বছরে ৫ লক্ষ টাকা আয় করলেও কিনতে পারবেন চারচাকা গাড়ি! রইল সেরা ৫টি বিকল্প

Car in Middle Class Budget

সৌভিক মুখার্জী, কলকাতা: আপনিও কি গাড়ি কেনার চিন্তাভাবনা করছেন? কিন্তু বাজেটার দিকে তাকিয়ে ভয় পাচ্ছেন? তাহলে আপনার জন্য রইল দারুণ সংবাদ। কারণ, আপনার বছরে যদি 5 লক্ষ টাকা আয় হয়, তাহলেও সস্তায় আপনি ভাল মানের একটি গাড়ি (Car in Middle Class Budget) কিনতে পারবেন। হ্যাঁ, এ বিষয়ে বিস্তারিত জানতে হলে অবশ্যই প্রতিবেদনটি পড়ুন।

বাজেটের মধ্যেই সেরা গাড়ি

যদি কেউ বছরে মাত্র 5 লক্ষ টাকাও আয় করতে পারে এবং মাসে 20 হাজার টাকা খরচ করে, তাহলে তিনিও একটি ভালো মানের গাড়ি কিনতে পারে। হ্যাঁ, তাকে মাত্র 1 লক্ষ টাকা ডাউন পেমেন্ট দিতে হবে, আর বাকি টাকা লোন নিয়ে গাড়ি কিনতে হবে। সেক্ষেত্রে প্রতি মাসে কিস্তি দাঁড়াবে মোটামুটি 8,000 টাকা থেকে 10,000 টাকার মধ্যে। এর সঙ্গে পেট্রোল, সার্ভিসিং ও রক্ষণাবেক্ষণের সামান্য খরচ যুক্ত হবে। অর্থাৎ, মাসে মোটামুটি 12,000 টাকা বা তার বেশি খরচ পড়বে।

তবে এমন আয়ের মধ্যে কাদের জন্য গাড়ি কেনা লাভজনক হতে পারে, এমনই প্রশ্ন অনেকে রয়েছে অনেকের মধ্যে। দেখুন, যাদের নিজস্ব বাড়ি রয়েছে তাদের আলাদা করে বাড়ি ভাড়া দিতে হয় না। পাশাপাশি পরিবারের অন্য সদস্যরা আয় করলে তাদের খরচ তুলনামূলকভাবে কম হয়। আর এই অবস্থায় যদি কেউ 5 লক্ষ টাকায় নতুন গাড়ি কিনে ফাইন্যান্স করতে পারে, তাহলে তাদের জন্য তা ভালো সিদ্ধান্ত হতে পারে।

তবে আবার অনেকেই হুজুগে পরে গাড়ি কিনে নেয়, কিন্তু নিয়মিত খরচের কথা ভুলে যায়। কারণ, গাড়ি সার্ভিসিং থেকে শুরু করে ইঞ্জিন অয়েল পরিবর্তন, টায়ার মেইনটেন্যান্স, ইন্সুরেন্স এবং পেট্রোলের খরচ থাকে। গাড়ি যত চালাবেন তত আপনার পকেটের উপর খরচ বাড়বে। তাছাড়া গাড়ির লোন থাকলে প্রতিমাসে তো কিস্তি গুনতে হচ্ছেই। তাই গাড়ি কেনার আগে অবশ্যই এই বিষয়গুলি মাথায় রাখতে হয়।

5 লক্ষ টাকার মধ্যেই সেরা কিছু গাড়ি

যাদের আয় সীমিত বা বছরে 5 লক্ষ টাকার মধ্যে, তাদের জন্য বাজারে সাশ্রয়ী মূল্যের কিছু গাড়ি রয়েছে। আর সেগুলি হল—

  • Maruti S-Presso, যার দাম 3.50 লক্ষ টাকা
  • Maruti Alto K10, যার দাম 3.70 লক্ষ টাকা
  • Renault KWID, যার দাম 4.30 লক্ষ টাকা
  • Tata Tiago, যার দাম 4.57 লক্ষ টাকা
  • Maruti Celerio, যার দাম 4.70 লক্ষ টাকা

আরও পড়ুনঃ স্থায়ী ঠিকানায় কীভাবে করবেন ফ্ল্যাটের জন্য আবেদন? জানুন ফর্ম পাওয়ার ঠিকানা ও শর্ত

আসলে এই গাড়িগুলির মেইনটেন্যান্স খরচ অনেকটাই কম এবং মাইলেজ অন্যান্য গাড়ির তুলনায় বেশি। পাশাপাশি সহজেই ইএমআই-এর অপশন পাওয়া যায়। তাই যদি বাজেটের মধ্যে গাড়ি কিনতে চান, তাহলে এগুলি হতে পারে সেরার বিকল্প।

Leave a Comment