প্রীতি পোদ্দার, কলকাতা: পশ্চিমবঙ্গে প্রাথমিক শিক্ষক নিয়োগ প্রক্রিয়ায় যে এক বড়সড় পরিবর্তন আসতে চলেছে তার ইঙ্গিত অনেকদিন আগে থেকেই বোঝা যাচ্ছিল, এবার সেটি বাস্তবে পরিণত হতে চলেছে। সম্প্রতি ২০২৪ সালের প্রাথমিকের টেটের ফল প্রকাশ করেছে প্রাথমিক শিক্ষা পর্ষদ। খুব শীঘ্রই টেট উত্তীর্ণদের ইন্টারভিউয়ের (Primary TET Recruitment) জন্য অনলাইন আবেদনের পোর্টাল খুলে দেবে পর্ষদ। তার আগে ইন্টারভিউয়ের নয়া নম্বর বিভাজনের খসড়া প্রকাশ করল রাজ্যের স্কুলশিক্ষা দপ্তর। আর সেটি প্রকাশ্যে আসা মাত্রই হৈ হৈ রব পড়ে গেল শিক্ষা মহলে। একাধিক পরিবর্তন আনা হয়েছে।
বড় পরিবর্তন খসড়া বিধিতে!
প্রাথমিক টেটের পুরনো খসড়া বিধিতে এতদিন বরাদ্দ নম্বর ছিল ৫, কিন্তু একাধিক আলোচনার পর সেই নম্বর এক লাফে ২০ নম্বর বৃদ্ধি করা হল। মোট ২৫ নম্বর করা হল। তবে টেটের বরাদ্দ নম্বর বৃদ্ধি পেলেও শিক্ষক প্রশিক্ষণের উপর অর্থাৎ ডিপ্লোমা ইন এলিমেন্টারি এডুকেশনের বরাদ্দ নম্বর কমে হল ৫, যেটা আগে ছিল ১৫। শুধু তাই নয় উচ্চ মাধ্যমিক পাশের নির্ধারিত নম্বর আগে ছিল ১০,তা এখন করা হল ৫। এছাড়াও এই নয়া খসড়া বিধিতে আরও পরিবর্তন আনা হয়েছে। উচ্চ মাধ্যমিক পাশের জন্য নির্ধারিত নম্বর যেখানে ১০ ছিল, সেটাও কমে ৫ করা হয়েছে। অন্যদিকে পুরোনো খসরায় এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটির জন্য যে ৫ নম্বর ছিল, সেটাও তুলে নেওয়া হয়েছে।
শিক্ষকতার অভিজ্ঞতা অনুযায়ী নম্বর বিভাজন
নয়া খসড়া বিধিতে শিক্ষকতার অভিজ্ঞতা কত বছর থাকবে তার ওপর নম্বর বরাদ্দ করা হয়েছে। চার বছরের অভিজ্ঞতা থাকলে এক নম্বর। চার থেকে ৬ বছরের অভিজ্ঞতা থাকলে দু’নম্বর, ছয় থেকে আট বছর অভিজ্ঞতা থাকলে তিন নম্বর। ৮ থেকে ১০ বছরের অভিজ্ঞতা থাকলে চার নম্বর। ১০ বছরের বেশি অভিজ্ঞতা থাকলে পাঁচ নম্বর দেওয়া হবে। যদিও এটা চূড়ান্ত নয়। প্রাথমিক শিক্ষা পর্ষদের টেট সংক্রান্ত এই নয়া খসড়া নিয়ে সভাপতি গৌতম পাল জানিয়েছেন, ‘‘একটি নয়া খসড়া বিধি প্রকাশ করা হয়েছে। তবে এটি চূড়ান্ত নয়। এটি মতামত নেওয়ার জন্য দেওয়া হয়েছে। এর আগে যে বিধি প্রকাশ করা হয়েছিল সেই অনুযায়ী বর্তমান নিয়োগ হবে। ১৫ দিনের সময় দেওয়া হয়েছে মতামত নেওয়ার জন্য।’’
আরও পড়ুন: ফের কলকাতায় ED-র অভিযান! ব্যবসায়ী, ইঞ্জিনিয়ারের বাড়িতে সাতসকালে তল্লাশি
প্রসঙ্গত, আজ অর্থাৎ শুক্রবার প্রকাশিত হতে চলেছে স্কুল সার্ভিস কমিশন আয়োজিত একাদশ, দ্বাদশ শ্রেণির শিক্ষক নিয়োগের পরীক্ষার ফল প্রকাশিত হবে। সন্ধ্যার পর পরীক্ষার উত্তরপত্র আপলোড করবে SSC। লিখিত পরীক্ষার ফল প্রকাশের পর মেধাতালিকার ভিত্তিতে ইন্টারভিউয়ে ডাকা হবে চাকরিপ্রার্থীদের। একাদশ-দ্বাদশের শিক্ষক নিয়োগ সম্পন্ন হলে নবম-দশম শ্রেণির শিক্ষক নিয়োগের ফল প্রকাশ করবে SSC।