বাদ আসল লোক! অস্ট্রেলিয়াকে হারাতে চতুর্থ T20-তে এমন একাদশ সাজাতে পারে ভারত

India Vs Australia team India possible playing 11 for 4th T20

বিক্রম ব্যানার্জী, কলকাতা: ওয়াশিংটন সুন্দরের অনবদ্য লড়াইকে সামনে রেখে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে তৃতীয় টি-টোয়েন্টি জিতে সিরিজে (India Vs Australia) সমতা এনেছে ভারত। এখন লক্ষ্য পরবর্তী ম্যাচগুলিতে প্রতিপক্ষকে গুঁড়িয়ে নিজেদের রাস্তা পরিষ্কার করা। সেই মতোই আগামীকাল অজিভূমিতে নামবে সূর্যকুমারের ভারত। আর তার আগে নিজস্ব অস্ত্রে শান দিয়ে নিচ্ছেন ভারতের লড়াকুড়া। প্রশ্ন, বৃহস্পতিবার অস্ট্রেলিয়াকে হারাতে কোন একাদশে ভরসা রাখবেন অধিনায়ক সূর্য?

ওপেনিং জুটি

গত এশিয়া কাপে ভারতের হয়ে শুভারম্ভের দায়িত্ব ছিল অভিষেক শর্মা এবং শুভমন গিলের হাতে। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে চলতি টি-টোয়েন্টি সিরিজেও দুই বন্ধুকেই ওপেনিং করার দায়িত্ব দিয়েছে ভারতীয় টিম ম্যানেজমেন্ট। তবে দুঃখের বিষয়, এশিয়া কাপের মতো জ্বলে উঠতে পারছেন না অভিষেক। গিলের ব্যাটেও ঝড় দেখা বাকি ভক্তদের। তবে এসবের মাঝেও ক্রিকেট বিশেষজ্ঞদের মতে, অজিদের বিপক্ষে চতুর্থ টি-টোয়েন্টিতেও শুরুতে জুটি বাঁধবেন অভিষেক এবং গিল।

মিডল অর্ডারে কারা?

অস্ট্রেলিয়ার বিপক্ষে বিগত দিনগুলিতে সে অর্থে দাপিয়ে খেলতে পারেনি ভারতের মিডল অর্ডার। যদিও সেসবের মাঝেও ওয়াশিংটন সুন্দররা নিজেদের কামাল দেখিয়েছেন। ছন্দে ফেরার চেষ্টা করছেন অধিনায়ক সূর্যও। মনে করা হচ্ছে, অস্ট্রেলিয়ার বিপক্ষে চতুর্থ টি টোয়েন্টিতে গত তৃতীয় ম্যাচের মিডিল অর্ডারের উইনিং কম্বিনেশনে কোনও বদল আনবে না টিম ম্যানেজমেন্ট। সেক্ষেত্রে তিন নম্বরে সূর্যকুমার, চতুর্থতে তিলক বর্মা, পঞ্চম স্থানে অক্ষর প্যাটেল, ষষ্ঠ স্থানে ওয়াশিংটন সুন্দর, সপ্তম স্থানে জিতেশ শর্মা এবং নবম স্থানে শিবম দুবেকে নামানো হতে পারে।

বোলিং বিভাগে আসতে পারে বড় বদল

অস্ট্রেলিয়ার বিপক্ষে গত টি-টোয়েন্টিতে ভারতীয় বোলারদের মধ্যে সবচেয়ে বেশি উইকেট নিয়েছিলেন অর্শদীপ সিং। তাছাড়াও উইকেট পেয়েছিলেন বরুণ চক্রবর্তী এবং শিবম দুবে। তবে অবাক করা বিষয়, 4 ওভারের কোটায় বল করে 26 রান দিয়েও একটি উইকেটও তুলতে পারেননি ভারতীয় পেস বিভাগের স্তম্ভ জসপ্রীত বুমরাহ। অনেকেই মনে করছেন, ভারতীয় তারকার বিশ্রামের প্রয়োজন। এক ম্যাচ বিশ্রামে থাকলে পরের ম্যাচে হয়তো সর্বশক্তি দিয়ে মাঠে নামতে পারবেন তিনি। আর সে কারণেই খুব সম্ভবত আগামীকালের ম্যাচে বুমরাহকে (আসল লোক) বিশ্রামে রাখতে পারে টিম ম্যানেজমেন্ট। সে ক্ষেত্রে জসপ্রীতের বিকল্প হিসেবে একাদশে জায়গা পেতে পারেন হর্ষিত রানা। এছাড়া গত ম্যাচের সমস্ত বোলারাই আগামীকাল খেলবেন।

অবশ্যই পড়ুন: এশিয়া কাপে বিতর্কিত আচরণের জের, নির্বাসিত রউফ! কঠিন শাস্তি পেলেন সূর্য, বুমরাহরাও

অস্ট্রেলিয়ার বিপক্ষে চতুর্থ টি-টোয়েন্টির জন্য ভারতের সম্ভাব্য একাদশ

অভিষেক শর্মা, শুভমন গিল, সূর্যকুমার যাদব (অধিনায়ক), তিলক বর্মা, অক্ষর প্যাটেল, ওয়াশিংটন সুন্দর, জিতেশ শর্মা (উইকেট রক্ষক), শিবম দুবে, হর্ষিত রানা, বরুণ চক্রবর্তী ও অর্শদীপ সিং।

Leave a Comment