বিক্রম ব্যানার্জী, কলকাতা: গলতে চলল ভারত আমেরিকার মধ্যেকার বরফ! শুল্ক যুদ্ধের আবহে সম্পর্কের দীর্ঘ টানাপোড়েনের পর অবশেষে ভারতের সাথে বাণিজ্য (India-America Trade Deal) নিয়ে আশাবাদী আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ইঙ্গিত দিলেন, খুব শীঘ্রই বাণিজ্য নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নিতে চলেছে ওয়াশিংটন এবং নয়া দিল্লি। সেই সাথে শুল্ক নিয়েও দিলেন আরও বড় এক সুখবর।
শীঘ্রই বাণিজ্য চুক্তি চূড়ান্ত করতে চলেছে আমেরিকা এবং ভারত?
ব্লুমবার্গের রিপোর্ট অনুযায়ী, গতকাল অর্থাৎ সোমবার হোয়াইট হাউসের ওভাল অফিসে শপথ গ্রহণ অনুষ্ঠান চলছিল ভারতের নতুন মার্কিন রাষ্ট্রদূত সের্জিও গোরের। সেখানেই হঠাৎ ভারত এবং আমেরিকার আসন্ন বাণিজ্য চুক্তি নিয়ে কথা বলতে দেখা গিয়েছিল মার্কিন প্রেসিডেন্টকে। এদিন আমেরিকার শাসক বলেন, “খুব শীঘ্রই ওয়াশিংটন এবং নয়া দিল্লির মধ্যে বাণিজ্যচুক্তি হতে পারে।” এদিন ভারতের সাথে পুরনো ঝামেলা মিটিয়ে নিয়ে ফের আগের মতোই সুসম্পর্ক ধরে রাখার ইঙ্গিত দেন মার্কিন প্রেসিডেন্ট।
অবশ্যই পড়ুন: “ভালো হয়নি পরীক্ষা!” SSC-র পরীক্ষায় কত পেলেন যোগ্য শিক্ষক সুমন বিশ্বাস?
সোমবার আমেরিকার প্রেসিডেন্ট ট্রাম্প ভারত এবং আমেরিকার মধ্যে বহু অপেক্ষিত বাণিজ্য চুক্তি নিয়ে আশার আলো দেখানোর পাশাপাশি ভারতের জন্য একটি বড় সুখবর দেন। তিনি জানান, খুব শীঘ্রই ভারতের উপর থেকে শুল্ক কমাতে চলেছে আমেরিকা। এদিন ট্রাম্পের প্রতিশ্রুতির ভাষণে উঠে এসেছিল, “আমরা ভারতের সাথে একটি চুক্তি করতে চলেছি। যা আগের সমস্ত চুক্তির থেকে আলাদা হবে। এখন ওরা আমাকে ভালবাসে না। তবে আবার আমাদের ভালবাসবে ওরা! শীঘ্রই একটি ন্যায্য চুক্তি হবে।”
ভারত এবং আমেরিকার মধ্যেকার বাণিজ্য চুক্তি নিয়ে কথা বলতে বলতেই ট্রাম্প বলেন, “আমরা যেটা করতে চলেছি সেই চুক্তি তোমাকে একটু দেখে নিতে হবে সের্জিও। আমি মনে করি আমরা এমন একটা চুক্তি করতে চলেছি যা সকলের জন্য শুভ হবে।” প্রতিবেদন অনুযায়ী, এদিন ফের ভারতের রাশিয়া থেকে তেল কেনার প্রসঙ্গ তোলেন ট্রাম্প। তারপরই এদেশের উপর থেকে শুল্ক কমানোর ইঙ্গিত দিয়ে দেন মার্কিন প্রেসিডেন্ট। ট্রাম্পের বক্তব্য ছিল, ‘রাশিয়া থেকে বিপুল পরিমাণ তেল কেনার কারণে তাদের উপর শুল্ক চাপানো হয়েছিল। তবে রাশিয়া থেকে তেল কেনা ধীরে ধীরে বন্ধই করে দিয়েছে ভারত। তাই আমরাও ঠিক করেছি এবার শুল্ক কমাবো!” সে প্রসঙ্গেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সাথে তাঁর বন্ধুত্বের কথা ফের স্মরণ করিয়ে দেন রিপাবলিকান নেতা।