সৌভিক মুখার্জী, কলকাতা: গাড়ি কেনার পরিকল্পনা করছেন? তাহলে আপনার জন্য রইল দারুণ সংবাদ। কারণ, এবার মাত্র 7.90 লক্ষ টাকায় লঞ্চ হল Hyundai Venue। সবথেকে বড় ব্যাপার, এবার মোট আটটি ভেরিয়েন্ট লঞ্চ করা হয়েছে। যার মধ্যে প্রতিটিই পেট্রোল ইঞ্জিন দ্বারা চালিত। পাশাপাশি ফিচার্স নিয়ে তো কোনওরকম কথা হবে না। বিস্তারিত জানতে আগ্রহী হলে অবশ্যই প্রতিবেদনটি শেষ পর্যন্ত পড়ুন।
টাটা ও মারুতি সুজুকির সঙ্গে টেক্কা
দেশের সাব-কমপ্যাক্ট SUV সেগমেন্টের সবথেকে প্রতিযোগিতামূলক গাড়ি এই Venue। কারণ, Hyundai Venue এর পাশাপাশি এই সেগমেন্টে আরও দুটি জনপ্রিয় মডেল হল Tata Nexon এবং Maruti Suzuki Brezza। ফলত, 2025 সালের Venue লঞ্চের সঙ্গে সঙ্গে Tata Nexon এবং Maruti Suzuki Brezza এর সাথে প্রতিযোগিতা এক্কেবারে জমে উঠেছে।
বলাবাহুল্য, 2025 সালের Hyundai Venue এর এক্স-শোরুম দাম ধরা হয়েছে 7.90 লক্ষ টাকা থেকে 9.15 লক্ষ টাকা পর্যন্ত। এদিকে Maruti Suzuki Brezza এর এ-শোরুম দাম 8.26 লক্ষ টাকা থেকে 12.86 লক্ষ টাকা। এবং Tata Nexon এর এক্স-শোরুম দাম 7.32 লক্ষ টাকা থেকে 13.45 লক্ষ টাকা পর্যন্ত। তবে হ্যাঁ, Hyundai Venue এখন সীমিত সংখ্যক বিকল্পই পাওয়া যাচ্ছে।
“Not a car, but a tech-mobile!” The all-new Hyundai VENUE and Hyundai VENUE N Line ignites your passion for performance, style, and smart innovation. Unleash the thrill, unleash the adventure.
Tech up. Go beyond. #Hyundai #AllNewHyundaiVenue #AllNewHyundaiNLine #TechUpGoBeyond pic.twitter.com/n1ZtfObzQP— Hyundai India (@HyundaiIndia) November 4, 2025
ইঞ্জিন কী দেওয়া রয়েছে?
বলে রাখি, Hyundai Venue-তে আগের গাড়ির মতোই পাওয়ারট্রেন অফার করা হচ্ছে। তবে তার সাথে শুধুমাত্র একটি 6-স্পিড টর্ক কনভার্টার অটোমেটিক ইউনিট যোগ করা হবে। আর 1.2 লিটার ইঞ্জিনটি 82 bhp পাওয়ার এবং 114 Nm টর্ক উৎপন্ন করতে পারে। পাশাপাশি পেট্রোল ইঞ্জিনটি 5-স্পিড ম্যানুয়াল গিয়ার বক্সের সঙ্গে যুক্ত। এছাড়া 1.5 লিটারের ডিজেল ইঞ্জিন রয়েছে, যা 6-স্পিড ম্যানুয়াল গিয়ার বক্সের সঙ্গে যুক্ত। আর এটি 114 bhp পাওয়ার এবং 250 Nm টর্ক উৎপন্ন করতে পারবে।
ফিচার্সে নজরকাড়া
ফিচার্সের দিক থেকে এক কথায় চমক দিচ্ছে Hyundai Venue। কারণ, এর বাইরের দিকে রয়েছে সামনে ও পিছনে বাম্পার, নতুন এলইডি হেড ল্যাম্প, DRL, টেল লাইট, সম্পূর্ণ নতুন গ্রিল, নতুন 17 ইঞ্চি ডুয়াল-টোন অ্যালয় হুইল এবং টেলগেটে ভেন্যুর লেটারিং সহ একটি LED লাইট বার। পাশাপাশি গাড়িটি আটটি রংয়ে অফার করছে Hyundai। আর সেগুলি হল হ্যাজেল ব্লু, মিস্টিক স্যাফায়ার, অ্যাটলাস হোয়াইট, টাইটান গ্রে, ড্রাগন রেড, অ্যাবিস ব্ল্যাক, অ্যাবিস ব্ল্যাক ছাদ সহ হ্যাজেল ব্লু এবং অ্যাবিস ব্ল্যাক ছাদ সহ অ্যাটলাস হোয়াইট।
আরও পড়ুনঃ জোহরান মামদানির জয়ের আসল নায়িকা তাঁর স্ত্রী! কে এই রামা দুওয়াজি?
সবথেকে বড় ব্যাপার, এই দ্বিতীয় প্রজন্মের Venue-এর ভিতরে নতুন ড্যাশবোর্ডে 12.3 ইঞ্চ এর কার্ভড স্ক্রিন দেওয়া হয়েছে। পাশাপাশি থাকছে, লেভেল 2 ADAS, সেন্টার কনসোলের জন্য নতুন ডিজাইন, ভেন্টিলেটেড ফ্রন্ট সিট, ইলেকট্রিক সানরুফ, নতুন 3-স্পোক স্টিয়ারিং হুইল, 360 ডিগ্রি ক্যামেরা, 6টি এয়ারব্যাগ, ABS ব্রেকিং সিস্টেম। পাশাপাশি ব্লুটুথ কানেক্টিভিটি তো থাকছেই। ভেরিয়েন্ট নিয়ে যদি কথা বলি, তাহলে গাড়িটি পাওয়া যাবে HX2, HX4, HX5, HX6, HX6T, HX7, HX8 এবং HX10 ভেরিয়েন্টে।
তাই বাজেটের মধ্যে যদি সেরার সেরা কোনও গাড়ি কিনতে চান, তাহলে এটিই হতে পারে এক্কেবারে সেরা বিকল্প।