বিক্রম ব্যানার্জী, কলকাতা: দেশের সবচেয়ে বড় ফুটবল লিগ ISL এখন অনিশ্চিত। তাতে সরু সুতোয় ঝুলছে ভারতীয় ক্লাবগুলির ভাগ্য। দেশীয় ফুটবলের এমন অন্ধকার দশা আগে বোধহয় এত কাছ থেকে পর্যবেক্ষণ করতে হয়নি ভক্তদের। শেষ দিন পর্যন্তও ইন্ডিয়ান সুপার লিগের টেন্ডারের জন্য বিড করেনি FSDL সহ কোনও সংস্থাই। এরই মাঝে দিশা না পেয়ে অনির্দিষ্টকালের জন্য অনুশীলন বন্ধ রেখেছে মোহনবাগান। এমতাবস্থায়, ভারতীয় ফুটবলকে বাঁচাতে BCCI এর দ্বারস্থ হল ইস্টবেঙ্গল (East Bengal At BCCI Doorstep)। দ্য টেলিগ্রাফ ইন্ডিয়ার প্রতিবেদন অনুযায়ী, দেশের শীর্ষস্তরের ফুটবল নিয়ে ভারতীয় ক্রিকেট বোর্ডের হস্তক্ষেপ চেয়ে বড় আবেদন জানিয়েছে লাল হলুদ ব্রিগেড।
ভারতীয় ক্রিকেট বোর্ডের কাছে বড় আবেদন ইস্টবেঙ্গলের
ভারতীয় ফুটবল ফেডারেশনের টেন্ডার কমিটি বিড পেপার জমা দেওয়ার সময়সীমা 5 নভেম্বর থেকে বাড়িয়ে 7 নভেম্বর করেছিল। তবে অবাক করা বিষয়, দুদিন অতিরিক্ত সময় পাওয়ার পরও শুক্রবার ISL এর জন্য বিড করেনি কোনও সংস্থা। উল্লেখযোগ্য বিষয়, এতদিন ভারতীয় ফুটবল ফেডারেশনের সাথে দীর্ঘ বছর চুক্তিতে থাকা FSDL ও তাদের দরপত্র জমা দেয়নি। যার জেরে এই মুহূর্তে ইন্ডিয়ান সুপার লিগের সাথে সাথে ভারতীয় ফুটবলের ভাগ্যও প্রকার অন্ধকারেই বলা যায়।
বলা বাহুল্য, আগামী 11 নভেম্বর ইন্ডিয়ান সুপার লিগের জন্য বিড খোলার কথা ছিল, তবে অবসরপ্রাপ্ত বিচারপতি নাগেশ্বর রাওয়ের নেতৃত্বে AIFF এর বিড মূল্যায়ন কমিটির কাছে কোনও বিকল্প না থাকায় শেষ পর্যন্ত ইন্ডিয়ান সুপার লিগ নিয়ে আর এগোনো যাচ্ছে না। না বললেই নয়, এর আগে সুপ্রিম কোর্টের নির্দেশ ছিল, ইন্ডিয়ান সুপার লিগের জন্য একটি কমিটি গঠন করতে। সেই গভর্নিং কাউন্সিলের কমিটিতে থাকবেন সব ক্ষেত্র থেকে কয়েকজন সদস্য। আর সেখানেই আপত্তি জানিয়েছিল FSDL। তাদের দাবি, টুর্নামেন্টের আয়োজন যারা করবে তাদের 2 জন প্রতিনিধিকেই রাখতে হবে। তাছাড়াও FSDL এর মতে, যেসব আই লিগের ক্লাব ইন্ডিয়ান সুপার লিগ খেলবে তারা যেন আর্থিক দিক থেকে সচ্ছল হয়। তবেই টুর্নামেন্টের লড়াই আরও আকর্ষণীয় হবে।
প্রশ্ন উঠছে, AIFF কে কি শেষ পর্যন্ত FSDL এর শর্ত মেনে নিতে হবে? অনেকেই বলছেন, এছাড়া আর দ্বিতীয় কোনও পথ খোলা থাকবে না ফেডারেশনের কাছে। তাহলে কি পুনরায় FSDL এর দেরগোড়ায় পৌঁছবে ফেডারেশন? এসব নিয়ে প্রশ্ন চালাচালির মাঝে ISL অনিশ্চিত হয়ে পড়ায় ভারতীয় ফুটবলের ভাগ্য এক প্রকার প্রশ্নের মুখে। আর সেই পর্বেই এবার বিশ্বের সবচেয়ে ধনী ক্রিকেট বোর্ড BCCI এর শরণাপন্ন হল ইস্টবেঙ্গল।
অবশ্যই পড়ুন: “ট্রফি স্পর্শ করে ভাল লাগছে”, নকভিকে অপমান করলেন সূর্য?
প্রতিবেদন অনুযায়ী, ইন্ডিয়ান সুপার লিগ সহ ভারতীয় ফুটবলের ভবিষ্যৎ রক্ষা করতে BCCI কে আর্থিক সহায়তার আবেদন জানিয়েছেন ইস্টবেঙ্গলের শীর্ষকর্তা দেবব্রত সরকার। লাল হলুদের আবেদন, “ফুটবল বিশ্বব্যাপী জনপ্রিয় একটি খেলা। ভারতেয় এটি সমানভাবে জনপ্রিয়। আমাদের আবেদন, ভারতীয় ক্রিকেট বোর্ড যদি ভারতীয় ফুটবলকে স্পনসর করে, তবে ইন্ডিয়ান সুপার লিগ সহ দেশের ফুটবল বেঁচে যাবে। আমি জানি, বোর্ডের কাছে 100-150 কোটি টাকা কিছুই নয়।”