বিক্রম ব্যানার্জী, কলকাতা: জন্ম থেকেই তিনি বিশেষভাবে সক্ষম। নেই কাজের দুই হাত। কিন্তু তাতে লক্ষ্য পূরণে কমতি থাকবে কেন? এমন প্রশ্নটাই বারবার নিজের দিকে ছুঁড়ে এবার পা দিয়েই মাইলফলক অর্জন করলেন শীতল দেবী। প্রথম প্যারা আর্চার হিসেবে দেশের স্বাভাবিক ক্ষমতা সম্পন্নদের দলে জায়গা করে নিলেন ভারতের এই লড়াকু নারী (Sheetal Devi Selected)। বলাই বাহুল্য, গত সেপ্টেম্বরে দক্ষিণ কোরিয়ায় অনুষ্ঠিত আর্চারি বিশ্ব চ্যাম্পিয়নশিপে ব্রোঞ্জ থেকে শুরু করে রুপো এমনকি সোনাও জিতে এসেছিলেন শীতল। এবার তৃতীয় স্থানাধিকারী হিসেবে ভারতের এবল বডিড শিবিরে জায়গা করে নিলেন জম্মু-কাশ্মীরের কিশোরী।
ভারতের ইতিহাসে এটাই প্রথম
প্যারা অ্যাথলিট আন্তর্জাতিক প্রতিযোগিতায় এমনটা আগে দেখেনি ভারত। জেদ্দায় অনুষ্ঠিত হতে যাওয়া এশিয়া কাপের স্টেজ 3 দলে সুযোগ পেয়েছেন শীতল দেবী। একেবারে পা দিয়ে তীর ছুড়েই নিজের জায়গা বুঝে নিয়েছেন জম্মু ও কাশ্মীরের এই তীরন্দাজ। না বললেই নয়, বর্তমানে ফোকোমেলিয়া নামক এক বিরল রোগে আক্রান্ত শীতল। তবে শরীরে রোগকে বাড়তে দিয়েই নিজের লক্ষ্য পূরণের খিদেটাকে জিইয়ে রেখেছিলেন তিনি। এবার সেই স্বপ্ন পূরণের বড় সুযোগ রয়েছে তাঁর কাছে। অনেকেই হয়তো জানেন না, পরিস্থিতির কাছে একটা সময়ে কার্যত হার মেনে নেওয়া শীতল প্যারালিম্পিকে ভারতের সর্বকনিষ্ঠ অ্যাথলিট হিসেবে বিরাট বিশ্বরেকর্ড গড়েছিলেন।
বলে রাখি, দীর্ঘ অধ্যাবসায় এবং মনের মধ্যে থাকা অদম্য জেদ নিয়ে মাত্র দু বছরের মধ্যেই বিশ্বের একাধিক দেশের হয়ে প্রতিনিধিত্ব করেছেন ভারতের শীতল। তবে এই যাত্রাটা শুরু হয়েছিল মাত্র 14 বছরের নাবালিকা বয়স থেকে। সেই থেকেই পা দিয়ে তীর ছুড়ে নিজের মনের মধ্যে থাকা স্বপ্নের আগুন বাড়িয়ে নিয়েছিলেন শীতল। এবার সেই স্বপ্ন বুনতে বুনতেই আজ প্রথমবারের মতো ভারতীয় এবল বডিড দলে সুযোগ পেয়ে গেলেন তিনি। তাতে যথেষ্ট উচ্ছ্বসিত শীতল থেকে শুরু করে তাঁর পরিবার সহ আত্মীয়-স্বজন প্রায় সকলেই।
সোশ্যাল মিডিয়ায় শীতলের পোস্ট
ভারতের স্বাভাবিক ক্ষমতা সম্পন্নদের দলে জায়গা নিশ্চিত করার পরই সোশ্যাল মিডিয়ায় বেশ কিছু পোস্ট করেন শীতল। সেখানে ভারতীয় মহিলা তারকা লিখেছেন, ‘ছোট থেকেই স্বপ্ন ছিল একদিন আমি স্বাভাবিক ক্ষমতা সম্পন্নদের সঙ্গে খেলব। তবে সেই স্বপ্নপূরণ সহজে হয়নি। প্রথমে ব্যর্থ হয়েছি। তবে প্রত্যেক ব্যর্থতা থেকে শিক্ষা নিয়েছি আমি। আজ সাফল্যে আমার স্বপ্ন আরও এক ধাপ এগিয়ে গেল।’
অবশ্যই পড়ুন: বিশ্বজয় করে ফিরছে মেয়ে, বাড়িতে পৌঁছেই দুপুরে কী খাবনে রিচা ঘোষ? দেখে নিন মেনু
Wow! @sheetal_archery selected for the 🇮🇳 able body Archery team for Jr Asia Cup Stage 3. 3rd in the trials today.
1st time an 🇮🇳 Para athlete has been selected to represent 🇮🇳 in an International able body event.
So proud to support Sheetal on this inspiring journey @OGQ_India pic.twitter.com/449yJJYlEB
— Sheetal Devi Archery 🇮🇳 (@sheetal_archery) November 6, 2025
প্রসঙ্গত, সম্প্রতি চার দিনের ট্রায়াল অনুষ্ঠিত হয়েছিল সোনিপাতে। সেখানেই বুক ভরা সাহস এবং জেদ নিয়ে 60 জন স্বাভাবিক ক্ষমতা সম্পন্ন তীরন্দাজদের সঙ্গে অংশ নিয়েছিলেন শীতল দেবী। সেই আসরেই পা দিয়ে তীর ছুঁড়ে শীতল প্রমাণ করেছেন ইচ্ছে শক্তির কাছে হার মানতে বাধ্য ব্যর্থতা। জাত চিনিয়ে, 11.75 পয়েন্টে তৃতীয় স্থানে থেকেই জাতীয় এবল বডিড দলে সুযোগ পেলেন জম্মু ও কাশ্মীরের মেয়ে।