সহেলি মিত্র, কলকাতাঃ সাধারণ রেল যাত্রীদের সুবিধা করতে ফের উদ্যোগী রেল। যদিও রেলের এক সিদ্ধান্তে ঘুম উড়ল বহু যাত্রীর। এর কারণ বাতিল থাকতে চলেছে বহু ট্রেন (Train Cancelled)। গোটা নভেম্বর মাসেই কোনও না কোনও দিনে বাতিল থাকবে একগুচ্ছ ট্রেন। যার মধ্যে আবার রয়েছে সাঁতরাগাছি, শালিমারের ট্রেনও। হ্যাঁ একদম ঠিক শুনেছেন। আবার এমন বেশ কিছু ট্রেন রয়েছে যেগুলির যাত্রা সংক্ষিপ্ত করা হয়েছে। নিশ্চয়ই ভাবছেন কোন কোন ট্রেন এবং কোন ট্রেন বাতিল থাকবে? তাহলে চলুন জেনে নেবেন ঝটপট।
কোন কোন ট্রেন বাতিল থাকবে?
জানা গিয়েছে, রেল প্রশাসন ৮ থেকে ২৪ নভেম্বরের মধ্যে শালিমার স্টেশন ইয়ার্ডের সংস্কার করবে। এই কারণে, দক্ষিণ-পূর্ব রেলওয়ে বিভিন্ন দিনে চক্রধরপুর রেলওয়ে বিভাগের মধ্য দিয়ে যাওয়া ১০টি দূরপাল্লার এক্সপ্রেস ট্রেনের বাতিল করেছে। এর পাশাপাশি মোট ৬টি এক্সপ্রেস ট্রেন স্বল্প ক্ষণস্থায়ী এবং স্বল্প যাত্রাপথে চলাচল করবে।
- ট্রেন নং ১৮০৩০ শালিমার – মুম্বাই লোকমান্য তিলক টার্মিনাস কুরলা এক্সপ্রেস ১৩ থেকে ২১ নভেম্বর পর্যন্ত বাতিল থাকবে।
- ট্রেন নং ২২৮৩০ শালিমার – ভূজ সুপারফাস্ট এক্সপ্রেস ৮ ও ১৫ নভেম্বর।
- ট্রেন নম্বর ২২৮২৯ ভুজ – শালিমার সুপারফাস্ট এক্সপ্রেস ১১ এবং ১৮ নভেম্বর।
- ট্রেন নম্বর ১৫০২২ গোরক্ষপুর – শালিমার সাপ্তাহিক এক্সপ্রেস ১০ এবং ১৭ নভেম্বর।
- ট্রেন নং ১৫০২১ শালিমার – গোরক্ষপুর সাপ্তাহিক এক্সপ্রেস ১১ এবং ১৮ নভেম্বর।
- ট্রেন নম্বর ১৮০২৯ মুম্বাই লোকমান্য তিলক টার্মিনাস – শালিমার কুরলা এক্সপ্রেস ১১ থেকে ১৯ নভেম্বর।
- ট্রেন নম্বর ১২১৫১ মুম্বাই লোকমান্য তিলক টার্মিনাস – শালিমার সমরাস্তা এক্সপ্রেস ১২, ১৩ এবং ১৯ নভেম্বর।
- ট্রেন নং ১২১৫২ শালিমার – মুম্বাই লোকমান্য তিলক টার্মিনাস সমরাস্তা এক্সপ্রেস ১৪, ১৫ এবং ২১ নভেম্বর।
- ট্রেন নং ২০৯৭১ উদয়পুর শহর – শালিমার সুপারফাস্ট এক্সপ্রেস ১৫ নভেম্বর।
- ট্রেন নং ২০৯৭২ শালিমার – উদয়পুর সিটি সুপারফাস্ট এক্সপ্রেস ১৬ নভেম্বর বাতিল থাকবে।
কোন ট্রেনগুলি স্বল্প ক্ষণস্থায়ী এবং স্বল্প যাত্রাপথে চলবে?
- ট্রেন নং ১৮০৪৯ শালিমার – বাদামপাহাড় সাপ্তাহিক এক্সপ্রেস ৮, ১৫ এবং ২২ নভেম্বর, সাঁতরাগাছি স্টেশন থেকে বাদামপাহাড় স্টেশন পর্যন্ত চলবে।
- ট্রেন নং ১৮০৫০ বাদামপাহাড় – শালিমার সাপ্তাহিক এক্সপ্রেস ৯, ১৬ এবং ২৩ নভেম্বর সাঁতরাগাছি স্টেশন পর্যন্ত চলবে।
- ট্রেন নম্বর ১২১০১ মুম্বাই লোকমান্য তিলক টার্মিনাস – শালিমার জ্ঞানেশ্বরী এক্সপ্রেস ১৮ নভেম্বর সাঁতরাগাছি স্টেশন পর্যন্ত চলবে।
- ট্রেন নম্বর ১২১০২ শালিমার – মুম্বাই লোকমান্য তিলক টার্মিনাস জ্ঞানেশ্বরী এক্সপ্রেস ২০ নভেম্বর, সাঁতরাগাছি থেকে মুম্বাই পর্যন্ত চলবে।
- ট্রেন নম্বর ১২৯০৫ পোরবন্দর – শালিমার সুপারফাস্ট এক্সপ্রেস ১৯ নভেম্বর সাঁতরাগাছি স্টেশন পর্যন্ত চলবে।
- ট্রেন নম্বর ১২৯০৬ শালিমার – পোরবন্দর সুপারফাস্ট এক্সপ্রেস ২১ নভেম্বর সাঁতরাগাছি স্টেশন পর্যন্ত চলবে।