কার্তিকের শেষে কামড় বসাতে চলেছে শীত! কেমন থাকবে আগামীকালের আবহাওয়া?

Weather Update

প্রীতি পোদ্দার, কলকাতা: প্রায় শেষের পথে কার্তিক মাস। এদিকে দিন যত এগোচ্ছে বঙ্গে ক্রমশ নামছে তাপমাত্রা (Weather Update)৷ ভোরের দিকে ক্রমশ বাড়ছে কুয়াশার পরিমাণও৷ সঙ্গে আরও কমবে তাপমাত্রা, আগামী কয়েকদিনে পারদ আরও নামবে বলে জানাল আলিপুর আবহাওয়া দফতর। আর সেই খবর শুনে রীতিমত চওড়া হাসি হাসছে শীতপ্রেমীরা। অর্থাৎ পুরোপুরি ঠান্ডা পড়তে এখন শুধু বাকি আর কয়েকটা দিন।

রাজ্য জুড়ে এইমুহুর্তে শীতের আমেজ। হাওয়া অফিস জানিয়েছে, আপাতত দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের প্রায় সমস্ত জেলার তাপমাত্রা স্বাভাবিকের থেকে কয়েক ডিগ্রি সেলসিয়াস কম থাকার সম্ভাবনা প্রবল। আপাতত কোথাও ঘূর্ণাবর্ত এর কোনো সম্ভাবনা নেই। আগামী শনিবার পর্যন্ত বজায় থাকতে চলেছে ঠান্ডার আমেজ। এছাড়াও হাওয়া অফিস জানিয়েছে, আপাতত রাজ্যের কোথাও বৃষ্টির কোনও সম্ভাবনা নেই। এখন বাংলা জুড়ে শুধুই বয়ে যাবে পশ্চিমী হাওয়া। এক নজরে জেনে নেওয়া যাক কেমন থাকবে আগামীকালের আবহাওয়া

দক্ষিণবঙ্গে আগামীকালের আবহাওয়া

আলিপুর আবহাওয়া দপ্তরের বুলেটিন অনুযায়ী আগামীকাল অর্থাৎ বুধবার দক্ষিণবঙ্গের সমস্ত জেলায় আকাশ সম্পূর্ণ মেঘমুক্ত এবং পরিষ্কার থাকবে। খুব সকালে ও রাতে শীতের আমেজ বেশি। উপকূল ও সংলগ্ন জেলা গুলিতে কুয়াশার সম্ভাবনা বেশি রয়েছে। হাওয়া অফিস জানিয়েছে আপাতত চার পাঁচ দিন তাপমাত্রার পরিবর্তনের সম্ভাবনা কম। এবং সর্বনিম্ন তাপমাত্রা একই রকম থাকবে। তবে পশ্চিমাঞ্চলের জেলাগুলোর তাপমাত্রা নেমেছে ১৪-১৫ ডিগ্রির ঘরে। আরও এক থেকে দুই ডিগ্রি সেলসিয়াস নীচে তাপমাত্রা থাকবে বিভিন্ন জেলাতে। তবে পুরোপুরি শীত আসতে আরও দেরি।

আরও পড়ুন: উত্তর দিনাজপুরে স্ত্রীকে বাড়ি থেকে তাড়িয়ে নিজের নাবালিকা মেয়েকে ধর্ষণ বাবার!

উত্তরবঙ্গে আগামীকালের আবহাওয়া

দক্ষিণবঙ্গের মতো উত্তরবঙ্গেও আগামীকাল শীতের আমেজ বজায় থাকবে একাধিক জেলায়। আজকের মত আগামীকালও উত্তরবঙ্গের বেশিরভাগ জেলাতে সকালের দিকে হালকা কুয়াশা থাকবে। রাতেও থাকবে কুয়াশা। দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার জলপাইগুড়ি সব জেলাতেই কুয়াশার সম্ভাবনা রয়েছে। তবে বেলা বাড়লেও রোদ ঝলমলে পরিবেশ দেখা যাবে। চলতি সপ্তাহে আপাতত শুষ্ক আবহাওয়া বজায় থাকবে। বৃষ্টির কোনও সম্ভাবনা আপাতত নেই।

Leave a Comment