10,000mAh ব্যাটারি, পারফরমেন্সে নজরকাড়া! দু’দুটি স্মার্টফোন আনছে Honor

10000mAh Battery Smartphone

সৌভিক মুখার্জী, কলকাতা: স্মার্টফোন কেনার পরিকল্পনা করছেন? তাহলে আপনার জন্য রইল দারুণ সংবাদ। কারণ, বেশিরভাগ মানুষই ফোনে এখন বড় ব্যাটারি প্যাক খোঁজে। আর সেই চাহিদা পূরণ করার জন্য Honor 10,000mAh ব্যাটারির একটি ফোন (10000mAh Battery Smartphone) বাজারে আনতে চলেছে। হ্যাঁ, Honor তাদের পরবর্তী এন্ট্রি লেভেল স্মার্টফোন Honor X80 বাজারে আনছে। আর এতেই থাকবে এই বিরাট ব্যাটারি।

যদিও এখনও পর্যন্ত কোম্পানি এই ফোনের লঞ্চের তারিখ ঘোষণা করেনি। তবে ফোনটির ব্যাটারি সহ বেশ কিছু বিবরণ ইতিমধ্যেই সামনে এসেছে। জনপ্রিয় টিপ্সটার ডিজিটাল চ্যাট স্টেশন এবং HTCMania-এর রিপোর্ট অনুযায়ী Honor X80 ফোনটিতে 10,000mAh এর একটি ব্যাটারি থাকতে পারে। আর তা যদি সঠিক হয়, তাহলে স্মার্টফোনটি হবে এখনও পর্যন্ত সবথেকে বড় ব্যাটারি প্যাক। আরও বিস্তারিত জানতে অবশ্যই প্রতিবেদনটি পড়ুন।

10,000mAh ব্যাটারি

Honor X80 স্মার্টফোনটির মূল স্পেসিফিকেশন বর্তমানে সামনে না আসলেও কিছু তথ্য প্রাথমিকভাবে জানা গিয়েছে। প্রথমত, ওই ফোনটির ব্যাটারি সকলের নজর কেড়েছে। কারণ, এই ফোনটিতে 10,000mAh ব্যাটারি থাকবে। এমনকি চিনা 3C সার্টিফিকেশন 9,755 mAh রেটেড ক্ষমতা সহ একটি নতুন Honor ব্যাটারির কথাও উল্লেখ করা রয়েছে। ফলে তার ধারণক্ষমতা 10,000mAh ছাড়িয়ে যেতে পারে।

এখনও পর্যন্ত যেটুকু রিপোর্ট প্রকাশিত হয়েছে, সেই অনুযায়ী জানা যাচ্ছে Honor X80 এর স্পেসিফিকেশন বলতে ফোনটিতে রয়েছে একটি 1.5K রেজোলিউশন এর 6.8 ইঞ্চির LTPS কার্ভড ডিসপ্লে। এমনকি হ্যান্ডসেটটি Qualcomm Snapdragon 7 সিরিজের প্রসেসের দ্বারায় চলবে বলে মনে করা হচ্ছে, যা গেমিং থেকে শুরু করে ভারী কাজের জন্য সেরা পারফরমেন্স দেবে।

আরও পড়ুনঃ তামাক ও পান মশলার উপর আসছে নতুন কর! আগামী বাজেটেই হতে পারে ঘোষণা

10,000mAh ব্যাটারির আরও একটি ফোন

বলাবাহুল্য, ফাঁস হওয়া আরও একটি Honor এর ডিভাইস প্রকাশ্যে এসেছে। আর এই মডেলটি সম্ভবত Honor Power 2। এই ফোনটিতেও 10,000mAh ব্যাটারি থাকতে পারে বলে অনুমান করা হচ্ছে। কিন্তু এই ফোনটিতে MediaTek Dimensity 8500 চিপসেট ব্যবহার করা হবে। তবে এটিও পারফরমেন্সের দিক থেকে সেরা চমক দেবে। শুধু এখন অপেক্ষা করার পালা, ভারত সহ বিশ্ববাজারে কবে আসে এই ফোনগুলি তা দেখার।

Leave a Comment