অবসরের ইঙ্গিত! ভক্তদের মন ভেঙে বড় কথা জানালেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো

বিক্রম ব্যানার্জী, কলকাতা: দুঃসংবাদ আর খুব একটা বেশি দূরে নয়। মন ভাঙতে পারে অসংখ্য ফুটবল ভক্তের! কারণ, অবসর নেওয়ার ইঙ্গিত দিয়ে দিলেন পর্তুগাল ফুটবলের মহারাজ ক্রিশ্চিয়ানো রোনাল্ডো (Cristiano Ronaldo On His Retirement)। সম্প্রতি এক সাক্ষাৎকারে, বিশ্বজয়ী ফুটবলার জানিয়েছেন, অবসর নেওয়ার চিন্তাভাবনা রয়েছে তাঁর। তাহলে কি 2026 বিশ্বকাপে খেলেই বুট জোড়া তুলে রাখবেন CR7? ক্রমশ জোড়ালো হচ্ছে জল্পনা।

অবসর নেওয়ার কথা জানালেন রোনাল্ডো!

অগণিত ভক্তের মন ভেঙে শীঘ্রই অবসর নিতে পারেন পর্তুগাল দলের অধিনায়ক। গত মঙ্গলবার পিয়ার্স মরগানের আনসেন্সর্ড-এ একটি সাক্ষাৎকারে সে কথা জানিয়েছেন রোনাল্ডো। এদিন একেবারে খোলাখুলি আল নাসেরের স্ট্রাইকার বলেন, ‘অবসর নিয়ে অবশ্যই ভাবনা রয়েছে। সেই দিন আর খুব একটা বেশি দূরে নয়। আমি মনে মনে পুরোপুরি প্রস্তুত। তবে জানিনা সেদিন আমি ঠিক কী করব! চোখের জল বোধ হয় কোনও বারণ মানবে না। তবে সব কিছুরই যেমন শুরু আছে তেমনই শেষও আছে। সবাইকেই একদিন না একদিন থামতে হয়।’

এদিন CR 7 আরও বলেন, ‘সবকিছু মেনে নিতে হবে। নিজের জন্য, নিজের পরিবারের জন্য আমার সন্তানদের জন্য।’ রোনাল্ডো বলেছেন, অবসরের পর নিজের পরিবারের জন্য অনেকটাই সময় বাঁচাতে পারবেন তিনি। আর এমন বক্তব্য প্রকাশে আসতেই অনেকে বলছেন হয়তো পরিবারের জন্যই ফুটবল থেকে অবসরের কথা ভাবছেন এই বিশ্বজয়ী ফুটবলার। যদিও, ঠিক কবে নাগাদ ফুটবল থেকে পা তুলে নেবেন, সে কথা এখনও জানাননি ক্রিশ্চিয়ানো।

অবশ্যই পড়ুন: বাড়ি বাড়ি গিয়ে নয়, নদীর বাঁধের উপর SIR-র কাজ সারছেন BLO! আজব ঘটনা জলপাইগুড়িতে

 

উল্লেখ্য, আগামী বছরের 5 ফেব্রুয়ারি 41 বছর পূর্ণ করবেন পর্তুগাল ফুটবল দলের নায়ক ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। না বললেই নয়, ক্লাব এবং দেশের জার্সি গায়ে এখনও পর্যন্ত মোট 952টি গোল করেছেন তিনি। লক্ষ্য 1000 গোলের চূড়া ছুঁয়ে দেখা। তাছাড়াও আসন্ন বিশ্বকাপ জেতাটাও রোনাল্ডোর দেখা স্বপ্নগুলোর বাইরে নয়। তবে তারপর কি চিরকালের মতো ফুটবলকে বিদায় জানাবেন পর্তুগালের সুপারস্টার? উত্তর মিলবে সময়ের সাথে সাথেই।

Leave a Comment