বিক্রম ব্যানার্জী, কলকাতা: রাজ্য জুড়ে চলছে ভোটার তালিকার নিবিড় সংশোধন। আর এই SIR আবহেই আজব কাণ্ড ঘটিয়ে বসলেন জলপাইগুড়ির এক BLO। অভিযোগ, বাড়ি বাড়ি গিয়ে ফর্ম বিলির পাশাপাশি স্থানীয় বাসিন্দাদের বোঝানোর পরিবর্তে একটি বাঁধের উপর টেবিল চেয়ার পেতে SIR এর ফর্ম বিলি করছেন তিনি। সূত্রের খবর, জলপাইগুড়ির তিস্তা বাঁধের উপরেই SIR সংক্রান্ত যাবতীয় কাজকর্ম সারছেন কৃষ্ণা রায় কুণ্ডু নামক এক BLO (Jalpaiguri BLO News)। তাতে নতুন করে জন্ম নিয়েছে বিতর্ক।
কেন এভাবে SIR এর কাজ সারছেন তিনি?
জলপাইগুড়ির তিস্তা বাঁধের উপর চেয়ার টেবিল বসিয়ে SIR এর ফর্ম বিলি থেকে শুরু করে সই করানো সবই করছিলেন কৃষ্ণা রায় কুণ্ডু নামক ওই BLO। কিন্তু কেন এমনভাবে কাজ করছেন তিনি? প্রশ্ন তুলতেই জলপাইগুড়ির ওই মহিলা জানান, ভারী ব্যাগ নিয়ে বাড়ি বাড়ি গিয়ে কাজ করতে সমস্যা হচ্ছে। সে কারণেই একটা নির্দিষ্ট জায়গায় বসে প্রয়োজনীয় কাজকর্ম সারছেন তিনি। BLO র দাবি, তাঁর এমন কর্মকাণ্ডে কোনও আপত্তি জানাননি স্থানীয় বাসিন্দারা।
অবশ্যই পড়ুন: ৪৮ রানে হার অস্ট্রেলিয়ার, লাগাতার দুই ম্যাচ জিতে সিরিজে এগিয়ে ভারত
এদিকে, স্থানীয় বাসিন্দাদের একাংশের বক্তব্য, ‘খবরে শুনছি BLO রা বাড়ি বাড়ি গিয়ে ফর্ম দিয়ে আসবেন। সেই ফর্ম ফিলাপ করা হয়ে গেলে তিনি আবার বাড়ি থেকে এসে সেটি নিয়ে যাবেন। বাড়িতে কেউ না থাকলে দরজার ফাঁক দিয়ে সেই ফর্ম গলিয়ে আসবেন BLO রা। এটাই তাঁদের কাজ। এদিকে আমাদের এখানে BLO বাঁধের উপর চেয়ার টেবিল পেতে বসেছেন। সেখানেই সকলকে যেতে হচ্ছে ফর্ম আনাতে। এটা কেমন?’
এলাকাবাসীর একটা বড় অংশের অভিযোগ, ওই BLO কারও কথা মানছেন না। একই জায়গায় বসে কাজ করছেন তিনি। তাছাড়াও ওই BLO র সাথে কোনও দলের BLA কেও দেখতে পাওয়া যাচ্ছে না। সব মিলিয়ে, জলপাইগুড়ির BLO র আজব কীর্তিতে তাজ্জব সকলে। তবে এ প্রসঙ্গে প্রশাসনিকভাবে কোনও পদক্ষেপ নেওয়া হয়েছে কিনা তা জানা যায়নি।