প্রীতি পোদ্দার, কলকাতা: দেখতে দেখতে হাতে বাকি আর মাত্র কয়েকটা মাস, এরপরেই পশ্চিমবঙ্গে শুরু হতে চলেছে ২৬ এর বিধানসভা নির্বাচন। তাই এখন থেকেই ভোট প্রচারের ময়দানে নেমে পড়েছে রাজনৈতিক দলগুলি। কিন্তু তার আগে জাতীয় নির্বাচন কমিশন রাজ্যে ভুয়ো ভোটার তাড়ানোর জন্য গত মঙ্গলবার থেকে শুরু করে দিয়েছে SIR প্রক্রিয়া। কিন্তু এই SIR নিয়ে শুরু থেকেই বিজেপি এবং তৃণমূলের মধ্যেই দ্বন্দ্ব লেগেই রয়েছে। উঠে আসছে একের পর এক হুমকি। কখনও তৃণমূল, কখনও বিজেপি একে অপরকে দোষারোপ করতে ব্যস্ত। এমতাবস্থায় কংগ্রেস নেতা অধীর চৌধুরীকে নিয়ে প্রশংসনীয় মন্তব্য করলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)।
SIR নিয়ে বিস্ফোরক মন্তব্য শুভেন্দুর
রিপোর্ট মোতাবেক আজ অর্থাৎ শনিবার সাংবাদিক বৈঠকের আয়োজন করে বঙ্গ বিজেপি। আর সেই বৈঠকে শুভেন্দু অধিকারী SIR ইস্যু নিয়ে শুরুতেই তৃণমূলকে একাধিকবার নিশানা করেন। তাঁর দাবি বাংলায় SIR চালু হওয়ার পরই দেখা যায় সীমান্তবর্তী এলাকা থেকে পালাতে গিয়ে BSF-এর হাতে ধরা পড়ছে একের পর এক বাংলাদেশি। প্রায় ৯৬ জন ধরা পড়ে শুধু উত্তর ২৪ পরগনা থেকেই। সেই নিয়েও প্রতিক্রিয়া দিয়েছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। এমনকি রাজ্যের বিপর্যয় মোকাবিলা মন্ত্রী জাভেদ খান ও তাঁর ছেলেকে নিয়েও কটাক্ষ করতে ছাড়লেন না তিনি। শুভেন্দু এদিন তৃণমূলের পাশাপাশি কংগ্রেসকে তুলোধোনা করলেও, অধীর চৌধুরীর ভূয়সী প্রশংসা করেন।
Press Conference by @Suvenduwb, LOP, WBLA at Salt Lake BJP Office. https://t.co/BSDp39BLxK
— BJP West Bengal (@BJP4Bengal) November 8, 2025
অধীরকে নিয়ে প্রশংসা শুভেন্দুর
সাংবাদিক বৈঠকে শুভেন্দু অধিকারী কংগ্রেসকে কটাক্ষ করে জানান যে, “কংগ্রেস তো ঘোষিত মমতার বন্ধু। আর যেদিন প্রদেশ কংগ্রেস সভাপতির পদ থেকে অধীরকে সরালেন, সেদিন রাহুল, সোনিয়া, মল্লিকার্জুন খাড়গে সিগনাল দিয়েছেন মমতার বিরুদ্ধে লড়ব না। আমি মনে করি প্রিয়রঞ্জন দাশমুন্সি, সোমেন মিত্র, গনিখান চৌধুরী, প্রণব মুখোপাধ্যায়ের পর শক্তিশালী নেতা হলেন অধীর। যদি সত্যি মমতার বিরুদ্ধে কংগ্রেস লড়তেন তবে অধীরকে সরাতেন না।” এই মুহুর্তে শুভঙ্কর সরকারের হাতে প্রদেশ কংগ্রেসের দায়িত্ব তুলে দেওয়া হয়েছে। কিন্তু যেহেতু শুভঙ্কর সরকারের সঙ্গে অধীরের তেমন সুসম্পর্ক নেই তাই রাজনীতিতে খুব একটা দেখা যাচ্ছে না অধীরকে। আর তাতেই বাড়ছে জল্পনা, আশঙ্কা করা যাচ্ছে হয়ত খুব শীঘ্রই দল বদল করবেন। এদিকে এই পরিস্থিতিতে শুভেন্দুর প্রশংসা সকলের মনে সন্দেহ আরও বাড়িয়ে দিয়েছে।
আরও পড়ুন: শুধু চলবে বাইক, ফের বন্ধ আরামবাগের রামকৃষ্ণ সেতু! ক্ষোভে ফুঁসছে জনতা
উল্লেখ্য বিগত কয়েক সপ্তাহে SIR আতঙ্কে সুইসাইড করেছিল একাধিক মানুষ, আর সেই খবর প্রকাশ্যে আসতেই বিজেপিকে দোষ দিতে শুরু করেছে শাসকদল তৃণমূল কংগ্রেস। তাই সেক্ষেত্রে সেই দোষের কড়া জবাব দিতে এদিন শুভেন্দু অধিকারী দাবি করেন, এসআইআরের মাধ্যমে কারও নাম বাদ গেলে পরবর্তীকালে সিএএ করে তাঁকে নাগরিকত্ব দেওয়া হবে। আর বর্তমানে অনুপ্রবেশ ইস্যুতে যাঁরা রানাঘাট, রায়গঞ্জের সংশোধনাগারে রয়েছেন, তাঁদেরও মুক্তির বন্দোবস্ত করা হবে বলেও আশ্বাস দেন তিনি।