বিক্রম ব্যানার্জী, কলকাতা: ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের নতুন মরসুম শুরু হতে এখনও ঢের দেরি। তার আগে আগামী ডিসেম্বরের 13 থেকে 16 তারিখের মধ্যে ভারতের মাটিতেই গড়াবে নিলাম পর্ব। ক্রিকবাজের প্রতিবেদন অনুযায়ী, ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের নিলাম শুরু হওয়ার প্রাক্কালে নিয়ম অনুযায়ী চলতি মাসের 15 নভেম্বর প্লেয়ারদের রিটেইন তালিকা প্রকাশ করবে IPL এর 10 দল। সেই মতোই বাকিদের পাশাপাশি প্রস্তুতি সারছে শাহরুখ খানের কলকাতা নাইট রাইডার্সও। কিন্তু কাদের ধরে রাখবে তিনবারের ডিফেন্ডিং চ্যাম্পিয়ন (KKR Retention For IPL 2026)?
ছন্দে ফিরতে মরিয়া KKR
IPL এর অষ্টদশ সংস্করণটা একেবারেই ভাল যায়নি কলকাতা নাইট রাইডার্সের। শ্রেয়স আইয়ারকে ছেড়ে অভিজ্ঞ অজিঙ্কা রাহানেকে অধিনায়কের দায়িত্ব দেওয়ার পর আশায় বুক বেঁধেছিল শাহরুখের ম্যানেজমেন্ট। তবে শেষ পর্যন্ত প্রত্যাশা পূরণ করতে পারেননি তিনি। রাহানের নেতৃত্বে একেবারেই জ্বলে উঠতে পারেনি KKR। যার জেরে পয়েন্ট তালিকার 8 নম্বরে থেকে যাত্রা শেষ করেছিল সোনালী বেগুনি শিবির। ক্রিকেট বিশেষজ্ঞদের অনেকেই বলেছিলেন, দলের গঠন বুঝে উঠতে পারছেন না রাহানে। কাজেই পুরনো সব ব্যর্থতাকে ভুলে নতুন সিজনে একেবারে সর্বশক্তি দিয়ে ঝাঁপিয়ে পড়তে চায় KKR। তার জন্যই নাইট শিবিরে চলছে দল গঠনের প্রক্রিয়া।
কাদের ধরে রাখতে পারে KKR?
আগামী 15 তারিখের মধ্যে রিটেনশন তালিকা প্রকাশ করতে হবে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের সব দলগুলিকেই। সেই মতোই প্রস্তুতি চলছে মুম্বই ইন্ডিয়ান্স থেকে শুরু করে চেন্নাই সুপার কিংস, কলকাতা নাইট রাইডার্সের ঘরে। নাইট শিবিরের বেশ কয়েকটি সূত্র মারফত খবর, IPL 2026 সিজনের আগে ফের আন্দ্রে রাসেল এবং সুনীল নারিনকে রিটেইন করিয়ে নেবে KKR। স্পোর্টস ইয়ারির এক প্রতিবেদন বলছে, এই দুই তারকা অলরাউন্ডারকে ছাড়ার কোনও পরিকল্পনা নেই নাইট ম্যানেজমেন্টের।
ওই প্রতিবেদন এও দাবি করছে, রাসেলদের পাশাপাশি KKR এর রিটেনশন তালিকায় জায়গা পেতে পারেন, তুখোড় স্পিনার বরুণ চক্রবর্তী থেকে শুরু করে দুর্দান্ত ফিনিশার রিঙ্কু সিং, হর্ষিত রানা, রমণদীপ সিং, অঙ্গকৃষ রঘুবংশী, আফগান তারকা রহমানউল্লাহ গুরবাজ, রোভম্যান পাওয়েল, বৈভব আরোরা, স্পেন্সর জনসন, মায়ঙ্ক মার্কেন্ডে এবং অজিঙ্কা রাহানে। যদিও অধিনায়ক রাহানেকে নিয়ে কিছুটা সংশয় রয়েছে নাইট ভক্তদের মধ্যে। কেউ কেউ বলছেন, নাইট শিবিরে থাকলেও অধিনায়কের পদ হারাতে পারেন তিনি।
অবশ্যই পড়ুন: MIG-21 এর জায়গায় তেজস, শক্তিশালী যুদ্ধবিমানের জন্য ১১৩টি মার্কিন ইঞ্জিন কিনছে ভারত
উল্লেখ্য, ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের নতুন সিজনের আগে KKR থেকে বাদ পড়তে পারেন 23 কোটি 75 লাখের ভেঙ্কটেশ আইয়ার, ইংলিশ অলরাউন্ডার মঈন আলি, দক্ষিণ আফ্রিকার প্রাক্তন ক্রিকেটার কুইন্টন ডি’কক, পেসার এনরিখ নরকিয়া, ভারতের অনুকূল রায়রা। বেশ কয়েকটি রিপোর্ট অনুযায়ী, আসন্ন সিজনের নিলামের জন্য কলকাতা নাইট রাইডার্সের মোট বাজেট থাকতে পারে 125 কোটির। তবে খেলোয়াড়দের রিটেইন করানোর পর নাইট ম্যানেজমেন্টের হাতে প্লেয়ার কেনার জন্য থাকতে পারে আনুমানিক 53 কোটি থেকে 58 কোটি টাকা।