অষ্টম পে কমিশনে বাদ ৬৯ লাখ পেনশনভোগী! মাথায় বাজ অবসরপ্রাপ্তদের

8th Pay Commission 69 lakhs pensioners kept out from new pay panels coverage

বিক্রম ব্যানার্জী, কলকাতা: ভারত সরকারের নতুন বেতন প্যানেল থেকে বাদ পড়েছেন 69 লক্ষ পেনশনভোগী! এমনটাই দাবি করা হচ্ছে অল ইন্ডিয়া ডিফেন্স এমপ্লয়িজ ফেডারেশনের তরফে (8th Pay Commission)। এ নিয়ে ইতিমধ্যেই কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামনকে একটি চিঠি দিয়েছে AIDEF। তাতে স্পষ্ট অভিযোগ, ভারত সরকারের তরফে নতুন জারি হওয়া রেফারেন্স থেকে পেনশন সংশোধনের বিভিন্ন শর্ত ও পেনশন সংশোধনের সমালোচনামূলক ধারাগুলি বাদ পড়েছে। যার ফলে, সপ্তম পে কমিশনে অন্তর্ভুক্ত থাকা লক্ষাধিক অবসরপ্রাপ্ত সরকারি কর্মী নিজেদের প্রাপ্য সুবিধা থেকে বঞ্চিত হচ্ছেন।

বাদ পড়েছেন লক্ষাধিক পেনশনভোগী

ফিনান্সিয়াল এক্সপ্রেসের প্রতিবেদন অনুযায়ী, AIDEF দাবি করছে অষ্টম বেতন কমিশনের যাবতীয় সুযোগ থেকে পেনশন সংশোধন প্রক্রিয়াটি বাদ দেওয়া সবচেয়ে দুর্ভাগ্যজনক এবং অন্যায়। ফেডারেশনের তথ্য উল্লেখ করে একাধিক প্রতিবেদন দাবি করছে, “যে সকল অবসরপ্রাপ্তকর্মীরা দীর্ঘ সময় ধরে সততা এবং নিষ্ঠার সাথে কাজ করে এসেছেন, নিজেদের রক্ত জল করে সাধারণ মানুষের সেবা করেছেন তারা আজ জীবনের শেষ প্রান্তে এসে উপেক্ষিত।”

বলাই বাহুল্য, সপ্তম বেতন কমিশনে রেফারেন্সের যে শর্তাবলী রয়েছে তা স্পষ্টভাবে প্যানেলকে পেনশন কাঠামো এবং অন্যান্য অবসর সুবিধাগুলি চালু করার নির্দেশ দেয়। এর মধ্যে রয়েছে অবসরগ্রহণকারী পেনশনভোগীদের পেনশন সংশোধন। তবে অষ্টম বেতন কমিশন থেকে অবসরগ্রহণকারী ব্যক্তিদের পেনশন সংশোধনের বিষয়টি সরিয়ে দেওয়ায় বহু পেনশনভোগী অষ্টম বেতন কমিশনের যাবতীয় সুযোগ-সুবিধা থেকে বঞ্চিত হয়ে পড়েছেন!

অবশ্যই পড়ুন: একের বেশি বিয়ে করলেই ৭ বছরের জেল! বিল পাস করল অসম সরকার

সরকারের কাছে বড় আবেদন ইউনিয়নের

অষ্টম বেতন কমিশনের সুযোগ-সুবিধা থেকে লক্ষ লক্ষ পেনশনভোগী বাদ পড়েছেন এমন দাবি জানিয়েই সরকারের কাছে বড় আবেদন রেখেছে অল ইন্ডিয়া ডিফেন্স এমপ্লয়িজ ফেডারেশন বা ট্রেড ইউনিয়ানটি। AIDEF সরকারকে তাদের রেফারেন্সের শর্তাবলী সংশোধনের আহ্বান জানিয়েছে। ইউনিয়নের আবেদন, সরকার যেন অষ্টম বেতন কমিশনের যাবতীয় সুযোগ-সুবিধার মধ্যে অবসরপ্রাপ্ত পেনশন ভোগী এবং পারিবারিক পেনশনভোগীদের অন্তর্ভুক্ত করে।

দ্বিতীয়ত, নতুন বেতন এবং পেনশন কাঠামো 2026 সালের 1 জানুয়ারির হিসেব অনুযায়ী কার্যকর করা উচিত। তৃতীয়ত, 11 বছর পর পরিবাহিত পেনশন পুনরুদ্ধার করা হোক। এছাড়াও একটি সংসদীয় স্থায়ী কমিটির মাধ্যমে অবসর গ্রহণের পর সরকারি কর্মীদের প্রতি পাঁচ বছর অন্তর পেনশন 5 শতাংশ বৃদ্ধি করুক সরকার। এদিন ফেডারেশনের তরফে এও উল্লেখ করা হয়, ইমোলুমেন্ট সম্পর্কিত অষ্টম বেতন কমিশনের ধারাটি সপ্তম বেতন কমিশনের চেয়ে অনেক সংকীর্ণ এবং এখানে স্টক হোল্ডারদের লাভের বিষয়গুলি এখানে উল্লেখ করা নেই।

Leave a Comment