বসবে CBTC, ড্রাইভার ছাড়াই ছুটবে মেট্রো? যা জানাল কর্তৃপক্ষ

kolkata metro

সহেলি মিত্র, কলকাতাঃ সবকিছু ঠিকঠাক থাকলে খুব শীঘ্রই কলকাতা মেট্রো পরিষেবায় বড় বদল ঘটতে চলেছে। এবার দিল্লি, মুম্বাইয়ের মতো সম্ভবত কলকাতাতেও ড্রাইভার ছাড়াই মেট্রো (Kolkata Driverless Metro) চলবে বলে খবর। হ্যাঁ একদম ঠিক শুনেছেন। নিশ্চয়ই ভাবছেন কোন কোন রুটে এরকম অভিনব পরিষেবা মিলবে? চলুন বিশদে জেনে নেবেন।

এবার ড্রাইভারহীন মেট্রো ছুটবে কলকাতাতেও?

এমনিতে যত সময় এগোচ্ছে ততই কলকাতা মেট্রোর ওপর যাত্রী সংখ্যার চাপ বেড়েই চলেছে। এখন শহরের দিকে দিকে ছুটছে মেট্রো, এছাড়া আরও কিছু রুটের মেট্রো পরিষেবা পাইপলাইনে রয়েছে বলে খবর। যেগুলি খুব শীঘ্রই আগামী এক থেকে দু’বছরের মধ্যে চালুর সম্ভাবনা রয়েছে। তবে এসবের মাঝেই এবার কলকাতা মেট্রো ড্রাইভারহীন মেট্রো চালাতে পারে কানাঘুষো শোনা যাচ্ছে। সূত্রের খবর, মূলত যাত্রীর চাপ সামাল দেওয়ার জন্য দুই ট্রেনের মাঝে সময় কমিয়ে দেওয়ার উপায় খুঁজছে মেট্রো কর্তৃপক্ষ। বর্তমানে কলকাতা মেট্রোর উত্তর-দক্ষিণ লাইনে ৬ মিনিট অন্তর একটি ট্রেন চলে। কিন্তু সেই সময়ের ব্যবধান কমিয়ে ২ মিনিট করতে চাইছে মেট্রো কর্তৃপক্ষ।

আরও পড়ুনঃ ভোটার কার্ডের সাথে ফোন নম্বর লিঙ্ক না থাকলে অনলাইনে হবে না ফর্ম পূরণ! জানাল কমিশন

ইঞ্জিনিয়াররা জানিয়েছেন, এই পদ্ধতি নিতে গেলে ২ টো জিনিস করতেই হবে। প্রথমে আরও বেশি রেক প্রয়োজন। আর তারপর ব্লু লাইনের সিগন্যাল ব্যবস্থার উন্নতি করাও জরুরি। এই লাইনে ইস্ট-ওয়েস্ট করিডরের মতো কমিউনিকেশন বেসড ট্রেন কন্ট্রোল বা CBTC সিগন্যালিং সিস্টেম বসানো জরুরি। ইতিমধ্যেই সিগন্যাল ব্যবস্থা বদলানোর জন্য প্রয়োজনীয় পরিকল্পনাও তৈরি হয়েছে বলে খবর। এর ফলে ড্রাইভারবিহীন মেট্রো চালানো যেতেই পারে বলে মত অনেকের।

কী বলছে মেট্রো কর্তৃপক্ষ?

মেট্রো রেলওয়ের ৪১তম প্রতিষ্ঠা দিবস উপলক্ষে নিউ এসপ্ল্যানেড মেট্রো স্টেশনে আয়োজিত এক অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে জিএম শুভ্রাংশু মিশ্র বলেন, ‘ব্লু লাইনের জন্য সিবিটিসি প্রকল্প ইতিমধ্যেই অনুমোদিত হয়েছে। ব্লু লাইনটি প্রায় ৪০ বছরের পুরনো। আরআইটিইএস তার অবকাঠামো এবং কার্যক্রম শক্তিশালী করার জন্য কাজ করছে। অবশেষে, লাইনটিতেও সিবিটিসি থাকবে – এটি সবই পাইপলাইনে রয়েছে।’

Leave a Comment