‘বেশি পাকামো করিস না, ইয়ে করে দেবে!’ মহিলা BLO-এ হুমকি তৃণমূল নেতার, ভাইরাল অডিও

Special Intensive Revision

প্রীতি পোদ্দার, কলকাতা: বিতর্ক, রাজনৈতিক তরজা এবং নানা চ্যালেঞ্জের আবহেই গত মঙ্গলবার থেকে পশ্চিমবঙ্গের জেলায় জেলায় শুরু হয়েছে SIR বা ভোটার তালিকার নিবিড় সংশোধন (Special Intensive Revision)। কিন্তু তার মাঝেই একাধিক জায়গা থেকে বুথ লেভেল অফিসারদের কাজে বাধা দেওয়ার অভিযোগ উঠে আসছে। কোথাও কোথায় মেনে চলা হচ্ছে না নির্বাচন কমিশনের সঠিক নিয়মগুলি। এমনকি রাজনৈতিক দলগুলিও বিভিন্ন জায়গায় BLO-দের সঙ্গে অনৈতিক আচরণ এবং হিংসার অভিযোগ তুলছেন। সম্প্রতি এমনই এক কাণ্ড ঘটল এক BLO মহিলার সঙ্গে। রীতিমত তাঁকে ফোন করে হুমকি দিল এক তৃণমূল নেতা।

ভাইরাল তৃণমূল নেতার অডিও

সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় একটি অডিও বেশ ভাইরাল হয়েছে। যেখানে দেখা যাচ্ছে একজন তৃণমূল নেতা সেখানকারই এক মহিলা বিডিও বা বুথ লেভেল অফিসারকে ফোন করে হুমকির সুরে কথা বলছেন। সেই ভাইরাল অডিওতে মহিলা বিডিওকে বেশি পাকামো না করার কথাও তিনি জানিয়েছেন। শুধু তাই নয় শাসকদলের ছেলেদের দিয়ে মারধরের হুমকিও দিয়েছেন। ওই মহিলা যতই তাঁর দায়িত্বের কথা তৃণমূল নেতাকে বারবার মনে করিয়ে দিচ্ছেন ততবারই তাঁকে ভয়ংকর এবং কুরুচিকর মন্তব্য শুনতে হচ্ছে। আর তাতেই BLO দের নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠছে। সেই ভাইরাল অডিওতে তৃণমূল নেতাকে বারংবার এও বলতে শোনা গিয়েছে যে যতক্ষণ না সে বলবে কাজ শুরু করতে ততক্ষণ যেন ওই BLO কর্মী কাজ শুরু না করে। এই নিয়ে রাজনৈতিক অন্ধরে তুমুল বিতর্কে সৃষ্টি হয়েছে। এমনকি কটাক্ষ করতে ছাড়েনি বিজেপিরাও। এই অডিওর সত্যতা যাচাই করেনি ইন্ডিয়া হুড।

বারুইপুরে বিজেপির BLA-2-কে আক্রমণ

গত বুধবার বারুইপুরে বিজেপির বুথ লেভেল এজেন্ট বা BLA-2-কে মারধরের অভিযোগ উঠেছিল। আর সেই অভিযোগে নাম জড়িয়েছিল BLO এবং তৃণমূলের। দক্ষিণ ২৪ পরগনার বারুইপুর পূর্ব বিধানসভার বেগমপুর গ্রামপঞ্চায়েতের দুশো কলোনি এলাকায় ঘটেছিল সেই ঘটনা। সেখানকার মহিলা BLO-র পাল্টা দাবি, তাঁকে নাকি বিজেপির লোকেরা হুঁশিয়ারি দিয়েছে। সঙ্গে নিয়ে না ঘুরলে চাকরি খেয়ে নেওয়ার হুমকি দেওয়া হয়েছে। আর এই ঘটনা প্রকাশ্যে আসতেই কটাক্ষ করতে ছাড়েনি তৃণমূলও।

আরও পড়ুন: কলকাতা পুরসভার বিরুদ্ধে অবৈধ বার্থ সার্টিফিকেট বিলির অভিযোগ! বড় পদক্ষেপ শুভেন্দুর

উল্লেখ্য রাজ্যে ‘SIR’ চলার সময়ে BLO–দের সুরক্ষা দেওয়ার ক্ষেত্রে যেমন উঠছে একাধিক প্রশ্ন ঠিক তেমনই আরও এক অবাক কাণ্ড ঘটল ঘাটালের দাসপুর দুই নম্বর ব্লকের কেলেগোদা গ্রামে। অভিযোগ গোছাতি গ্রাম পঞ্চায়েতের ১৬৯ নম্বর বুথের মহিলা বিএলও ঋতুপর্ণা হাজরা নিজে এনুমারেশন ফর্ম বিলি না করে তাঁর স্বামী অসীম হাজরা ওই ফর্ম বিলি করাচ্ছেন তিনি, এদিকে সে এখন স্থানীয় তৃণমূল নেতা, আর এই খবর ছড়িয়ে পড়তেই রাজনৈতিক মহলে শুরু হয়েছে জোর বিতর্ক। জানা গিয়েছে খুব শীঘ্রই BLO-র বিরুদ্ধে জাতীয় নির্বাচন কমিশন ব্যবস্থা নেবে।

Leave a Comment