সহেলি মিত্র, কলকাতাঃ স্কুল পড়ুয়াদের জন্য রইল সুখবর। বিশেষ করে সে যদি ২০২৭ সালে মাধ্যমিক পরীক্ষা (Madhyamik Pariksha) দেবে, তাহলে তাঁর জন্য রইল আজকের এই আর্টিকেলটি। এবার মাধ্যমিকের অ্যাডমিট কার্ড নির্ভুল রাখতে বড় পদক্ষেপ নিল মধ্যশিক্ষা পর্ষদ। সেইসঙ্গে স্কুলগুলিকে দেওয়া হল বিশেষ নির্দেশিকা। নিশ্চয়ই ভাবছেন পর্ষদের তরফে কী সিদ্ধান্ত নেওয়া হয়েছে? তাহলে জানিয়ে রাখি, এবার মাধ্যমিক পরীক্ষার অ্যাডমিট কার্ড সংশোধনের সময় মিলবে নবম শ্রেণী থেকেই।
নবম শ্রেণী থেকেই অ্যাডমিট কার্ডের ভুল সংশোধন করা যাবে
অর্থাৎ এবার পরীক্ষার আগে অ্যাডমিট কার্ডে ভুল সংশোধনের জন্য কোনও পড়ুয়া বা তাঁর অভিভাবককে দৌড়াদৌড়ি করতে হবে না। অনেক পড়ুয়াই আছে যারা মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিকের অ্যাডমিট কার্ড হাতে পেয়ে ভালোভাবে দেখে না। এরপর পরীক্ষার কয়েকদিন আগে সেটি দেখে এবং কিছু ভুল থাকলে তাহলে কষ্টের শেষ থাকে না। ভাগ্য খুব খারাপ হলে গোটা একটা বছর নষ্ট হয়ে যেতে পারে পড়ুয়ার। তবে আর সেসব হবে না, কারণ এবার পড়ুয়ারা নবম শ্রেণীতে থাকতে থাকতেই কার্ডে কিছু ভুল ছাপা থাকলে নির্দিষ্ট ওয়েবসাইটে গিয়ে তা সংশোধন করে নিতে পারবে।
স্কুলগুলিকে কড়া নির্দেশ পর্ষদের
এদিকে এডিট বা সংশোধন করার পরেও অ্যাডমিট কার্ডে ভুল কিছু থাকে তাহলে সেই দায় স্কুলের ঘাড়েই পড়বে। এরকম কিছু হলে উক্ত স্কুলকে জরিমানা অবধি করা হবে বলে জানিয়েছে মধ্যশিক্ষা পর্ষদ। জানা গিয়েছে, রেজিস্ট্রেশন সার্টিফিকেটে যদি কোথাও কোনও ভুল থেকে যায়, তা হলে আগামী ৬ থেকে ১৫ নভেম্বরের মধ্যে নির্দিষ্ট ওয়েবসাইটে গিয়ে অনলাইনে তা সংশোধন করার সুযোগ পাওয়া যাবে।
শুধু তাই নয়, আগামী ১৫ নভেম্বরের পরে আর সংশোধনের সুযোগ মিলবে না। তার পরেও ভুল থেকে গেলে জরিমানা মূল্য দিয়ে তা সংশোধন করাতে হবে। এখানে জানিয়ে রাখি, যে সকল পড়ুয়া ২০২৭ সালে মাধ্যমিক পরীক্ষা দেবে শুধুমাত্র তাঁদের ক্ষেত্রেই পর্ষদের এই নয়া নিয়ম কার্যকর হবে।