বিক্রম ব্যানার্জী, কলকাতা: আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপের (ICC T20 World Cup 2026) সেমিফাইনাল গড়াতে পারে ইডেন গার্ডেন্সে! এমনটাই দাবি করা হচ্ছে ক্রিকবাজের প্রতিবেদনে। প্রাপ্ত তথ্য অনুযায়ী, 20 ওভারের বিশ্বকাপের আয়োজক দেশ যেহেতু ভারত এবং শ্রীলঙ্কা, তাই বিশ্বকাপের সিংহভাগ ম্যাচই ভারতের মাটিতেই গড়াবে। সেই দৌড়ে ইতিমধ্যেই এগিয়ে রয়েছে আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়াম। শোনা যাচ্ছে, এখানেই আয়োজিত হতে পারে বিশ্বকাপের উদ্বোধনী এবং ফাইনাল ম্যাচ। তবে যদি পাকিস্তান ফাইনালে জায়গা করে সেক্ষেত্রে ম্যাচ গড়াতে পারে শ্রীলঙ্কার কলম্বোতে। এদিকে সেমিফাইনালের মাঠ নিয়ে খুশির হওয়া বঙ্গে।
সেমিফাইনালের দৌড়ে এগিয়ে কলকাতার ইডেন গার্ডেন্স
প্রতিবেদন অনুযায়ী, টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরু হতে পারে আগামী বছরের 7 ফেব্রুয়ারি থেকে। বিশ্বকাপ চলবে 8 মার্চ পর্যন্ত। সব ঠিক থাকলে, গ্রুপ পর্বের পর নকআউট পর্ব অর্থাৎ সেমিফাইনাল ম্যাচ আয়োজিত হতে পারে কলকাতার ইডেন গার্ডেন্সে। ইতিমধ্যেই সেই দৌড়ে তালিকায় নাম রয়েছে মুম্বইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামেরও। তবে প্রশ্ন হল, পাকিস্তান যদি সেমিফাইনালে উঠে যায় সে ক্ষেত্রে কোথায় গড়াবে ম্যাচ?
আপাতত যা খবর, আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপের সেমিফাইনালে যদি পাকিস্তান জায়গা করে ফেলে তবে তাদের ম্যাচ আয়োজিত হতে পারে শ্রীলঙ্কার কলম্বোতেই। এছাড়া অপর সেমিফাইনালটি গড়াতে পারে মুম্বইতে। যদিও টি-টোয়েন্টি বিশ্বকাপ ঠিক কবে থেকে শুরু হচ্ছে এবং কোন কোন মাঠে হবে সে বিষয়ে কোনও আনুষ্ঠানিক ঘোষণা বা তালিকা দেয়নি আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল। তবে শোনা যাচ্ছে, বিশ্বকাপের বেশিরভাগ ম্যাচই গড়াতে পারে কলকাতা, মুম্বই, দিল্লি, চেন্নাই এবং আহমেদাবাদে। এছাড়াও শ্রীলঙ্কার প্রেমাদাসা স্টেডিয়াম, ডাম্বুলা স্টেডিয়াম, পাল্লেকেলে এবং হামবানটোটার মধ্যে যেকোনও একটি স্টেডিয়ামে হতে পারে বাকি ম্যাচ।
বলা বাহুল্য, শ্রীলঙ্কা যদি টি-টোয়েন্টি বিশ্বকাপের শেষ চারে জায়গা করে নেয় তবে একটি সেমিফাইনাল হওয়ার সম্ভাবনা রয়েছে দ্বীপরাষ্ট্রটিতে। পাকিস্তানের ক্ষেত্রেও একই নিয়ম প্রযোজ্য। তবে এর অন্যথা হলে অর্থাৎ শ্রীলংকা এবং পাকিস্তান কোনও দলই যদি সেমিতে উঠতে না পারে তবে দুটি সেমিফাইনালের দুটিই অনুষ্ঠিত হবে ভারতে।
অবশ্যই পড়ুন: ধোনির দলে আসবে তারকা প্লেয়ার, এবার রবীন্দ্র জাদেজাকে ছাড়তে পারে CSK
উল্লেখ্য, গত টি-টোয়েন্টি বিশ্বকাপের মতোই 2026 এ বিশ্বকাপের মঞ্চে উপস্থিত হবে 20টি দল। যাদের মূলত চারটি গ্রুপে ভাগ করবে ICC। এক কথায় প্রতিটি গ্রুপে থাকবে 5টি করে দল। গ্রুপ পর্বে একে অপরের বিরুদ্ধে ম্যাচের পর আয়োজিত হবে সুপার এইট। সেখান থেকেই প্রতি গ্রুপের শীর্ষে থাকা দুটি দেশ খেলবে সেমিফাইনালে।