সৌভিক মুখার্জী, কলকাতা: বিনিয়োগ (Investment) করতে কমবেশি সবাই চায়। তবে বেশিরভাগ লোকই বিনিয়োগ মানে ফিক্সড ডিপোজিটকেই বোঝে। তবে আপনি কি জানেন, এফডি-র থেকেও বেশি পরিমাণ রিটার্ন দেয় এমন কিছু বিনিয়োগের মাধ্যম রয়েছে? হ্যাঁ, এগুলি থেকে ১১% পর্যন্ত রিটার্ন পাবেন এবং আপনার বিনিয়োগের টাকা সম্পূর্ণ নিরাপদ থাকবে। এখন নিশ্চয়ই ভাবছেন কোথায় এরকম রিটার্ন দিচ্ছে! জানতে হলে অবশ্যই প্রতিবেদনটি শেষ পর্যন্ত পড়ুন।
ফিক্সড ডিপোজিটের থেকে চড়া হারে সুদ
দেখুন, প্রাথমিক সঞ্চয়ের জন্য ফিক্সড ডিপোজিট হতে পারে ভালো অপশন। কারণ, এটি নিরাপত্তা এবং ভাল রিটার্ন দিয়ে থাকে। তবে আজকাল মুদ্রাস্ফীতির সঙ্গে তাল মিলিয়ে চলা সম্ভবপর হচ্ছে না। এ কারণে আর্থিক বিশেষজ্ঞরা বলছে, দীর্ঘমেয়াদে ফিক্সড ডিপোজিটের থেকে অন্যান্য কিছু বন্ডে বিনিয়োগ করাই বুদ্ধিমানের কাজ। যেগুলি এর থেকে আরও ভাল পরিমাণে রিটার্ন দেয়। কিন্তু কী সেগুলি?
সরকারি বন্ড
কেন্দ্র সরকার পরিচালনা করে এমন অনেক বন্ড রয়েছে, যেগুলি স্থায়ী আমানতের থেকেও বেশি পরিমাণ রিটার্ন দিতে পারে। সবথেকে বড় ব্যাপার, সরকারি বন্ড হওয়ায় এগুলি সম্পূর্ণ ঝুঁকিমুক্ত। উল্লেখ্য, আরবিআই ফ্লোটিং রেট সেভিংস বন্ড বর্তমানে ৮.০৫% হারে সুদ দিচ্ছে। এমনকি আরবিআই রিটেইল ডিরেক্টরেট প্ল্যাটফর্মের মাধ্যমে এই বন্ড সহজেই কিনতে পারবেন
কর্পোরেট বন্ড
যদি বেশি পরিমাণ রিটার্ন চান, তাহলে কর্পোরেট বন্ড হতে পারে সেরা বিকল্প। কারণ, এখানে ৯ তাকে ১১ শতাংশ পর্যন্ত রিটার্ন মেলে। তবে হ্যাঁ, এক্ষেত্রে কিছুটা ঝুঁকি থাকে। তাই বিনিয়োগের আগে অবশ্যই পরীক্ষা করতে হবে। সঠিক নির্বাচনের মাধ্যমেই আপনি এই পোর্টফোলিও থেকে চড়া হারে রিটার্ন পেতে পারেন।
কর্পোরেট এফডি
ব্যাঙ্কের থেকে কর্পোরেট ফিক্সড ডিপোজিট ভাল পরিমাণ রিটার্ন দেয়। এখানে মোটামুটি ৮.৫% পর্যন্ত রিটার্ন চলে আসে। কিন্তু যেহেতু এগুলি সরকার গ্যারান্টিযুক্ত নয়, তাই বাজার ফিনসার্ভ বা সিরাম ফাইন্যান্সের মতো এনবিএফসিগুলিকে বেছে নেওয়ায় সবথেকে বুদ্ধিমানের কাজ।
আমানত সার্টিফিকেট
ব্যাঙ্ক বা আর্থিক প্রতিষ্ঠানগুলি এখন এক থেকে তিন বছর মেয়াদী আমানত সার্টিফিকেট ইস্যু করে থাকে। আর এটি মূলত অন্যান্য সঞ্চয় অ্যাকাউন্টের তুলনায় বেশি পরিমাণে রিটার্ন দেয়। এখানে আপনি ১০% পর্যন্ত রিটার্ন হামেশাই পেয়ে যাবেন। স্বল্পমেয়াদি বিনিয়োগকারীদের জন্য এটি হতে পারে ভালো বিকল্প। তবে এখানে ঝুঁকি তুলনামূলকভাবে অনেকটাই কম। আর রিটার্নও ভাল।
আরও পড়ুনঃ চিন থেকে MBBS, মিলছে ধর্মীয় শিক্ষা! প্রকাশ্যে ভারতে হামলার ছক করা জঙ্গির ঠিকুজি কুষ্ঠি
সোনায় বিনিয়োগ
যদি দীর্ঘমেয়াদে ভালো পরিমাণে রিটার্ন চান, তাহলে সোনা হতে পারে একমাত্র সেরা বিকল্প। কারণ, দিনের পর দিন হলুদ ধাতুর দর একেবারে আকাশছোঁয়া হচ্ছে। তাই যদি এখন সোনায় সামান্য বিনিয়োগ করতে পারেন, তাহলে দীর্ঘ মেয়াদে সেখান থেকে ভাল পরিমাণ রিটার্ন পাবেন, তা নতুন করে বলার অপেক্ষা রাখে না।