বিক্রম ব্যানার্জী, কলকাতা: ফের নতুন নাটক পাকিস্তানের! বিগত দিনগুলিতে বেশ কয়েকবার ভারতের হিন্দু এবং মুসলিমদের মধ্যে বিদ্বেষ ছড়ানোর চেষ্টা করেছিলেন পাক সেনাপ্রধান আসিম মুনির সহ পশ্চিমের দেশের অনেকেই। এবার সরাসরি হিন্দু এবং শিখদের মধ্যে ভেদাভেদের চেষ্টা করল পাকিস্তান। জানা গিয়েছে, শিখ সম্প্রদায়ের প্রতিষ্ঠাতা গুরু নানকের জন্মস্থান নানকানা সাহিব পরিদর্শন করতে গেলে পাকিস্তানে কোনও হিন্দুকেই প্রবেশ করতে দেওয়া হয়নি (Pakistan Expelled Hindu Pilgrims)। তবে সবচেয়ে অবাক করা বিষয়, হিন্দুদের আটকে দিয়ে শিখ সম্প্রদায়ের মানুষদের একেবারে ফুল দিয়ে বরণ করে নেওয়া হয়েছিল। যেই ঘটনায় ফের নতুন মুখোশধারী পাকিস্তানকে চিনল গোটা বিশ্ব।
তাড়িয়ে দেওয়া হল হিন্দুদের!
গতকাল অর্থাৎ 5 নভেম্বর গুরু নানকের জন্মদিন উপলক্ষ্যে তাঁর জন্মস্থান পরিদর্শন করতে নানকানা সাহিব অর্থাৎ পাকিস্তানে যাচ্ছিলেন একদল ভারতীয় হিন্দু এবং শিখ সম্প্রদায়ের মানুষজন। তবে ওয়াঘা আত্তারি সীমান্তে পৌঁছতেই বেছে বেছে হিন্দু সম্প্রদায়ের মানুষদের আটকানো হয়। এদিন পাকিস্তানের অভিবাসন দপ্তরের কর্তারা পাক রেঞ্জার্সদের সাথে হাত মিলিয়ে ওই ভারতীয় হিন্দু দলটিকে তাদের দেশে ঢুকতে বাধা দেয়। ঠিক অপরদিকেই, গুরু নানকের জন্মস্থান পরিদর্শন করতে যাওয়া শিখ সম্প্রদায়ের মানুষদের একেবারে ফুলের মালা দিয়ে বরণ করে নিয়েছিলেন পাকিস্তানি কর্তৃপক্ষ।
দ্য হিন্দুর এক প্রতিবেদন অনুযায়ী, গতকাল পাকিস্তানে গুরু নানকের জন্মস্থান পরিদর্শন করতে ভারত থেকে 14টি হিন্দু পরিবার সীমান্তে পৌঁছেছিলেন। তবে হিন্দুরা কেন শিখ তীর্থস্থান দর্শন করবেন এমন প্রশ্ন তুলেই ভারতের ওই হিন্দু পরিবারগুলিকে পাকিস্তানে ঢোকার আগেই আটকে দেয় পশ্চিমের দেশের দায়িত্বরত রেঞ্জার্সরা। অভিযোগ, শুধুমাত্র মুখে বলে নয় দৈহিক অঙ্গভঙ্গি এমনকি বৈষম্যমূলক এবং অসম্মানজনক আচরণ করে ভারতের হিন্দুদের তাড়িয়ে দেওয়ার অভিযোগ রয়েছে পাকিস্তানিদের বিরুদ্ধে।
এ প্রসঙ্গে ভুক্তভোগী দুই হিন্দু জানিয়েছেন, শিখদের তীর্থস্থান পরিদর্শনের জন্য পাকিস্তানের একেবারে বৈধ ভিসা পেয়েছিলেন তাঁরা। তবে সীমান্তে গিয়ে হিন্দু পরিচয় দিতেই তাদের আটকে দেওয়া হয়। শোনা যাচ্ছে, পাকিস্তানি কর্তৃপক্ষকে ভারতের হিন্দুরা বারবার বোঝানোর চেষ্টা করছিলেন, গুরু নানক শুধুই শিখদের সম্পদ নন, বহু হিন্দু তাকে ভগবান হিসেবে মানে। কিন্তু সেসব সত্ত্বেও পাকিস্তানের দরজা খোলেনি ভারতের হিন্দু সম্প্রদায়ের মানুষের জন্য।
অবশ্যই পড়ুন: মেয়েদের খেলার জন্য মাঠ করে দিতে পারল না CAB! সৌরভদের কড়া চিঠি ক্ষুব্ধ BCCI-র
প্রসঙ্গত, গুরু নানকের জন্মজয়ন্তীতে ভারতের হিন্দু সম্প্রদায়ের মানুষদের বেছে বেছে পাকিস্তানে ঢুকতে বাধা দেওয়ার বিষয়টি নিয়ে কার্যত তোলপাড় হয়ে যাচ্ছে বিশ্ব রাজনীতি! ভারতের একটি সরকারি সূত্র জানিয়েছে, খুব শীঘ্রই কূটনৈতিক চ্যানেলের মাধ্যমে পাকিস্তান সরকারের কাছে এ বিষয়ে অভিযোগ জানানো হবে। এদেশের বহু সরকারি কর্মকর্তা বলছেন, ‘একেবারে ইচ্ছাকৃতভাবেই বেছে বেছে হিন্দুদের বাধা দিয়েছে পাকিস্তানি কর্তৃপক্ষ। এর মধ্য দিয়ে ওরা আসলে ভারতে শিখ এবং হিন্দুদের মধ্যে বিদ্বেষ ছড়াতে চেয়েছে।’ একইভাবে এই ঘটনার তীব্র নিন্দা জানিয়েছে বিশ্বের বেশ কয়েকটি দেশের সুবুদ্ধি সম্পন্নরা!