প্রীতি পোদ্দার, শিলিগুড়ি: ফের চিতাবাঘের হামলা শিলিগুড়িতে (Siliguri)! বাড়ির শৌচালয়ে লুকিয়ে ছিল চিতা, ঘুমঘোরে শৌচালয়ে পা ফেলতেই গায়ের উপর ঝাঁপ মারে ওই হিংস্র প্রাণী, আর তাতেই রক্তাক্ত কাণ্ড, গুরুতর জখম হন শিলিগুড়ির যুবক। তাঁকে স্থানীয় এক বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে। এলাকা জুড়ে চিতাবাঘের খোঁজে চলছে জোর তল্লাশি চালাচ্ছে বাগডোগরা বনবিভাগের কর্মীরা।
চিতাবাঘের হামলায় গুরুতর জখম যুবক
বেশ কয়েক দিন ধরেই উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের পিছনে চা বাগান ও সংলগ্ন এলাকায় চিতাবাঘের দেখা মিলছে। কিন্তু খবর পেলেও সেই চিতা বাঘকে কিছুতেই বাগে আনা যাচ্ছে না। তার মধ্যেই ঘটে গেল বড় এক অঘটন। আজ অর্থাৎ মঙ্গলবার সকালে উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের পাশে শিলিগুড়ির শিবমন্দির এলাকার হঠাৎ এক যুবকের উপর আক্রমণ করে ওই চিতাবাঘ। জানা যায়, বছর ২৮ এর ওই আহত যুবক অভিষেক প্রসাদের বাড়িতেই প্রায় কাকভোরে সকলের নজর এড়িয়ে বাথরুমে ঢুকে পড়েছিল চিতাবাঘ। এদিকে সকালে ওই যুবক বাথরুমে যেতেই তার উপর হামলা চালায়। অনেক ধস্তাধস্তির পর কোনরকমে ওই যুবক পালিয়ে আসে। হামলার পরই বাড়ি থেকে পালিয়ে যায় চিতাবাঘ।
আতঙ্কিত এলাকাবাসী
জানা গিয়েছে আহত যুবকের মাথায় ব্যাপক বিরাট ক্ষত তৈরি হয়েছে তাই স্থানীয়দের সহায়তায় তাঁকে তড়িঘড়ি চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছন বাগডোগরা বনদপ্তরের কর্মীরা। আক্রমনাত্মক ওই চিতাবাঘকে ধরতে তল্লাশি অভিযান শুরু করলেন বনবিভাগের কর্মী ও আধিকারিকেরা। আতঙ্কিত এলাকাবাসী, শিবমন্দির এলাকা প্রায় শুনশান। দোকানপাটও চিতাবাঘের ভয়ে প্রায় বন্ধ। কিন্তু এই এলাকায় চিতাবাঘ কোথা থেকে এল, তা এখনও স্পষ্ট নয়।
আরও পড়ুন: ফের বিতর্ক! SSC-র নিয়মকে চ্যালেঞ্জ করে হাইকোর্টে মামলা
চিতাবাঘের এই হামলা সম্পর্কিত ঘটনা প্রসঙ্গে বাগডোগরা বনবিভাগে কর্মরত এক আধিকারিক বলেন, ‘‘বিশ্ববিদ্যালয়ের অধ্যাপকরা অনেকদিন ধরে আবেদন করে আসছিল যে এলাকায় তল্লাশি চালানোর। তাঁরা জানিয়েছেন, চিতাবাঘ এই বিশ্ববিদ্যালয়ের চত্বরেও নাকি দেখা গিয়েছে। সত্যি চিতাবাঘ এখানে রয়েছে কি না, তা নিয়ে খতিয়ে দেখার আবেদন জানান। আজ সেখানেই তল্লাশি চালানো হচ্ছে। তবে এখনও কিছু মেলেনি।’’ বলে রাখা ভালো এর আগেও বহুবার শিলিগুড়ি শহরে চিতাবাঘরে দেখা পাওয়া গিয়েছিল।