রাজারহাটে রেলিং ভেঙে খালে ওলটাল যাত্রীবোঝাই বাস, আহত প্রচুর

Rajarhat Bus Accident

সৌভিক মুখার্জী, কলকাতা: সাতসকালে ভয়াবহ দুর্ঘটনা! আজ সকালেই রাজারহাটে যাত্রীবোঝাই এক বেসরকারি বাস আচমকাই নিয়ন্ত্রণ হারিয়ে রেলিং ভেঙে উল্টে পড়ে খালে (Rajarhat Bus Accident)। ঘটনাটি ঘটেছে রাজারহাটের লাউদোহা মোড়ের কাছে। জানা যাচ্ছে, এই দুর্ঘটনায় একাধিক যাত্রী গুরুতর আহত হয়েছে। যা নিয়ে গোটা এলাকায় ছড়িয়ে পড়েছে চাঞ্চল্য।

কীভাবে ঘটল এই ঘটনা?

জানা যাচ্ছে, আজ সকাল সাড়ে সাতটা নাগাদ ওই অফিসগামী ও স্কুলের যাত্রী বোঝাই বাসটি বেহালা থেকে নিউটাউনের দিকে যাচ্ছিল। তখন আচমকা নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তায় বাঁধা এক রেলিং ভেঙে পাশের খালে উল্টে পড়ে। মুহূর্তের মধ্যে ছড়িয়ে পড়ে চাঞ্চল্য। যাত্রীরা হইহুল্লোড় করে আতঙ্কে বাস থেকে বেরোনোর চেষ্টা করে। এমনকি চিৎকার চেঁচামেচিতে ভিড় জমে যায় স্থানীয়দের।

এদিকে দুর্ঘটনার খবর পাওয়া মাত্রই দমকল এবং স্থানীয় থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছয়। দ্রুত স্থানীয়রা উদ্ধারকার্যে হাত লাগায়। স্থানীয়দের তৎপরতায় আহত যাত্রীদেরকে উদ্ধার করা হয়। এমনকি দ্রুত ঘটনাস্থলে আসে অ্যাম্বুলেন্স এবং তাতে করেই আহতদের স্থানীয় রাজারহাট মহাকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। জানা যাচ্ছে, কয়েকজনের অবস্থা খুবই আশঙ্কাজনক।

আরও পড়ুনঃ মধ্যবিত্তর গায়ে ছ্যাঁকা দিয়ে ফের চড়ল সোনা, রুপোর দাম! আজকের রেট

কী কারণে এই দুর্ঘটনা?

প্রাথমিক তদন্ত অনুযায়ী যেমনটা জানা যাচ্ছে, গাড়ির অতিরিক্ত গতিই হয়তো এই দুর্ঘটনার মূল কারণ। পাশাপাশি সকালের দিকে রাস্তা যথেষ্ট ভিজে ছিল। তবে চালক মদ্যপ অবস্থায় ছিল কিনা সে বিষয়ে এখনও পর্যন্ত কোনও খবর পাওয়া যায়নি। পুলিশ বিস্তারিত খতিয়ে দেখছে। কিন্তু দুর্ঘটনার পরই চালক ও খালাসি পলাতক। এ নিয়ে রাজারহাট এলাকায় যান চলাচালেও ব্যাঘাত ঘটেছে। এমনকি দীর্ঘক্ষন ধরে যানজট চলে ওই এলাকায়। দ্রুত ক্রেন ডেকে খাল থেকে বাসটিকে তোলা হয়।

Leave a Comment