এবার ভারতের থেকে ব্রহ্মোস কিনবে এই মুসলিম দেশ!

India BrahMos Missile Indonesia to buy this Supersonic missile from India

বিক্রম ব্যানার্জী, কলকাতা: গত মে মাসে অপারেশন সিঁদুরে পাকিস্তানের মাটিতে কম্পন ধরিয়েছিল ভারতের গর্ব সুপারসনিক ক্রুজ মিসাইল ব্রহ্মোস (India BrahMos Missile)। সেবার এই ব্রহ্মাস্ত্রের সাফল্যের পর ভারতের কাছ থেকে এই ক্ষেপণাস্ত্র কিনতে একেবারে ঝাঁপিয়ে পড়েছিল বিশ্বের একাধিক দেশ। না বললেই নয়, ইতিমধ্যেই এক বিশেষ চুক্তির অধীনে ফিলিপাইনকে ব্রহ্মোস ক্ষেপণাস্ত্রের প্রথম ব্যাচ দিয়েছে ভারত। আগামী দিনে ভারতের থেকে আরও একাধিক ব্রহ্মোস পৌঁছতে পারে দেশটিতে। এরই মাঝে এবার ভয়ানক সুপারসনিক মিসাইলের নতুন ক্রেতা পেয়ে গেল নয়া দিল্লি। ইন্ডিয়া টুডের রিপোর্ট অনুযায়ী, ব্রহ্মোস নিয়ে ইন্দোনেশিয়ার সাথে চুক্তির প্রস্তুতি এক প্রকার শেষের পথে।

ইন্দোনেশিয়ার সাথে বিরাট চুক্তির পথে ভারত

প্রতিবেদন অনুযায়ী, ইন্দোনেশিয়ার সাথে ব্রহ্মোস নিয়ে খুব শীঘ্রই একটি চুক্তি স্বাক্ষর করবে ভারত। সেজন্য যাবতীয় প্রস্তুতি একপ্রকার সেরে ফেলেছে নয়া দিল্লি। রিপোর্ট অনুযায়ী, এই মুহূর্তে রাশিয়ার অনুমোদনের অপেক্ষায় রয়েছে ভারত। সেটা পাওয়া গেলেই, যত দ্রুত সম্ভব ইন্দোনেশিয়ার সাথে চুক্তিতে স্বাক্ষর করবে নয়া দিল্লি। আপাতত যা খবর, সব ঠিক থাকলে আগামী কয়েক মাসের মধ্যেই ইন্দোনেশিয়ার সাথে চুক্তি সম্পন্ন হবে। পরবর্তীতে সেই চুক্তির অধীনেই দেশটিতে পৌঁছে যাবে ভয়ানক ক্ষেপণাস্ত্র ব্রহ্মোস।

বলা বাহুল্য, এই বিশেষ সুপারসনিক ক্রুজ মিসাইল নিয়ে গত জানুয়ারিতেই ইন্দোনেশিয়ার সাথে আলোচনা হয়েছিল ভারতীয় পক্ষের। জানা যায়, সেবার ওই আলোচনায় উপস্থিত ছিলেন চিফ অফ ডিফেন্স স্টাফ জেনারেল অনিল চৌহান সহ ভারতীয় প্রতিরক্ষা মন্ত্রকের আধিকারিক এবং অন্যান্য ক্ষেত্রের সামরিক নেতারা। সেই আলোচনার পরই অবশেষে ইন্দোনেশিয়াকে ব্রহ্মোস দেওয়ার পথে একধাপ এগলো ভারত।

অবশ্যই পড়ুন: আধভাঙা ঘরে বসবাস, বন্ধুর ধারের টাকায় কেনা লটারিতে ১১ কোটি জিতলেন সবজি বিক্রেতা

উল্লেখ্য, অপারেশন সিঁদুরে পাকিস্তানকে যোগ্য জবাব দেওয়ার পর থেকেই আন্তর্জাতিক মহলে আলোচনার অন্যতম কেন্দ্রবিন্দু হয়ে উঠেছে ভারত এবং রাশিয়ার যৌথ উদ্যোগে তৈরি ভয়ানক সুপারসনিক ক্রুজ মিসাইল ব্রহ্মোস। বলে রাখি, 2022 সালে এই ক্ষেপণাস্ত্র নিয়ে ফিলিপাইনের সাথে 3500 কোটির একটি চুক্তি হয়েছিল ভারতের। সেই চুক্তির অধীনেই নয়া দিল্লি দেশটিকে ব্রহ্মোস দেওয়ার পাশাপাশি লঞ্চিং প্যাড সহ অন্যান্য প্রয়োজনীয় সামরিক সরঞ্জাম পাঠিয়েছিল। এবার পালা ইন্দোনেশিয়ার।

Leave a Comment