চাই না এমন সাহায্য! ৮৪ টাকার সরকারি ভাতা ফিরিয়ে মণিপুরে রাস্তায় নামল শত শত মহিলা

সৌভিক মুখার্জী, কলকাতা: দিনে মাত্র ৮৪ টাকা! মনিপুর সরকারের (Manipur Government) প্রতি এবার খুব উগড়ে দিল ৪৪৬ জন গৃহিণী। জানা যাচ্ছে, মনিপুর সরকারের বিরুদ্ধে অসন্তোষ প্রকাশ করে আর্থিক সহায়তার অর্থ ফিরিয়ে দিয়েছেন এই শত শত বাস্তুচ্যুত মানুষ। সূত্রের খবর, সরকার তাদের জন প্রতি মাত্র ৮৪ টাকা করে ভরণপোষণ ভাতা দিয়েছিল। তারই তীব্র বিরোধিতা করতে পথে নামে তারা।

ঘটনাটি কী?

জানা যায়, এই রাজ্যে এক মাসের খাবারের খরচ মেটাতে ৩০ দিনের জন্য দৈনিক ৮৪ টাকা করে বরাদ্দ করা হয়েছে সরকারের তরফ থেকে। গৃহিণীরা দাবি করছে, এই পরিমাণ খুবই কম। এ দিয়ে সংসার চালানো যায় না। এজন্যই এদিন ইম্ফল পূর্বের সাজিওয়ায় আশ্রয়কেন্দ্রে বসবাসকারী ৪৪৬ জন মহিলা মহাকুমা অফিসে যান, আর সেখানেই সেই টাকা ফেরত দেন তারা। তারা বলেন যে, মৌলিক চাহিদা পূরণ করার জন্য এটা যথেষ্ট নয়। এমনকি তারা নিরাপদে পুনর্বাসনের দাবিতে স্মারকলিপিও জমা দিয়েছেন। উল্লেখ্য, ২০২৩ সালের মে মাসে জাতিগত সহিংসতা ছড়িয়ে পড়ার পরেই মনিপুরে ৬০ হাজারের বেশি লোক বাস্তুচ্যুত হয়েছে। তাদের মধ্যে এখনও অনেকে ত্রাণশিবির বা আশ্রয়কেন্দ্রে বসবাস করছে।

দীর্ঘদিন ধরেই মনিপুরে কুকি এবং মৈতৈ জনজাতির মধ্যে সংঘাত চলে আসছে। ২০২৩ সালের ৩ মে জাতিগত হিংসার সাক্ষী থেকেছিল মনিপুর। তবে মাঝে কিছুটা পরিস্থিতি শান্ত হলেও এখনও চলছে সহিংসা। এখনও পর্যন্ত হাজার জনকে উদ্ধার করে নিরাপদ স্থানে রাখা হয়েছে বলে বেশ কয়েকটি রিপোর্ট অনুযায়ী খবর। পাশাপাশি চূড়াচাঁদপুর, মোরে, কাকচিং সহ বেশ কিছু জেলা থেকে অধিকাংশ মানুষকে সরানো হয়েছিল।

আরও পড়ুনঃ বালি পাচার কাণ্ডে ৭৮ কোটি টাকা নয়ছয়ের অভিযোগে গ্রেফতার! কে এই অরুণ সরাফ?

বড়সড় দাবি মহিলাদের

‘প্রতিদিন ৮৪ টাকা একবেলার খাবারের জন্যই যথেষ্ট নয়। আমরা এই টাকা নিয়ে বেঁচে থাকতে পারব না।’ হ্যাঁ, বুধবার এসডিও অফিসের বাইরে গিয়ে এমনই বললেন বিক্ষোভকারী মহিলারা। এমনকি ১০ দিনের মধ্যে তাদের নিজ গ্রামে নিরাপদ নির্বাসনের দাবিতে সাদুয়েংখোম্মান, দোলাইথাবি, লিটানপোকপি এলাকার মহিলারা স্মারকলিপিও জমা দিয়েছেন। আর তারা সতর্ক করেছেন যে, সরকার যদি তাদের ডাকে সাড়া না দেয়, তাহলে আন্দোলন আরও তীব্র হবে। এমনকি একজন বিক্ষোভকারী বলেন যে, আন্দোলনের সময় কোনওরকম অপ্রীতিকর ঘটনার জন্য সরকারই দায়ী থাকবে।

Leave a Comment