সৌভিক মুখার্জী, কলকাতা: দেশীয় মেসেজিং অ্যাপ Arattai এখন আলোচনার শিরোনামে। চেন্নাইভিত্তিক জোহ কোম্পানির তৈরি করা এই অ্যাপ হোয়াটসঅ্যাপের বিকল্প হিসেবেই উঠে এসেছিল। তবে এখন Arattai এর প্রতিষ্ঠাতা শ্রীধর ভেম্বু বিরাট পদক্ষেপ নিতে চলেছেন। হ্যাঁ, তিনি কয়েক মাস আগেই বলেছিলেন যে, সব মেসেজিং অ্যাপের মধ্যে একটি সাধারণ প্রটোকল (Arattai WhatsApp Integration) থাকা উচিত, যেমনটা ইউপিআই-এর মধ্যে কাজ করে, যাতে অ্যাপগুলি একে অপরের সঙ্গে সংযুক্ত হতে পারে।
WhatsApp থেকেই Arattai-তে কথা বলার সুযোগ
হ্যাঁ, এবার হোয়াটসঅ্যাপ থেকেই চ্যাট করা যাবে Arattai ব্যবহারকারীদের সঙ্গে। জনপ্রিয় টেক সংস্থা WaBetaInfo-র সাম্প্রতিক এক রিপোর্ট অনুযায়ী, WhatsApp ইতিমধ্যেই নতুন একটি ফিচার টেস্ট করছে, যা ব্যবহারকারীদের সরাসরি অন্যান্য মেসেজিং অ্যাপের সঙ্গে সংযোগের সুযোগ দেবে। মোদ্দা কথা, ভবিষ্যতে আপনি WhatsApp থেকেই সরাসরি Arattai ব্যবহারকারীদের সঙ্গে কথা বলতে পারবেন। ফলে আলাদা কোনও অ্যাপ খোলার প্রয়োজন পড়বে না।
তবে এক্ষেত্রে উল্লেখ করার বিষয়, বর্তমানে এই ফিচার শুধুমাত্র ইউরোপে বিটা টেস্টারদের জন্যই উন্মুক্ত। প্রাথমিকভাবে সেখানে কার্যকর হলেও অন্যান্য দেশেও খুব তাড়াতাড়ি তা চালু হতে পারে বলে অনুমান করা হচ্ছে।

কীভাবে শুরু হল এই ভাবনা?
আসলে এই ধারণার সূত্রপাত ঘটিয়েছিলেন জোহর প্রতিষ্ঠাতা শ্রীধর ভেম্বু। তিনি লিখেছিলেন যে, মেসেজিং সিস্টেমগুলিকে ইন্টারঅপারেবল হতে হবে। যেমনটা ইমেইল বা ইউপিআই কাজ করে। আমরা একচেটিয়া আধিপত্য চাই না। আর সেখান থেকেই আলোচনা শুরু হয় যে, ভারতীয় অ্যাপগুলির মধ্যে এমন একটি যোগাযোগ ব্যবস্থা তৈরি করা হবে, যেখানে WhatsApp এর মতো বিদেশী প্ল্যাটফর্মের উপর নির্ভরতা অনেকটাই কমবে।
আরও পড়ুনঃ ফল বেরোলেও SSC-র একাদশ-দ্বাদশ শ্রেণির নিয়োগ নিয়ে জট! হাইকোর্টে ঝুলে মামলা
কেন WhatsApp এই ফিচার আনছে?
এখন অনেকেই মনে করতে পারে যে, WhatsApp এর এই ফিচার আনার পিছনে কী কারণ? আসলে জানা যাচ্ছে, বড় বড় টেক কোম্পানিগুলোকে তাদের প্ল্যাটফর্ম খোলা রখার নির্দেশ দেওয়া হয়েছে, যাতে ব্যবহারকারীরা অন্য মেসেজিং সার্ভিসের সঙ্গে যোগাযোগ হতে পারে। সে কারণেই এবার WhatsApp এই ফিচার আনতে বাধ্য হচ্ছে। এখন শুধু অপেক্ষা করার পালা।