বিক্রম ব্যানার্জী, কলকাতা: উন্নত শিক্ষার স্বার্থকে রক্ষা করতে এবার রাজ্যের প্রাথমিক শিক্ষা ব্যবস্থায় নতুন ভাবনা স্কুল শিক্ষা দপ্তরের। শুক্রবার একটি বিজ্ঞপ্তি প্রকাশ করে দপ্তর স্পষ্ট জানিয়েছে, পশ্চিমবঙ্গের বিভিন্ন স্কুল মিলিয়ে মোট 23 হাজার 145 জন প্রাথমিক শিক্ষককে বদলি করা হবে। জানা গিয়েছে, এই বদলি মূলত জেলাভিত্তিক। অর্থাৎ প্রাথমিক শিক্ষকেরা নিজ নিজ জেলার মধ্যেই এক স্কুল থেকে অন্য স্কুলে স্থানান্তরিত হবেন (Primary School Teacher Transfer)।
ছাত্র এবং শিক্ষকের অনুপাতে ভারসাম্য আনতেই এমন পদক্ষেপ
শিক্ষা দপ্তর সূত্রে খবর, গত সেপ্টেম্বরে বাংলার শিক্ষা পোর্টালে যে তথ্য সংগৃহীত হয়েছিল সেই তথ্য বিশ্লেষণ করে দেখা গিয়েছে রাজ্যের বিভিন্ন স্কুল গুলিতে শিক্ষক এবং পড়ুয়ার মধ্যে প্রবল অসামঞ্জস্য রয়েছে। কেমন? বিস্তারিতভাবে বলতে গেলে, পশ্চিমবঙ্গের বহু স্কুলে শিক্ষকদের সংখ্যা যেখানে 23,145। এই পর্বের ছাত্র-ছাত্রীদের সংখ্যা 23,962। ফলে শিক্ষক এবং ছাত্রের অনুপাতে ভারসাম্য বজায় রাখতেই পশ্চিমবঙ্গের 22 টি জেলার প্রাথমিক স্কুলগুলির শিক্ষক এবং ছাত্র কাঠামো পুনঃবিন্যাসে করছে সরকার।
একাধিক প্রতিবেদন অনুযায়ী, মূলত স্কুল শিক্ষা দপ্তরের অধীনে পশ্চিমবঙ্গের 22 জেলার প্রাথমিক স্কুলগুলির শিক্ষকদের বদলি করা হবে। আর এই গোটা প্রক্রিয়ায় যাতে কোনও রকম বিশৃঙ্খলা বা অপ্রীতিকর পরিস্থিতি তৈরি না হয় সেদিকে কড়া নজর রয়েছে প্রশাসনের। অভিজ্ঞ মহলের একটা বড় অংশের দাবি, স্কুল শিক্ষা দপ্তরের এমন পদক্ষেপে একদিক থেকে যেমন প্রাথমিক স্কুলগুলিতে পড়ুয়া এবং শিক্ষকের অনুপাতে সমতা বজায় থাকবে। অন্যদিকে বাড়বে শিক্ষার মান।
অবশ্যই পড়ুন: সুপার কাপের সেমিফাইনালে মুখোমুখি হচ্ছে এই চার দল, জানুন দিনক্ষণ এবং ভেন্যু
প্রসঙ্গত, রাজ্যজুড়ে বিপুল সংখ্যক প্রাথমিক শিক্ষক বদলির সিদ্ধান্তকে শিক্ষক মন্ডলী এবং বিভিন্ন শিক্ষক সংগঠনগুলির একাংশ স্বাগত জানিয়েছেন। তাঁদের বক্তব্য, ‘অবশেষে শিক্ষা দপ্তরের এই পদক্ষেপে শিক্ষার্থীদের পঠন-পাঠনের মান উন্নত হবে। উপকৃত হবেন বহু পড়ুয়া।’ ঠিক অপরদিকেই বেশ কিছু শিক্ষক সংগঠন এবং শিক্ষাবিদদের দাবি, শিক্ষা দপ্তর জেলাভিত্তিক প্রাথমিক শিক্ষক বদলির যে সিদ্ধান্ত নিয়েছে তাতে অনেক ক্ষেত্রেই সমস্যা দেখা দিতে পারে। এতে শিক্ষক এবং তার পরিবারের উপর সামাজিক ও মানসিক চাপ বাড়বে। তাছাড়াও, হাজার হাজার শিক্ষকের বদলির গোটা প্রক্রিয়াটি আদৌ সুষ্ঠুভাবে সম্পন্ন করা যাবে কিনা তা নিয়েও সংশয় রয়েছে অনেকের। কেউ কেউ প্রশ্ন তুলছেন, ‘শিক্ষকদের বদলি সংক্রান্ত সিদ্ধান্ত তো নেওয়া হল, কিন্তু এটা আদৌ কার্যকর করা যাবে কি?’ সবমিলিয়ে প্রাথমিকের শিক্ষক বদলি নিয়ে একেবারে মিশ্র প্রতিক্রিয়া বঙ্গের শিক্ষক সমাজে।