সহেলি মিত্র, কলকাতাঃ পশ্চিমবঙ্গ সরকারের তরফে বিগত বহু বছর ধরে নানা প্রকল্প চালানো হচ্ছে। কন্যাশ্রী, যুবশ্রী, পথশ্রী, লক্ষ্মীর ভান্ডার সহ নানা প্রকল্প চলছে বাংলায়। এদিকে এই প্রকল্পে আবেদন করে লাভবান হচ্ছেন মানুষ। তবে আজকের এই আর্টিকেলে আপনাদের শিশু সাথী (SishuSaathi) প্রকল্প নিয়ে আলোচনা করব। সম্প্রতি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই প্রকল্প নিয়ে বড় ঘোষণা করেছেন। এই প্রকল্পের মাধ্যমে এবার শিশুদের একদম বিনামূল্যে দূরারোগ্য ব্যাধির চিকিৎসা হবে।
শিশু সাথী নিয়ে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর
হৃদরোগের অস্ত্রোপচার ছাড়াও এবার এই প্রকল্পের আওতায় বহু দূরারোগ্য ব্যাধির চিকিৎসা করানো হবে। যার জন্য বরাদ্দ করা হয়েছে কয়েকশো কোটি টাকা। বৃহস্পতিবার মুখ্যমন্ত্রী নিজে এই বিষয়ে তথ্য দিয়েছেন নিজের এক্স হ্যান্ডেলে। তিনি জানান, ‘শিশুসাথী’ প্রকল্পের আওতায় এবার থেকে ক্লেফট লিপ, প্ল্যালেট, ক্লাবফুটের মতো কঠিন ও জটিল রোগের চিকিৎসাও নিখরচায় করা হবে। হ্যাঁ একদম ঠিক শুনেছেন। এর জন্য ৩০০ কোটি টাকা বরাদ্দ ঘোষণা করেছেন তিনি।
কনজেনিটাল হার্ট ডিজিজ, ক্লেফট লিপ/প্যালেট, ক্লাবফুট এবং নিউরাল টিউব ডেফেক্টের খরচ আকাশছোঁয়া। সাধারণ মধ্যবিত্ত ঘরের মানুষের ক্ষেত্রে এসকল রোগের খরচ চালানো মানে বিশাল ব্যাপার। তবে আর চিন্তা নয়। মুখ্যমন্ত্রী জানিয়েছেন, এখনও অবধি এই সুবিধার লাভ পেয়েছে ৬৩,০০০ বেশি সিশু। আগামী দিনে আরও শিশুর চিকিৎসা করানো হবে।
GoWB is always committed for best health care for our children. “Sishu Saathi” program, a flagship initiative launched on 2013, has provided free of cost treatment for Congenital Heart Disease, Cleft Lip/Palate, Clubfoot and Neural Tube Defect to 63,000+ children with expenditure… pic.twitter.com/Aa5UFlxR6l
— Mamata Banerjee (@MamataOfficial) November 6, 2025
শিশু সাথী প্রকল্প কী?
শিশু সাথী প্রকল্প হল পশ্চিমবঙ্গ সরকার কর্তৃক ২০১৩ সালে সরকারি হাসপাতালে শিশুদের বিনামূল্যে হৃদরোগের অস্ত্রোপচারের জন্য চালু করা একটি প্রকল্প। এর লক্ষ্য হল অর্থনৈতিকভাবে পিছিয়ে পড়া পরিবারের শিশুদের জীবন রক্ষাকারী চিকিৎসা সেবা প্রদান করা। এই প্রকল্পের আওতায় সুবিধা পেতে আধার কার্ড, ভোটার আইডি কার্ড, আয়ের শংসাপত্র এবং বিপিএল কার্ডের মতো নথিপত্র প্রয়োজন। আবেদনকারীদের অবশ্যই পশ্চিমবঙ্গের বাসিন্দা হতে হবে এবং প্রয়োজনীয় নথিপত্র জমা দিতে হবে।