প্রীতি পোদ্দার, কলকাতা: EPFO সদস্যদের জন্য বড় সুখবর! আর্থিক জরুরি অবস্থায় বা এমার্জেন্সী কোনো ক্ষেত্রে এখন দ্রুত প্রফিডেন্ট ফান্ডের তহবিল পাওয়ার লক্ষ্যে এবার এক বড় পরিবর্তন নিয়ে আসা হল। জানা গিয়েছে এখন থেকে গ্রাহকদের অগ্রিম আবেদনের ক্ষেত্রে অটো-সেটেলমেন্টের সীমা আর ১ লক্ষ থাকছে না। তা বেড়ে এখন ৫ লক্ষ টাকা করা হয়েছে। এমনই সুখবর দিল খোদ কেন্দ্রীয় শ্রম ও কর্মসংস্থান মন্ত্রী মনসুখ মাণ্ডব্য।
অটো-সেটেলমেন্টের সীমা নিয়ে বড় পদক্ষেপ!
আগে EPF তে অটো সেটেলমেন্টের বিশেষ সুবিধা ছিল না। কিন্তু করোনা মহামারীর পরে EPFO-তে অগ্রিম দাবির জন্য প্রথম অটো সেটেলমেন্ট সিস্টেম চালু করেছিল সরকার। সেই সময় অটো-সেটেলমেন্টের সীমা ১ লক্ষ করা হয়েছিল। তবে এবার সেই সীমা গ্রাহকদের স্বার্থে ৫ লক্ষ করা হয়েছে। এই বিষয়ে কেন্দ্রীয় শ্রম ও কর্মসংস্থান মন্ত্রী মনসুখ মাণ্ডব্য জানিয়েছেন, “EPFO-র অটো ক্লেইম প্রক্রিয়ায় এখন থেকে ৫ লক্ষ টাকা পর্যন্ত দাবি স্বয়ংক্রিয়ভাবে নিষ্পত্তি হবে। আগের মতোই এই দাবিগুলি তিন দিনের মধ্যে মঞ্জুর হবে।”
কী বলছেন কেন্দ্রীয় শ্রম ও কর্মসংস্থান মন্ত্রী?
এছাড়াও এদিন কেন্দ্রীয় শ্রম ও কর্মসংস্থান মন্ত্রী আরও জানান যে EPFO-র ক্ষেত্রে এই পদক্ষেপ ডিজিটালাইজেশন ও গ্রাহকদের দ্রুত সেবা প্রদানে বড় পদক্ষেপ নিতে চলেছে। যা দেশের ৭.৪ কোটি সদস্য পড়াশোনা, চিকিৎসা, বিয়ে এবং আবাসনের জন্য ৫ লক্ষ টাকা পর্যন্ত নিজের প্রভিডেন্ট ফান্ড থেকে তুলতে পারবেন তাও আবার তৃতীয় পার্টির সাহায্য ছাড়াই। অন্যদিকে EPFO-এর সর্বশেষ তথ্য অনুসারে জানা গিয়েছে, ২০২৫ সালের এপ্রিলে সর্বমোট ১৯.১৪ লক্ষ নতুন সদস্য যোগদান করেছেন। যা মার্চের তুলনায় ৩১.৩১ শতাংশ বেশি।
আরও পড়ুন: “হয় আমরা থাকব, না হয় তোমারা থাকবে!” একী শুরু করলেন মহম্মদ ইউনূস?
EPFO নিয়ে বেশি চর্চা!
অন্যদিকে চলতি বছরের এপ্রিলের পরিসংখ্যানের সঙ্গে গত বছরের এপ্রিলের তুলনা করলে দেখা যাবে চলতি বছর গতবারের তুলনায় ১.১৭ শতাংশ বেশি। উল্লেখযোগ্য বিষয় হলো EPFO-তে সবচেয়ে বেশি অংশগ্রহণ করেছে ১৮ থেকে ২৫ বছর বয়সী তরুণরা। এবং রাজ্যভিত্তিক পরিসংখ্যানের হিসেবও প্রকাশ্যে এসেছে।
জানা গিয়েছে মহারাষ্ট্র অন্যান্য সব রাজ্যকে পিছনে ফেলে সর্বোচ্চ সংখ্যক নতুন PF সদস্য যুক্ত করেছে। এই নয়া পদক্ষেপের ফলে কেন্দ্রীয় সরকার মনে করছে যে এই নতুন নীতির ফলে বহু পরিবার বিপদের সময় কারোর উপর নির্ভরশীল না হয়ে আর্থিক দুর্দশা এড়াতে পারবে।