বালি পাচার কাণ্ডে ৭৮ কোটি টাকা নয়ছয়ের অভিযোগে গ্রেফতার! কে এই অরুণ সরাফ?

Sand Mining Case

প্রীতি পোদ্দার, কলকাতা: হাতে বাকি আর মাত্র কয়েকটা দিন, তারপরেই বছর ঘুরলে ২৬ এর বিধানসভা নির্বাচন। তাইতো এই নির্বাচনকে সামনে রেখেই একের পর এক ভোট যুদ্ধের প্রস্তুতি শুরু করেছে রাজনৈতিক দলগুলি। এদিকে যেখানে নির্বাচনের ব্যস্ততা তুঙ্গে সেখানে কলকাতা সহ একাধিক শহরে একের পর এক দুর্নীতি মামলা নিয়ে তৎপর হয়ে উঠেছে ইডি আধিকারিকরা। যার মধ্যে অন্যতম হলো বালি পাচার মামলা (Sand Mining Case)। দীর্ঘ দিন ধরে এই মামলার তদন্ত করছে ইডি। একাধিক জায়গায় তল্লাশি অভিযান চালানো হয়েছে। এবার সেই মামলায় গ্রেফতার হল কলকাতার এক ব্যবসায়ী।

বালি পাচার মামলায় নয়া মোড়!

উল্লেখ্য, গত সেপ্টেম্বর মাসেই বালি পাচার মামলায় রাজ্যে মোট চার জায়গায় তল্লাশি অভিযানে নেমেছিল ইডি আধিকারিকরা। কলকাতা, ঝাড়গ্রাম, নদিয়া ও পশ্চিম মেদিনীপুরে ছড়িয়ে পড়েছিল ED আধিকারিকরা। এমনকি ইডি আধিকারিকরা অফিস পাড়া সল্টলেকে অবস্থিত জিডি মাইনিংয়ের অফিসেও হানা দেয় বালি পাচার মামলার তদন্তের জন্য। পাশাপাশি ঝাড়গ্রামের গোপীবল্লভপুরে এক বালি ব্যবসায়ীর বাড়িতেও গিয়েছিল। এবার সেই মামলায় কলকাতার এক ব্যবসায়ীকে গ্রেফতার করল ইডি। অর্থাৎ এই প্রথম বালি সংক্রান্ত দুর্নীতির মামলায় ইডির তরফে কাউকে গ্রেফতার করা হল।

কে এই অরুণ সরাফ?

ED সূত্রের খবর, গতকাল অর্থাৎ বৃহস্পতিবার কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার দিনভর জিজ্ঞাসাবাদের পর জিডি মাইনিং নামক সংস্থার প্রাক্তন ডিরেক্টর অরুণ সরাফকে গ্রেফতার করল ইডি আধিকারিকরা। জানা গিয়েছে, জিডি মাইনিং এবং অন্যান্য গ্রুপ অফ কোম্পানির অফিস কন্ট্রোল করতেন অরুণ। সল্টলেক ও বেহালা দুই জায়গাতেই অফিস রয়েছে এই সংস্থার। অন্যদিকে অরুণের সল্টলেকে সেক্টর ৩-এর FE ৩২৬ নম্বরে প্রাসাদ সমান বাড়ি রয়েছে। এই বাড়িতেও তল্লাশি চালিয়েছে ইডি। পরে অরুণের অফিস থেকে ২৯ লক্ষ টাকা বাজেয়াপ্ত করে ইডি।

রাতেই বিচার ভবনে হাজিরা দিল অরুণ

কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা অভিযোগ তুলেছে যে অভিযুক্ত ব্যবসায়ীর বিরুদ্ধে ৭৮ কোটি টাকা নয়ছয়ের সঙ্গে যুক্ত অভিযুক্ত অরুণ সরাফ। তাঁর এই সংস্থা লিজে বালি খাদান কিনতেন। নিয়ম অনুযায়ী যতটা বালি তোলার কথা, তার থেকে অনেক বেশি পরিমাণে বালি তোলা হত বলে অভিযোগ। এবং সেই টাকা অরুণের বিভিন্ন অ্যাকাউন্টে ঢুকত বলেও অভিযোগ রয়েছে। এদিকে গ্রেফতারির পর রাতেই অরুণকে বিচার ভবনে হাজির করানো হয়েছিল। এ বিষয়ে জেরা করার জন্য ১৪ দিন তাঁকে নিজেদের হেফাজতে চেয়েছিল ইডি কিন্তু সেখানে এক দিনের হেফাজত মঞ্জুর করেছে আদালত।

আরও পড়ুন: টাইপ করতেন নামের তালিকা, চেনান মিডিলম্যানকেও! পার্থর বিরুদ্ধে বিশেষ সাক্ষী CBI-র

অভিযোগ অস্বীকার অরুণের আইনজীবী

ED দাবি করেছে যে, জিডি মাইনিং নামক সংস্থার প্রাক্তন ডিরেক্টর অরুণ সরাফের কাছ থেকে লক্ষাধিক টাকা উদ্ধার করা হয়েছে। মিলেছে উপযুক্ত তথ্যপ্রমাণও যে তিনি বালি পাচার মামলায় সরাসরি যুক্ত। যদিও এই সকল অভিযোগ উড়িয়ে দিতে চায় অভিযুক্তের আইনজীবী। ইতিমধ্যেই সে অরুণের জামিনের আবেদন জানিয়েছেন আদালতে। তাঁর যুক্তি, এর আগে কেন্দ্রীয় সংস্থার জিজ্ঞাসাবাদের মুখোমুখি হয়েছেন অরুণ। তদন্তে সব রকমের সহযোগিতা করেছেন। এমনকি তিনি এও বলেন, যে সময়ে এই দুর্নীতি হয়েছিল, সে সময়ে সংশ্লিষ্ট সংস্থার ডিরেক্টর পদে ছিলেন না অরুণ। জানা গিয়েছে আজ অর্থাৎ শুক্রবার ফের তাঁকে আদালতে হাজির করাতে হবে।

Leave a Comment