেই তথ্য অনুযায়ী, লালু পুত্রের কাঁধে মোট ঋণের পরিমাণ 55.55 লক্ষ টাকা। যেই ঋণের মধ্যে রয়েছে, ভাই তেজ প্রতাপ এবং মা রাবড়ি দেবীর সঙ্গে নেওয়া যৌথ ঋণও। একই সাথে সরকার তেজস্বীর কাছে 1.35 কোটি টাকা পায়।

Leave a Comment