সৌভিক মুখার্জী, কলকাতা: আসন্ন বিধানসভা নির্বাচনকে কেন্দ্র করে বাংলা জুড়ে শুরু হয়েছে ভোটার তালিকার নিবিড় সংশোধন বা এসআইআর (West Bengal SIR)। গত ৪ নভেম্বর থেকে বুথ লেভেল অফিসাররা বাড়ি বাড়ি গিয়ে এনুমারেশন ফর্ম বিলি করা শুরু করেছেন। সোমবার সন্ধ্যা ছয়টা পর্যন্ত মোট সাড়ে পাঁচ কোটি ফর্ম বিলি করেছেন তারা। তবে ছয় দিন পর নির্বাচন কমিশন বড়সড় ঘোষণা করল।
বলাবাহুল্য, রাজ্যজুড়ে এতদিন ধরে অফলাইনে এনুমারেশন ফর্ম ফিলাপ চলছিল। এখন অনলাইনেও তা শুরু হয়েছে। যারা কর্মসূত্রে বাইরে থাকেন, তারা খুব সহজেই voters.eci.gov.in ওয়েবসাইটে গিয়ে এনুমারেশন ফর্ম ফিলাপ করে নিতে পারবে। তবে অফলাইন কিংবা অনলাইন, এতদিন পর্যন্ত এনুমারেশন ফর্মে ভোটারের ছবি বসানো বাধ্যতামূলক ছিল। তবে এবার কমিশন সেই নিয়ম বদলাল। কমিশনের তরফ থেকে ফর্মে স্ট্যান্ডার্ড পাসপোর্ট সাইজের কালার ফটো লাগানোর বাধ্যতামূলক নির্দেশ প্রত্যাহার করা হয়েছে।
কীভাবে করবেন অনলাইনে এনুমারেশন ফর্ম ফিলাপ?
অনলাইনে এনুমারেশন ফর্ম পূরণ করার জন্য প্রথমে মুখ্য নির্বাচন কমিশনের অফিসিয়াল ওয়েবসাইটে ভিজিট করতে হবে। পাশাপাশি আপনি অফিসিয়াল অ্যাপ ইসাইনেটও খুলতে পারেন। সেখানে গিয়েই অনলাইনে ফর্ম পূরণ করা যাবে। অ্যাপ বা ওয়েবসাইটে গিয়ে প্রথমে লগইন করতে হবে। তারপর এপিক নম্বর, রেজিস্টার্ড মোবাইল নম্বর বা ইমেইল আইডি দিতে হবে। এরপর ক্যাপচা পূরণ করতেই রিকুয়েস্ট ওটিপিতে ক্লিক করতে হবে। তারপরে রেজিস্টার্ড মোবাইলে একটি ছয় সংখ্যার ওটিপি আসবে।
এরপর ওটিপি ভেরিফাই করলে আপনার সামনে একটি নতুন পেজ খুলবে। সেখানে সার্ভিস মেনুর মধ্যেই ‘SIR 2026’ অপশনটি দেখতে পারবেন। সেখানে ক্লিক করলেই আপনাকে নিজের রাজ্য বেছে নিতে বলা হবে। তারপর রাজ্য সিলেক্ট করে আপনার ভোটার কার্ডের নম্বর ইনপুট করতে হবে। এরপর আপনার এপিক নম্বর, নির্বাচনী তথ্য, বিএলও-র ফোন নম্বর সহ যাবতীয় তথ্য বেরিয়ে আসবে। তবে হ্যাঁ, আধার এবং এপিক, দুটোতেই নাম একই থাকতে হবে।
আরও পড়ুনঃ অনেকটাই বাড়ল সোনার দাম, রুপো নিয়েও খারাপ খবর! আজকের রেট
এরপর আপনাকে মোবাইল নম্বর দিয়ে ওটিপি-তে ক্লিক করতে হবে। যদি আপনার ভোটার কার্ডের সঙ্গে মোবাইল নম্বর লিঙ্ক থাকে, তাহলে সরাসরি এনুমারেশন ফর্মের পেজ চলে আসবে। সেখান থেকে আপনি খুব সহজেই ফর্ম ফিলাপ করে নিতে পারবেন। তবে হ্যাঁ, যাদের মোবাইল নম্বরের সঙ্গে ভোটার কার্ড লিঙ্ক নেই, তারা ‘Click Here’ অপশনে গিয়ে ৮ নম্বর ফর্ম ফিলাপ করে লিঙ্ক করে নিতে পারবে। তারপর আপনাকে ই-সিগনেচার আপলোড করে এনুমারেশন ফর্ম ফিলাপ করতে হবে।