মহিলার ম্যাসাজ করছেন তৃণমূল কাউন্সিলর প্রিয়নাথ সাউ! ভিডিও ঘিরে তোলপাড় রামপুরহাট

Rampurhat

প্রীতি পোদ্দার, রামপুরহাট: বছর ঘুরলেই ২৬ এর বিধানসভা নির্বাচন। আর তাই সেই নির্বাচনকে সামনে রেখে একের পর এক মাস্টারস্ট্রোক পরিকল্পনায় মেতে উঠেছে শাসকদল থেকে শুরু করে বিরোধী দলগুলি। আর এই আবহে একাধিক দুর্নীতির খবর উঠে আসছে খবরের শিরোনামে। যা নিয়ে বেশ উদ্বিগ্ন শাসকদল। তবে এবার ঘটল আরেক চাঞ্চল্যকর ঘটনা। বীরভূমের রামপুরহাট পুরসভার ৮ নম্বর ওয়ার্ডের তৃণমূলের প্রাক্তন কাউন্সিলর তথা শহর তৃণমূল কংগ্রেসের সহ-সভাপতি প্রিয়নাথ সাউ-এর বিরুদ্ধে ফের উঠে এল এক বিস্ফোরক অভিযোগ।

ভাইরাল ভিডিও তৃণমূল কাউন্সিলরের

রাজনৈতিক বিষয়ে হোক বা অন্য কোনও ঘটনা, মাঝেমধ্যেই সংবাদ শিরোনামে উঠে আসে বীরভূমের নাম। কিছুদিন আগেই তরুণীকে ধর্ষণের অভিযোগ উঠেছিল রামপুরহাট পুরসভার ৮ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর তথা শহর তৃণমূল কংগ্রেসের সহ-সভাপতি প্রিয়নাথ সাউ ওরফে টিংকুর বিরুদ্ধে। যা নিয়ে বেশ শোরগোল শুরু হয়েছিল রাজনৈতিক মহলে। আর সেই রাজনৈতিক উত্তেজনার রেশ কাটতে না কাটতেই ফের তাঁর বিরুদ্ধে এক ভয়ংকর ভিডিও ভাইরাল হয়েছে। যেখানে দেখা গিয়েছে ঘরের মধ্যে তৃণমূল কাউন্সিলর প্রিয়নাথ সাউ হাসি মুখে এক মহিলার শরীরে ম্যাসাজ করে দিচ্ছে। যদিও এই ভিডিওর সত্যতা যাচাই করেনি India Hood। তবে এই ঘটনা প্রকাশ্যে আসতেই তীব্র সমালোচনা শুরু হয়েছে।

ধর্ষণের অভিযোগ কাউন্সিলরের বিরুদ্ধে

রামপুরহাট পুরসভার ৮ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর তথা শহর তৃণমূল কংগ্রেসের সহ-সভাপতি প্রিয়নাথ সাউ-এর বিরুদ্ধে এর আগেও মহিলাদের সঙ্গে অভব্য আচরণের অভিযোগ উঠে এসেছিল। গত মাসে প্রিয়নাথ সাউ এর বিরুদ্ধে তরুণী ধর্ষণের অভিযোগ উঠে এসেছিল। কাউন্সিলর বিবাহিত হয়েও নিজেকে অবিবাহিত বলে পরিচয় দিয়ে এবং বিয়ের প্রতিশ্রুতি দিয়ে তরুণীর সঙ্গে দীর্ঘদিন ধরে শারীরিক সম্পর্ক স্থাপন করে এসেছেন। এর ফলে তরুণী গর্ভবতী হয়ে পড়লে কাউন্সিলর সেই সম্পর্ক মানতে নারাজ হন। এমনকি পরবর্তীতে এই বিষয়ে মুখ খুললে ওই কাউন্সিলর তরুণীকে খুনের হুমকিও দেয়। যদিও এই ঘটনায় দল তাঁকে অনির্দিষ্টকালের জন্য বহিষ্কার করে দিয়েছিল। তবে মহিলার অভিযোগের পর ১০ দিন কেটে গেলেও এখনও গ্রেফতার হননি প্রাক্তন তৃণমূল কাউন্সিলর। কিন্তু এবার আবারও শিরোনামে প্রিয়নাথ সাউ।

আরও পড়ুন: শিলিগুড়িতে মহাকাল মন্দির ঘোষণার পর এবার ট্রাস্ট গঠন মমতার

ভাইরাল ভিডিওর সেই অভিযোগের খবর প্রকাশ্যে আসার পরই জেলা নেতৃত্ব বিষয়টি নিয়ে রাজ্য নেতৃত্বের সঙ্গে যোগাযোগ করে। তবে কী লোচনা হয়েছে সেই নিয়ে স্পষ্ট কোনও মতামত পাওয়া যায়নি। এদিকে, ঘটনায় ন্যায়বিচার চেয়ে সরব হয়েছে স্থানীয় মহিলারা ও সামাজিক সংগঠনগুলি। তবে দলীয় সূত্রে জানা যাচ্ছে, রাজ্য নেতৃত্ব ইতিমধ্যেই বিষয়টির ওপর নজর রাখছে এবং তদন্তের ফলাফলের ভিত্তিতেই পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে বলে স্পষ্ট জানিয়েছে।

Leave a Comment