শুরু হচ্ছে ভারত-দক্ষিণ আফ্রিকা টেস্ট সিরিজ! কবে, কোথায় ফ্রিতে দেখবেন জানুন

India Vs South Africa Test series watch every match for free

বিক্রম ব্যানার্জী, কলকাতা: অস্ট্রেলিয়ার কাছে ওয়ানডে সিরিজ হারলেও শেষ মুহূর্তে টি-টোয়েন্টি সিরিজে জয় ছিনিয়ে নিয়েছে ভারত। তাতে অক্ষুণ্ন 17 বছরের রঙিন ইতিহাস। অজিদের বিপক্ষে সাফল্যের পর এবার ঘরের মাঠে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে লাল বলেন ক্রিকেটে নামছে টিম ইন্ডিয়া। আগামী 14 নভেম্বর থেকে প্রোটিয়াদের বিরুদ্ধে দুই টেস্টের সিরিজ (India Vs South Africa) খেলবে শুভমন গিলের দল। সেই মতোই এই মুহূর্তে প্রস্তুতি তুঙ্গে জাতীয় শিবিরে। কিন্তু কোথায় একেবারে বিনামূল্য দেখবেন ভারত বনাম দক্ষিণ আফ্রিকার টেস্ট ম্যাচগুলি?

ভারত বনাম দক্ষিণ আফ্রিকা টেস্ট সিরিজ

নির্ধারিত সূচি অনুযায়ী, আগামী 14 নভেম্বর থেকে 18 নভেম্বর পর্যন্ত ভারত বনাম দক্ষিণ আফ্রিকা টেস্ট সিরিজের প্রথম টেস্টটি গড়াবে ক্রিকেটের নন্দনকানন ইডেন গার্ডেন্সে। খেলা শুরু হবে সকাল সাড়ে 9 টা থেকে। মহানগরে প্রথম টেস্ট শেষ হয়ে গেলে সিরিজের দ্বিতীয় টেস্টটি গড়াবে 22 নভেম্বর থেকে 26 নভেম্বর পর্যন্ত। এই টেস্ট ম্যাচগুলি অনুষ্ঠিত হবে অসমের গুয়াহাটির বর্ষপাড়া স্টেডিয়ামে। দ্বিতীয় টেস্টের ম্যাচগুলিও শুরু হবে সকাল সাড়ে 9টা থেকেই।

কোথায় একেবারে বিনামূল্যে দেখবেন ভারত বনাম দক্ষিণ আফ্রিকা টেস্ট সিরিজ?

আসন্ন 14 নভেম্বর থেকে শুরু হতে যাওয়া ভারত বনাম দক্ষিণ আফ্রিকা টেস্ট সিরিজের প্রতিটি ম্যাচ সম্প্রচারিত হবে স্টার স্পোর্টস টিভি চ্যানেলে। কাজেই স্টার স্পোর্টসের চ্যানেল গুলিতে নজর রাখলে দেখা যাবে টেস্ট ম্যাচের লাইভ স্ট্রিমিং। এছাড়াও বাড়িতে কিংবা অফিসে বসে নিজের স্মার্টফোন থেকে লাইভ ম্যাচ দেখতে চাইলে এখনই নিজের ফোনে ইনস্টল করে নিন JioHotstar। এখানেই ভারত বনাম দক্ষিণ আফ্রিকা সিরিজের সমস্ত টেস্ট এমনকি পরবর্তী টি-টোয়েন্টি সিরিজের ম্যাচগুলিও দেখা যাবে।

অবশ্যই পড়ুন: সাইবার ফ্রড, হ্যাকিং থেকে বাঁচাবে এই App! আজই ফোনে ইনস্টল করার পরামর্শ সরকারের

উল্লেখ্য, শেষবারের মতো লাল বলের ক্রিকেটে ঘরের মাঠে ওয়েস্ট ইন্ডিজকে দুরমুশ করেছে ভারত। গত 2 অক্টোবর শুরু হয়েছিল ভারত বনাম ওয়েস্ট ইন্ডিজ টেস্ট। সেই আসরের প্রথম টেস্টে প্রতিপক্ষের বিরুদ্ধে 1 ইনিংস এবং 140 রানে জিতেছিল ভারত। পরবর্তীতে দ্বিতীয় টেস্টে গিয়ে 7 উইকেটে ক্যারিবিয়ানদের পরাস্ত করে সিরিজ পকেটে পুরে নেয় টিম ইন্ডিয়া। এখন দেখার দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে সেই জয়ের ধারা শুভমনরা অব্যাহত রাখতে পারেন কিনা!

Leave a Comment