বিক্রম ব্যানার্জী, কলকাতা: দ্রুত ফুরিয়ে আসছে অপেক্ষা। আসন্ন ডিসেম্বরেই ভারতের মাটিতে পা রাখবেন ফুটবলের রাজপুত্র লিওনেল মেসি। প্রথমেই কলকাতায় আসবেন আর্জেন্টাইন মহাতারকা। তা নিয়ে উন্মাদনা তুঙ্গে লিও ভক্তদের। তবে ফুটবলের ভগবানের দর্শন পেতে খরচ করতে হবে গ্যাঁটের কড়ি। তাতে অবশ্য সমস্যা নেই ভক্তদের। টিকিট (Lionel Messi Ticket) বিক্রি শুরুর পর থেকেই কার্যত হুড়োহুড়ি লেগে গিয়েছে তা কেনা নিয়ে। ফুটবল প্রিয় মানুষজন যাতে মেসির সান্নিধ্য পান সেজন্য টিকিটের বেশ কিছু প্যাকেজের ব্যবস্থা করেছেন উদ্যোক্তারা। তাতে নাকি ছোঁয়া যাবে বিশ্বকাপজয়ী ফুটবলারকে। ভাগ্য ভাল থাকলে পেয়ে যেতে পারেন লিওর সই করা জার্সি। কিন্তু এসবে খরচ কত?
কবে ভারতে আসছেন মেসি?
সালটা 2011। সে বছর শেষবারের মতো ভারতে এসেছিলেন আর্জেন্টিনার ফুটবল মহারথী। তখন অবশ্য আজকের মেসি হয়ে ওঠেননি তিনি। তবে এবার যেই মেসি ভারতে আসছেন তাঁকে চেনে গোটা বিশ্ব। 14 বছর পর আর্জেন্টাইন ফুটবলারের ভারত সফরের খবরে একেবারে উচ্ছ্বসিত ফুটবল প্রিয় মানুষজন। বলে রাখি, এবছর মেসির ভারত সফরকে সাজানো হয়েছে GOAT India Tour 2025 নামে।
না বললেই নয়, আগামী 13 ডিসেম্বর ভারত সফরের প্রথম দিন মেসি পা রাখবেন শহর কলকাতায়। সেখান থেকে যুবভারতী ক্রীড়াঙ্গনের অনুষ্ঠানে অংশগ্রহণ করার পাশাপাশি নিজের মূর্তি উদ্বোধনের মতো একাধিক কর্মসূচি সেরে 14 ডিসেম্বর পৌঁছবেন মুম্বইয়ে। সেখানে যাবতীয় কর্মসূচি শেষ করার পর 15 তারিখ দিল্লি সফর শেষ করে ফিরবেন আর্জেন্টিনায়। এই দীর্ঘ সফরে প্রধানমন্ত্রীর নরেন্দ্র মোদির সাথেও দেখা করতে পারেন তিনি।
মেসির সান্নিধ্য পেতে খরচ কত? রইল বিশেষ কয়েকটি প্যাকেজ
প্রথমেই বলে রাখি, লিওকে দেখার টিকিট মূল্য শুরু হচ্ছে 4 হাজারেরও কম দামে। তবে যদি আর্জেন্টাইন মহাতারকার কাছাকাছি যেতে চান, তাঁর সান্নিধ্য পেতে চান এমনকি ভাগ্যের জোরে যদি মেসির কাছ থেকে সই করা জার্সি নিতে হয় সে ক্ষেত্রে কাটতে হবে বিশেষ প্যাকেজের টিকিট। সেই সূত্রে বলি, মেসির সাথে সাক্ষাৎ এবং করমর্দন করার জন্য কাটতে পারেন GOAT ফ্যান এক্সপিরিয়েন্স প্যাকেজের টিকিট। এর জন্য খরচ করতে হবে 9 লক্ষ 95 হাজার টাকা। এই টিকিটের মধ্যেই মেসির সাথে দেখা করার পাশাপাশি হ্যান্ডশেক, তাঁর হাত থেকে সই করা জার্সি নেওয়া এমনকি মেসি সহ উপস্থিত বলিউড তারকাদের সাথে বসে খাওয়া দাওয়ার ব্যবস্থাও রয়েছে।
এবার আসা যাক ফাদার, সন এক্সপিরিয়েন্স প্যাকেজে। আপনার সন্তান যদি মেসির চরম ভক্ত হয়ে থাকে তবে তাঁকে সঙ্গে নিয়ে মেসির সান্নিধ্য পেতে চাইলে কেটে ফেলতে হবে এই প্যাকেজের টিকিট। যার মূল্য 12 লক্ষ টাকা। এই অর্থ খরচ করলেই আপনার সন্তানকে আলাদাভাবে সময় দেবেন আর্জেন্টাইন মহাতারকা। সঙ্গে পেয়ে যাবেন মেসির সই করা দুটি আর্জেন্টিনার জার্সি এবং ফুটবলের রাজপুত্রের সাথে বসে খাওয়া-দাওয়া সহ আরও বেশ কিছু সুযোগ সুবিধা।
অবশ্যই পড়ুন: ‘আসল সত্যি বলছে না,’ শামি নিজেই ভারতীয় দলে খেলতে চাননি! বিস্ফোরক BCCI কর্মকর্তা
রিপোর্ট অনুযায়ী, ফ্যামিলি এক্সপিরিয়েন্স প্যাকেজ থেকে টিকিট কেটে একসাথে একাধিক ভক্ত মেসির সাথে দেখা করার পাশাপাশি তাঁর সাথে সময় কাটাতে পারবেন। বলে রাখি, 25 লক্ষ টাকা খরচ করে এই প্যাকেজের টিকিট কাটলে লিওর সাথে ছবি তোলার পাশাপাশি যেকোনও দুজন মহাতারকার সই করা জার্সি পেয়ে যাবে। এছাড়াও 4 জন মেসির সাথে বসে খাওয়াদাওয়া করতে পারবেন বলেই খবর। উপরিউক্ত প্যাকেজগুলি ছাড়াও কোনও কর্পোরেট সংস্থা কিংবা বড় গ্রুপ মেসির সাথে সাক্ষাতের পাশাপাশি অন্যান্য সমস্ত ধরনের সুযোগ সুবিধা নিতে চাইলে কর্পোরেট ফেলিসিটেশন প্যাকেজ থেকে 95 লক্ষ টাকার টিকিট কাটতে হবে। বলে রাখা ভাল, মূলত মুম্বই এবং দিল্লির ক্ষেত্রেই এই প্যাকেজগুলি পাওয়া যাবে। কাজেই কলকাতার ভক্তদের ক্ষেত্রে আপাতত মেসিকে ছুঁয়ে দেখার স্বপ্ন পূরণ হচ্ছে না!