ডাক দিয়ে নিজেই নেই মমতা বালা, ঠাকুরনগরে আমরণ অনশনে মতুয়াদের একাংশ

SIR Protest

প্রীতি পোদ্দার, কলকাতা: বছর ঘুরলেই ২৬ এর বিধানসভা নির্বাচন। তাই নির্বাচনের আগেই রাজ্যে ভুয়ো ভোটার হাটানোর জন্য গতকাল অর্থাৎ মঙ্গলবার থেকেই জাতীয় নির্বাচন কমিশনের নির্দেশে শুরু হয়ে গিয়েছে SIR প্রক্রিয়া। কিন্তু এই প্রক্রিয়াকে ঘিরে শাসকদলের মধ্যে প্রতিবাদের ঝড় উঠেছে। আর সেই প্রতিবাদকে সমর্থন করছে তৃণমূল কংগ্রেসের নিচুতলার কর্মী-সমর্থকরা৷ এমনকি এসআইআরের তালিকা থেকে নাম বাদ যাওয়ার আশঙ্কায় সরব হলেন তৃণমূল পন্থী মতুয়ারা। পূর্বঘোষণা মতোই ঠাকুরনগরে ঠাকুরবাড়িতে আমরণ অনশনে (SIR Protest) বসলেন মতুয়াদের একাংশ।

SIR এর প্রতিবাদে গর্জে উঠেছে তৃণমূল

গতকাল অর্থাৎ মঙ্গলবার SIR-এর প্রতিবাদ মিছিল করেছিল শাসকদল তৃণমূল কংগ্রেস। পরিকল্পনা অনুযায়ী বিআর আম্বেদকরের মূর্তির পাদদেশ থেকে শুরু করা হয়েছিল আর সেই মিছিল শেষ হয়েছিল জোড়াসাঁকো ঠাকুরবাড়িতে গিয়ে। ওইদিন মিছিল বক্তৃতার সময় কেন্দ্রের বিজেপিকে রীতিমতো তুলোধোনা করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়। একের পর এক চাঁচাছোলা ভাষায় বিজেপিকে আক্রমণ শানিয়েছিলেন তিনি। এমনকি ভোটের ময়দানে বিজেপিকে দেখে নেওয়ার হুঁশিয়ারিও দিয়েছিলেন তিনি। আর এই আবহে তৃণমূল সাংসদ মমতাবালা ঠাকুরের ডাকে SIR এর বিরুদ্ধে আমরণ অনশনে বসলেন মতুয়াদের একাংশ। কিন্তু সেই অনশনে অনুপস্থিত ছিলেন সাংসদ নিজেই।

মতুয়াদের SIR নিয়ে বিস্ফোরক মন্তব্য

তৃণমূলের রাজ্যসভার সাংসদ মমতাবালা ঠাকুর আগেই দাবি করেছিলেন যে, এসআইআর হলে ৯৫ শতাংশ মতুয়ার ভোটার তালিকা থেকে নাম বাদ যাবে ৷ তিনি বলেছিলেন, “এসআইআরের ফলে রাজ্যের প্রায় ২ কোটি মানুষ ভোটার তালিকা থেকে বাদ পড়তে পারেন ৷ যার মধ্যে ৯৫ শতাংশই মতুয়া সম্প্রদায়ের মানুষ৷ আসলে বিজেপি সাধারণ মানুষের অধিকার কেড়ে নেওয়ার জন্য এই পরিকল্পনা নিয়েছে ৷” এখানেই শেষ নয় তিনি সিএএ (CAA) ফর্ম ফিলাপকে ঘিরে নানা অস্পষ্টতা ও আর্থিক দুর্নীতির অভিযোগ উঠেছে ৷ তাই বিজেপির ষড়যন্ত্রের প্রতিবাদে আজ অর্থাৎ ৫ নভেম্বর থেকে আমরণ অনশনের ডাক দেন তিনি।

আরও পড়ুন: ‘হ্যাঁ আমি তৃণমূল করি!’ বিস্ফোরক স্বীকারোক্তি টাকির BLO-র

একাধিক দাবি মতুয়াদের

আমরণ অনশনের ডাক দিতে আজ বেলা ১২ টা থেকে ঠাকুরবাড়িতে আমরণ অনশন শুরু করলেন মমতাবালাপন্থী মতুয়ারা। মঞ্চে রয়েছেন মতুয়া মহাসংঘের পদাধিকারীরা। কিন্তু অনশনের ডাক দিলেও ঠাকুরবাড়িতে দেখা যায়নি ঠাকুরবাড়ির সদস্য তথা সাংসদ মমতাবালা ঠাকুর। সূত্রের খবর, বিশেষ কাজে বাইরে রয়েছেন তিনি। তাই ভার্চুয়ালি অনশনের সূচনা করেছেন ঠাকুরবাড়ির সদস্য তথা সাংসদ মমতাবালা ঠাকুর। এদিকে মতুয়াদের স্পষ্ট দাবি, SIR-এ ২০২৪ সাল পর্যন্ত ভারতে স্থায়ীভাবে বসবাসকারী মতুয়া, যারা দেশভাগের বলি তাঁদের নিঃশর্ত ভোটাধিকার দিতে হবে। আর এই দাবি পূরণ না হওয়া পর্যন্ত এই আমরণ অনশন চলবে। এবার দেখার পালা তাঁদের দাবি কতটা গ্রহণযোগ্য হয়।

Leave a Comment