বিক্রম ব্যানার্জী, কলকাতা: 37 এ পা দিলেন 22 গজের রাজা বিরাট কোহলি। টি-টোয়েন্টি এবং টেস্ট থেকে অবসর নিলেও ভারতীয় মহতারকার দুর্ধর্ষ ক্রিকেট ভুলতে পারবেন না সমর্থকরা। সম্প্রতি অস্ট্রেলিয়ার বিপক্ষে শেষ ওয়ানডেতে বন্ধু রোহিতের সাথে জুটি বেঁধে বিরাট প্রমাণ করে দেখিয়েছেন পরপর দুই ম্যাচে শূন্যতে আউট হয়েও ঘুরে দাঁড়ানো যায়। তিনি কেন ভারতীয় ক্রিকেটের মহারথী, সে কথা নিজের কাজের মধ্যে দিয়ে বহুবার প্রমাণ করেছেন কোহলি। সেই সূত্রেই আন্তর্জাতিক ক্রিকেটে গড়েছেন 22টি চোখ ধাঁধানো রেকর্ড (Virat Kohli Records)। চিকুর জন্মদিনে চোখ বুলিয়ে নিন সেই সব রঙিন কীর্তিতে।
আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেকের পর থেকে বিরাটের 22টি অনবদ্য রেকর্ড
ক্রিকেটে পথ চলাটা শুরু হয়েছিল 2008 এ। সে বছরের আগস্ট মাসে শ্রীলঙ্কার ডাম্বুলায় নিজের আন্তর্জাতিক কেরিয়ারে হাতেখড়ি দিয়েছিলেন বিরাট। সবচেয়ে উল্লেখযোগ্য বিষয়, প্রথম আন্তর্জাতিক ম্যাচের সময় বিরাট কোহলির বয়স ছিল মাত্র 20 বছর। সেই থেকে আজ পর্যন্ত অসংখ্য রেকর্ড অর্জন করেছেন কিং কোহলি। সেই সব রেকর্ডের খাতায় একেবারে উজ্জ্বল নক্ষত্রের মতো জ্বলজ্বল করছে বিরাটের 22টি অনবদ্য রেকর্ড। যার হাত ধরে বিশ্বের বহু বাঘা ক্রিকেটারকে টপকে গিয়েছেন তিনি।
এক নজরে বিরাট কোহলির সফল 22টি রেকর্ড
1. বিরাট কোহলি নিজের আন্তর্জাতিক ক্রিকেট কেরিয়ারে এখন পর্যন্ত সর্বোচ্চ 82টি সেঞ্চুরি করেছেন।
2. বিরাট তাঁর কেরিয়ারে ডবল সেঞ্চুরি করেছেন 7টি।
3. বিরাট কোহলি সর্বোচ্চ ম্যান অব দ্যা ম্যাচ হয়েছেন মোট 69 বার।
4. আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হওয়ার পর সবচেয়ে বেশি বাউন্ডারি হাঁকিয়েছেন বিরাট। 3,034টি বাউন্ডারি মেরেছেন তিনি।
5. বিরাট কোহলি প্লেয়ার অফ দ্য সিরিজ পুরস্কার জিতেছেন 21 বার।
6. ICC টুর্নামেন্টে সর্বোচ্চ 3954 রান করেছেন বিরাট।
7. ICC টুর্নামেন্টে 39 বার 50 বা তার বেশি রান করেছেন কোহলি।
8. ICC টুর্নামেন্টে বিরাট কোহলি সর্বাধিক 15 বার প্লেয়ার অফ দ্যা ম্যাচ নির্বাচিত হয়েছেন।
9. ICC টুর্নামেন্টে সর্বোচ্চ 3 বার প্লেয়ার অব দ্য সিরিজ নির্বাচিত হয়েছেন বিরাট।
10. ICC টুর্নামেন্টে সর্বোচ্চ 50 প্লাস রান করেছেন 7 বার।
অবশ্যই পড়ুন: এবার ভারতের থেকে ব্রহ্মোস কিনবে এই মুসলিম দেশ!
11. ICC টুর্নামেন্টের সেমিফাইনালে সবচেয়ে বেশি রান করা ব্যাটসম্যান বিরাট। (586 রান)
12. বিরাট কোহলি সর্বোচ্চ 10টি ICC অ্যাওয়ার্ড পেয়েছেন।
13. ICC টুর্নামেন্টের ফাইনালে সবচেয়ে বেশি রান হিসেবে 411 করেছিলেন বিরাট।
14. অধিনায়ক হিসেবে সর্বোচ্চ রান রয়েছে বিরাটের। (ODI 12,883 রান)।
15. অধিনায়ক হিসেবে সবচেয়ে বেশি ডবল সেঞ্চুরি বিরাটের।
16. অধিনায়ক হিসেবে সবচেয়ে বেশি সেঞ্চুরি করেছেন বিরাট। (41 সেঞ্চুরি)।
17. আন্তর্জাতিক ক্রিকেটে হাফ সেঞ্চুরি সবচেয়ে বেশি বিরাটের দখলে। 144টি হাফ সেঞ্চুরি করেছেন তিনি।
18. আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেকের পর সবচেয়ে বেশি রানের রেকর্ড বিরাট কোহলির দখলে। তাঁর খাতায় 27,673 রান।
19. অধিনায়ক হিসেবে সবচেয়ে বেশি প্লেয়ার অব দ্যা ম্যাচ পাওয়ার রেকর্ডও বিরাটের। 27 বার এই পুরস্কার পেয়েছেন তিনি।
20. অধিনায়ক হিসেবে সবচেয়ে বেশি প্লেয়ার অব দ্য সিরিজ পাওয়ার রেকর্ডও বিরাট কোহলির খাতায়। 12 বার এই পুরস্কার পেয়েছেন ভারতীয় মহাতারকা।
21. 58টি সেঞ্চুরি করে ভারতীয় দলকে জেতানোর রেকর্ড রয়েছে বিরাট কোহলির।
22. 18,172টি আন্তর্জাতিক জয়ের রেকর্ড করেছেন রোহিত সতীর্থ ।