প্রধান কোচ অস্কারকে ছাড়াই অনুশীলন, হঠাৎ কী হল ইস্টবেঙ্গলে?

East Bengal Practice Without Head Coach

বিক্রম ব্যানার্জী, কলকাতা: শেষবারের মতো গত 31 অক্টোবর, মোহনবাগানকে আটকে দিয়ে সুপার কাপের সেমিফাইনালে জায়গা করে নিয়েছিল ইস্টবেঙ্গল। তবে সেই আসরে নামতে এখনও ঢের দেরি। নির্ধারিত সূচি অনুযায়ী, আগামী 4 ডিসেম্বর সুপার কাপের সেমিফাইনালে পাঞ্জাবের বিরুদ্ধে মাঠে নামবে লাল হলুদ। আর তার আগেই বড় সিদ্ধান্ত নিয়ে ফেললেন বাগান প্রতিবেশীর ছেলেরা। জানা যাচ্ছে, 8 দিনের ছুটি কাটিয়ে সোমবার সুপার কাপের অনুশীলনে নেমেছে ইস্টবেঙ্গল ফুটবলাররা। তবে অবাক করা বিষয়, প্রধান কোচ অস্কার ব্রুজোকে ছাড়াই অনুশীলন শুরু করে দিলেন মশাল ব্রিগেডের 16 জন প্লেয়ার (East Bengal Practice Without Head Coach)।

অস্কারকে ছাড়াই কেন অনুশীলন ইস্টবেঙ্গলের?

সুপার কাপের শেষ চারের লড়াই শুরু হতে এখনও টানা কয়েক সপ্তাহ বাকি। তবে এত দীর্ঘ বিরতিতে থাকলে ছন্দ হারাতে পারে বলেই মনে করছেন লাল হলুদের মিগুয়েলরা। মূলত সে কারণেই তড়িঘড়ি সোমবারই প্রধান কোচের অনুপস্থিতিতেই অনুশীলন শুরু করে দিলেন ইস্টবেঙ্গল তারকারা। যদিও এদিন দলীয় অনুশীলনে উপস্থিত ছিলেন 16 জন খেলোয়াড়। জানা যায়, কোচ অস্কার ছাড়াও ইস্টবেঙ্গলের বিদেশি ফুটবলারদের মধ্যে অনুপস্থিত ছিলেন সাউল ক্রেসপো। এছাড়াও এশিয়ান কাপের বাছাই পর্বের জন্য খালিদ জামিলের জাতীয় শিবিরে ডাক পেয়েছেন লাল হলুদের 4 ভারতীয় ফুটবল।

একাধিক রিপোর্ট অনুযায়ী, ইস্টবেঙ্গলের আনোয়ার আলি, মহেশ এবং জয় গুপ্তা অনেক আগেই জাতীয় শিবিরে যোগ দিয়েছেন। ফলে লাল হলুদের সোমবারের অনুশীলনে উপস্থিত ছিলেন না তাঁরা। তাছাড়াও এডমুন্ডও ডাক পেয়েছেন জাতীয় শিবিরে। এদিকে শারীরিক অসুস্থতার কারণে অনুশীলনে আসতে পারেননি ইস্টবেঙ্গলের গোলরক্ষক প্রভসুখন গিল। ক্লাব সূত্রে খবর, জ্বর হয়েছে তাঁর। তবে খুব শীঘ্রই সুস্থ হয়ে উঠবেন তিনি, এমনটাই আশা ম্যানেজমেন্টের। এদিকে অস্কারের অনুপস্থিতিতে সেমিফাইনালের আগে সোমবার ইস্টবেঙ্গল দলকে অনুশীলন করালেন প্রধান কোচ অস্কারের দুই সহযোগী।

অবশ্যই পড়ুন: দিল্লিতে আত্মঘাতী হামলা চালানো জঙ্গির প্রথম ছবি প্রকাশ্যে, জানুন কে এই উমর মহম্মদ!

দীর্ঘ বিরতি নিয়ে অসন্তুষ্ট মিগুয়েল

সুপার কাপের শেষ ডার্বির পর সেমি ফাইনালে নামতে কমপক্ষে 5 সপ্তাহ দেরি। আর এই দীর্ঘ বিরতি নিয়েই যথেষ্ট ক্ষুব্ধ ইস্টবেঙ্গলের ব্রাজিলিয়ান ফুটবলার মিগুয়েল। তিনি মনে করেন, একটানা ম্যাচের পর বেশিদিন বিশ্রামে থাকলে ছন্দ হারিয়ে যায়। সোমবার অনুশীলন শেষে মিগুয়েল জানান, “ফুটবলে লম্বা বিরতি সময় এবং ছন্দ দুইই নষ্ট করে। তাই সেমিফাইনালের আগে আগামী কয়েক দিন টানা অনুশীলন করে নিজেদের গুছিয়ে নেওয়ার চেষ্টা করব।” এরই মাঝে শোনা যাচ্ছে, আগামীকাল অর্থাৎ বুধবারই শহরে আসবেন অস্কার। তারপরই দলকে অনুশীলন করাবেন তিনি।

Leave a Comment