বিক্রম ব্যানার্জী, কলকাতা: দিনক্ষণ চূড়ান্ত হয়ে গিয়েছিল আগেই। এবার সুপার কাপের নক আউট পর্বে (Super Cup Semi-Final) কোন চার দল মুখোমুখি হবে সেটাও ঠিক হয়ে গেল। বলাই বাহুল্য, শুরুতেই মোহনবাগানকে আটকে দিয়ে গোল পার্থক্যের নিরিখে সেমিতে জায়গা করে নিয়েছিল ইস্টবেঙ্গল। একই সাথে শেষ চারের লড়াইয়ে স্থান পাকা করেছিল গোয়াও। একইভাবে সুনীল ছেত্রীর বেঙ্গালুরুকে ছিটকে দিয়ে গ্রুপ সি থেকে সেমিফাইনালে উঠেছিল পাঞ্জাব এফসি। অপেক্ষা ছিল শুধুমাত্র চতুর্থ দলের। গতকাল কেরালা ব্লাস্টার্সকে উড়িয়ে সেই আসন পাকা করে নিল মুম্বই সিটি এফসি।
সুপার কাপের সেমিফাইনালে মুখোমুখি হচ্ছে এই চার দল
নির্ধারিত সূচি অনুযায়ী, সুপার কাপের সেমিফাইনালে চার দলের লড়াই রয়েছে একদিনেই। হ্যাঁ, আগামী 4 ডিসেম্বর প্রথম ম্যাচ রয়েছে ইস্টবেঙ্গল এবং পাঞ্জাব এফসির। এদিন দুপুর সাড়ে চারটে থেকে শুরু হবে এই ম্যাচ। অন্যদিকে সন্ধ্যে সাড়ে সাতটায় এফসি গোয়ার বিরুদ্ধে দ্বিতীয় সেমিতে মাঠে নামবে কেরালা বধকারী মুম্বই সিটি এফসি।
সুপার কাপের ফাইনাল কবে?
দীর্ঘ লড়াইয়ের পর সুপার কাপের সেমিফাইনালে তিন দলের জায়গা চূড়ান্ত হওয়ায় চতুর্থ দল হিসেবে শেষ চারে ওঠার সবচেয়ে বেশি সুযোগ ছিল কেরালার। তবে বৃহস্পতিবার, মুম্বইয়ের কাছে 1-0 গোলে পরাস্ত হওয়ার পর ভাগ্যের ফেরে সুপার কাপ থেকে বিদায় নিতে হল দক্ষিণী দলটিকে। অন্যদিকে, নিজেদের সাধ্যমত লড়াই করে এবার ফাইনাল দখলের আশায় মুম্বই। যদিও সেই তালিকায় ইতিমধ্যেই পা বাড়িয়ে রেখেছে, ইস্টবেঙ্গল সহ পাঞ্জাব এবং গোয়া। বলে রাখি, সুপার কাপের মহা ফাইনাল গড়াবে আগামী 7 ডিসেম্বর, ফতোরদা স্টেডিয়ামেই। এর আগে সেমিফাইনালও একই স্টেডিয়ামে গড়াবে।
অবশ্যই পড়ুন: বৃষ্টি অতীত, আসছে শীত! আগামীকালের আবহাওয়ার বড় আপডেট
From 16 down to 4️⃣
The #AIFFSuperCup semi-final line-up for December is set! 🔒#IndianFootball ⚽️ pic.twitter.com/L4vsJ6tzAg
— Indian Football (@IndianFootball) November 7, 2025
উল্লেখ্য, সেমিফাইনালে মোহনবাগানকে রুখে দিয়ে সুপার কাপ জয়ের স্বপ্ন দেখছে ইস্টবেঙ্গল। সেই মতোই অনুশীলনে এক ফোঁটাও খামতি রাখছেন না অস্কার ব্রুজোর ছেলেরা। যদিও চলতি সিজনে একেবারে জান প্রাণ দিয়ে লড়ছে ইস্টবেঙ্গল। নিজেদের রক্ষণভাগ আগলে রেখে লাল হলুদ যেভাবে প্রতিপক্ষকে বোকা বানাচ্ছে, তাতে অনেকেরই মত, এবারের সুপার কাপ ইস্টবেঙ্গলের হাতে যাওয়া থেকে আটকানোটা যথেষ্ট চাপের হবে বাকিদের পক্ষে। তবে সেই স্বপ্ন পূরণের আগে শক্তিশালী পাঞ্জাবকে গুঁড়িয়ে ফাইনালে জায়গা পোক্ত করতে হবে মশাল সেনাকে।