বাঁধ মানল না চোখের জল! জেল মুক্তির পর নাকতলার বাড়িতে পার্থ, বরণ করলেন আত্মীয়রা

Partha Chatterjee Returns Home latest update

বিক্রম ব্যানার্জী, কলকাতা: নিয়োগ দুর্নীতি কাণ্ডে দীর্ঘ সাড়ে তিন বছরের হাজতবাসের পর জেলেই পাপ খন্ডন করে স্বাভাবিক জীবনে ফিরেছেন তৃণমূলের বহিষ্কৃত মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় (Partha Chatterjee Returns Home)। এক টানা পুলিশি জেরা, কারাগারের দেয়ালের গন্ধ, হাতকড়া সহ মান অভিমানের পালা কাটিয়ে জেল মুক্তির পর হাসপাতাল থেকে বেরোতেই কেঁদে ফেললেন তৃণমূলের অতি পরিচিত প্রাক্তন মুখ। সেখান থেকে আবেগঘন হয়েই ছলছল চোখে বাড়িতে পৌঁছতেই পার্থকে বরণ করে নিলেন আত্মীয়-স্বজন। সেখানেও বাঁধ মানল না আবেগ। চোখ ভিজল পার্থর।

সুপ্রিম কোর্টের শর্তের বাঁধন আলগা হতেই মুক্তি পেলেন পার্থ

নিয়োগ দুর্নীতি মামলায় গ্রেফতার হয়েছিলেন মূল কান্ডারী পার্থ চট্টোপাধ্যায়। তৃণমূলী জামানায় একসময় একচেটিয়া রাজত্ব করে যাওয়া এই নেতা আজ বোঝেন ভুল কাজের দাম কীভাবে দিতে হয়। বলা বাহুল্য, একই মামলায় অনেকেই জামিন পেয়ে যাচ্ছেন দেখে প্রায়শই প্রাক্তন তৃণমূল নেতার যে কষ্ট হতো না, এমনটা বলা ভুল। যদিও শেষ পর্যন্ত জামিন পেলেও সুপ্রিম কোর্টের কিছু শর্তের বাঁধনে আটকেছিলেন পার্থ। তবে তা পূরণ হতেই গত সোমবার আদালতের নির্দেশে হল জেল মুক্তি।

জামিনের পর আদালতের নির্দেশ অনুযায়ী জেল থেকে ছাড়া পেলেও সোমবার হাসপাতালে থাকতে হয়েছিল তাঁকে। তবে অবশেষে মঙ্গলবার দুপুরে যাবতীয় আইনি প্রক্রিয়া মিটিয়ে হাসপাতাল থেকে বেরিয়ে বাড়িতে পৌঁছলেন দুর্নীতির দায়ে একেবারে আগামাথা অভিযুক্ত পার্থ! এদিন এক সময়কার তৃণমূলী নেতার পরনে ছিল আকাশি রঙের পাঞ্জাবি। জেল থেকে মুক্তির পর পার্থকে স্বাগত জানাতে হাসপাতালে উপস্থিত হয়েছিলেন তাঁর একদল অনুগামী। তাঁদের দেখে একেবারে আবেগি হয়ে পড়েন প্রাক্তন তৃণমূল নেতা। কেঁদেও ফেলেন তিনি। তবে কথা না বলে সেখান থেকে সোজা গাড়িতে উঠে পৌঁছে যান নাকতলার বাড়িতে। সেখানেই আত্মীয়দের হাতে দীর্ঘ আপ্যায়ন পর্ব সেরে আপাতত স্বাভাবিক জীবন কাটাচ্ছেন পার্থ চট্টোপাধ্যায়।

অবশ্যই পড়ুন: মেয়েদের ক্রিকেট বারণ মন্তব্যে সমালোচনার ঝড়! এবার মুখ খুললেন সৌরভ গাঙ্গুলি

এদিকে, মক্কেল পার্থ দীর্ঘ আইনি জটিলতা কাটিয়ে জেল পর্বের যন্ত্রণা ভোগ করে স্বাভাবিক জীবনে ফেরায় খুশি তাঁর আইনজীবী বিপ্লব গোস্বামীও। এদিন তাঁকে বলতে শোনা যায়, “সত্যের জয় হয়েছে।” সর্বশেষ তথ্য অনুযায়ী, এই মুহূর্তে চিকিৎসকদের পরামর্শে নিজের বাড়িতেই বিশ্রামে থাকবেন সদ্য জেলজীবন থেকে মুক্তি পাওয়া পার্থ চট্টোপাধ্যায়।

Leave a Comment