সহেলি মিত্র, কলকাতাঃ এ যেন অকাল শীত (South Bengal Winter) পড়ে গেল বাংলায়! ইতিমধ্যে শহরতলীর মানুষের গায়ে সোয়েটার থেকে শুরু করে শাল, চাদর উঠতে শুরু করেছে। ভোরের দিকে আবার অনেকের মাথায় টুপি, মাফলারও দেখা দিয়েছে। সকাল, সন্ধে, রাতে বেশ ভালো মতো ঠান্ডা অনুভূত হচ্ছে। তবে কি শীত এসেই গেল? লেপ, কম্বল বের করতে হবে? চলুন জেনে নেবেন আবহাওয়ার হাল হকিকত।
বাংলায় কনকনে শীত কবে?
আপনিও যদি ভেবে থাকেন বাংলায় অকাল শীত পড়ে গিয়েছে, তাহলে সে গুড়ে বালি। এই নভেম্বরে মোটেও বাংলায় জাঁকিয়ে শীত পড়বে না। বরং এর জন্য এখনও বেশ খানিকটা অপেক্ষা করতে হবে বঙ্গবাসীকে। আর এই অপেক্ষা আপনাকে ডিসেম্বর মাসের মাঝামাঝি অবধি করতে হবে। এর কারণ নভেম্বর মাসজুড়ে লাইনে রয়েছে একের পর এক নিম্নচাপ, ঘূর্ণাবর্ত, পশ্চিমী ঝঞ্ঝা বলে আশঙ্কা প্রকাশ করেছে আবহাওয়া বিজ্ঞানীরা। এহেন পরিস্থিতিতে স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠছে, তাহলে বাংলায় ঠিক কবে থেকে জাঁকিয়ে শীত পড়বে? চলুন জেনে নেবেন ঝটপট।
হাওয়া অফিস জানাচ্ছে, কনকনে ঠান্ডা পড়তে পারে জানুয়ারি মাস থেকে। বিশেষ করে একদিকে যেমন উত্তরবঙ্গের দার্জিলিং, কালিম্পং জেলার মানুষের ঠান্ডায় হাড় কাঁপবে, ঠিক তেমনই এই জেলাগুলিকে জোরদার টক্কর দিতে পারে দক্ষিণবঙ্গের উলুবেড়িয়া, পুরুলিয়া, পানাগড়। ইতিমধ্যে হাওড়ার উলুবেড়িয়া, বাগনান থেকে শুরু করে বাঁকুড়া, পুরুলিয়া, বীরভূম শীতের খেলা দেখাতে শুরু করেছে। আগামী দিনে আরও বেশ খানিকটা ঠান্ডা বাড়বে বলে খবর।
বৃষ্টি হবে?
আর কি বৃষ্টি হবে? উত্তর হল না। মৌসম ভবন রিপোর্ট অনুয়ায়ী, তাপমাত্রার খুব বেশি উত্থান পতন ছাড়াই নভেম্বর জুড়ে ভোরের দিকে হালকা হিমের পরশ এবং বেলায় মোটের ওপর স্বাভাবিক বা তার সামান্য নিচে থাকতে চলেছে দিন ও রাতের পারদ। আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, আগামী সপ্তাহে বুধ বৃহস্পতি বার নাগাদ সেই তাপমাত্রা আরও সামান্য নেমে ১৮ বা ১৯ ডিগ্রি হতে পারে।
আলিপুর আবহাওয়া অফিস জানিয়েছে আগামী দু দিনের মধ্যে উত্তরবঙ্গের দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, কোচবিহার ও আলিপুরদুয়ার জেলায় সকালবেলা এক বা দুই জায়গায় হালকা থেকে মাঝারি পরিমানে কুয়াশা পড়ার সম্ভাবনা রয়েছে। এর পাশাপাশি আগামী তিন দিনের মধ্যে বাংলার জেলাগুলিতে রাতের তাপমাত্রা প্রায় তিন থেকে চার ডিগ্রী অবধি কমতে পারে। তার পরবর্তী দিনে তাপমাত্রায় কোনও বড় পরিবর্তনের সম্ভাবনা নেই। এদিকে দক্ষিণবঙ্গেও ঠান্ডা অনুভূতি থাকবে। সেইসঙ্গে দাপট থাকবে কুয়াশার।