প্রীতি পোদ্দার, কলকাতা: অবশেষে দীর্ঘ চার দশকের খরা কাটল। বহু বছরের অপেক্ষা এবং উৎকণ্ঠার পর অবশেষে আজ,বুধবার শুভাংশু শুক্লাদের (Shubhanshu Shukla) নিয়ে মহাকাশে পাড়ি দিল স্পেসএক্সের ‘ড্রাগন’। পূর্ব নির্ধারিত নির্ঘণ্ট অনুযায়ী এদিন সঠিক সময়ে আমেরিকার ফ্লোরিডার কেনেডি স্পেস সেন্টার থেকে ফ্যালকন-৯ রকেটটি সফল উৎক্ষেপণ হয়। আর এই ঘটনায় উচ্ছ্বসিত গোটা দেশ। এবার সেখান থেকেই দেশবাসীর উদ্দেশে বার্তা দিল মহাকাশচারী শুভাংশু।
নির্ধারিত সূচি মেনে সফল উৎক্ষেপণ
সূত্রের খবর, আজ অর্থাৎ বুধবার বেলা ১২ টা ১ মিনিটে আমেরিকার ফ্লরিডার কেনেডি স্পেস সেন্টার থেকে ফ্যালকন ৯ রকেটে চেপে মহাকাশের উদ্দেশে পাড়ি দিয়েছেন শুভাংশু শুক্ল-সহ চার নভশ্চর। শেষ আপডেট অনুযায়ী আপাতত তাঁদের মহাকাশযান প্রায় ২০০ কিলোমিটার দূরে প্রতি সেকেন্ডে ৭.৫ কিলোমিটার বেগে পৃথিবীর চারদিকে প্রদক্ষিণ করছে। আর এবার সেখান থেকেই পৃথিবীকে প্রথম বার্তা দেন ভারতীয় বায়ুসেনার গ্রুপ ক্যাপ্টেন শুভাংশু শুক্লা। যা নিয়ে বেশ উচ্ছ্বসিত গোটা দেশবাসী।
প্রথম বার্তায় উচ্ছ্বসিত শুভাংশু
Axiom-4 mission-এর সফল উৎক্ষেপণের পর গ্রুপ ক্যাপ্টেন শুভাংশু শুক্লা খানিক চমকিত কন্ঠে বলেন, ‘‘সকল দেশবাসীকে নমস্কার। এই সফর অত্যন্ত অসাধারণ। কারণ ৪১ বছর পর ভারত পুনরায় আবার মহাকাশে পা রাখল। এই মুহূর্তে আমরা প্রতি সেকেন্ডে ৭.৫ কিলোমিটার বেগে পৃথিবীর চারদিকে ঘুরছি। সবচেয়ে উল্লেখযোগ্য বিষয় হল আমার কাঁধে এখন ভারতের পতাকা রয়েছে। আর এই পতাকাই আমাকে প্রতিটি পদে পদে বলে দিচ্ছে যে আমি আপনাদের সঙ্গেই রয়েছি!’’
এদিন সকল দেশবাসীদের ধন্যবাদ জানানোর পাশাপাশি শুভাংশু শুক্লা আরও জানিয়েছেন যে, “ভারতের এই অভিযান এখনই শেষ নয়, বরং এ এক নতুন শুরু। কারণ, এই অভিযানই ভবিষ্যতে ভারতের গগনযান অভিযানের ভিত্তিস্থাপন করবে। মহাকাশে ভারতের মানুষ পাঠানোর স্বপ্ন পূরণ হতে চলেছে এবং বিজ্ঞানের পাতায় এক নতুন সৃষ্টির আগমনী বার্তা রচনা করবে। আমি চাই আগামীর এই অভিযানে ভারতের সব স্তরের মানুষ অন্তর থেকে শামিল হোন। জয় হিন্দ! জয় ভারত!’’
১ মাস ছিলেন নিভৃতবাসে!
উল্লেখ্য ১৯৮৪ সালে রাশিয়ার মহাকাশযানে চেপে মহাকাশে পাড়ি দিয়েছিলেন রাকেশ শর্মা। তার পর দীর্ঘ ৪১ বছর পর সেই খরা কাটল শুভাংশুদের হার ধরেই। জানা গিয়েছে এই অভিযানের নেতৃত্বে রয়েছেন নাসার প্রাক্তন নভশ্চর তথা অ্যাক্সিয়ম স্পেসের মানব মহাকাশযানের ডিরেক্টর রেগি হুইটসন।
এবং এই অভিযানে সঙ্গ দিয়েছেন পোল্যান্ডের স্লায়োস উজনানস্কি-উইসনিউস্কি এবং হাঙ্গেরির টিবর কাপু। ১৪ দিনের এই অভিযানের জন্য এই চার নভশ্চরকে অনেক প্রশিক্ষণ নিতে হয়েছে। সংক্রমণজনিত রোগে যাতে অসুস্থ হয়ে না পড়েন, সে জন্য গত এক মাস ধরে চার জনকেই থাকতে হয়েছিল নিভৃতবাসে।
আরও পড়ুন: বিমানে ভুলেও নেবেন না এই ওষুধগুলি! ধরা পড়লেই দিতে হবে মোটা অংকের জরিমানা
শুভেচ্ছাবার্তা প্রধানমন্ত্রীর!
ভারতীয় মহাকাশযানের এই অসাধারণ সাফল্যকে কুর্নিশ জানিয়েছে দেশবাসী। ছেলের এই নজিরে গর্বে বুক ফুলে উঠেছে শুভাংশুর বাবা-মা এর। লখনউতে বসেই টিভির স্ক্রিনে নজর রাখছেন তাঁরা। এছাড়াও শুভাংশু শুক্লাকে শুভেচ্ছা জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিনি তাঁর এক্স হ্যান্ডেলে জানিয়েছেন যে, ‘‘শুভাংশু শুক্লাই প্রথম ভারতীয় মহাকাশচারী যিনি আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে পা রাখতে চলেছেন। এবং তিনি শুধু তাঁর একার স্বপ্ন নয়, নিজের কাঁধে ১৪০ কোটি ভারতীয়ের ইচ্ছা, আশা, আকাঙ্ক্ষার ভার বহন করে চলেছেন।’’
রাজ্য রাজনীতি, বিনোদন থেকে শুরু করে খেলা সংক্রান্ত নানা ধরনের খবরের লেটেস্ট আপডেট পেতে এখনই ফলো করুন আমাদের India Hood Bangla কে।