কত কোটির সম্পত্তির মালিক ধর্মেন্দ্র? উত্তরাধিকারীই বা কে?

Dharmendra net worth

সহেলি মিত্র, কলকাতাঃ কিংবদন্তী বলিউড অভিনেতা ধর্মেন্দ্র-র মৃত্যুর ভুয়ো খবর নিয়ে সকাল থেকে উত্তাল দেশ। আজ মঙ্গলবার সকাল থেকে বিভিন্ন সামাজিক মাধ্যমে রটে যায় যে ধর্মেন্দ্র দেওল আর এই পৃথিবীতে নেই। কিন্তু তাঁর মেয়ে এশা দেওল ও স্ত্রী হেমা মালিনী এই খবরকে ভুয়ো বলে জানান। অভিনেতা ভালো আছেন এবং চিকিৎসায় সাড়া দিচ্ছেন বলে জানান তাঁর পরিবারের লোক। যাইহোক, আজকের এই আর্টিকেলে আপনাদের জানাবো অভিনেতার নেটওয়ার্থ (Dharmendra Net Worth) কত সে সম্পর্কে। তাহলে চলুন আর দেরি না করে জেনে নেওয়া যাক।

কত টাকার সম্পত্তির মালিক ধর্মেন্দ্র?

সোমবার মুম্বাইয়ের ব্রিচ ক্যান্ডি হাসপাতালে ভর্তি হওয়ার পর প্রবীণ অভিনেতা ধর্মেন্দ্রর ভক্তরা তার স্বাস্থ্য নিয়ে উদ্বিগ্ন। মঙ্গলবার সকালে তার মেয়ে এশা দেওল সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে বলেন, অভিনেতার অবস্থা এখন স্থিতিশীল এবং তিনি সুস্থ হয়ে উঠছেন। এদিকে সোমবার সানি দেওল, ববি দেওল এবং তার স্ত্রী তানিয়া সহ পরিবারের সদস্যদের হাসপাতালে আসতে দেখা গেছে। ধর্মেন্দ্রর অভিনয় কেরিয়ার অসাধারণ, তিনি অসংখ্য হিট ছবি উপহার দিয়েছেন এবং প্রচুর আয় করেছেন। একাধিক মিডিয়া রিপোর্ট অনুসারে, তার মোট সম্পদের পরিমাণ আনুমানিক ৪৫০ কোটি টাকা। এর পাশাপাশি তিনি আরও বেশ কয়েকটি সম্পত্তির মালিকও।

মোট সম্পদের পরিমাণ আনুমানিক ৩৩৫ থেকে ৪৫০ কোটি টাকা। এক তো তিনি তাঁর অভিনয় থেকে কয়েকশো কোটি টাকা আয় করেছেন, এর পাশাপাশি মহারাষ্ট্রের লোনাভালায় ১০০ একরের একটি ফার্মহাউস সহ একটি বিশাল রিয়েল এস্টেট পোর্টফোলিও থেকেও অভিনেতার অনেক আয় হয়েছে। তার সম্পদের উৎস ব্যবসায়িক উদ্যোগও, যার মধ্যে রয়েছে তার কোম্পানি বিজয়তা ফিল্মস, চলচ্চিত্র প্রযোজনা এবং গরম ধরম ধাবার মতো রেস্তোরাঁ।

ধর্মেন্দ্রর সম্পত্তির উত্তরাধিকারী কে?

এখন আরও একটা প্রশ্ন বারবার উঠে আসছে, আর সেটা হল আজ যদি অভিনেতার কিছু হয়ে যায় তাহলে তাঁর সকল স্থাবর-অস্থাবর সম্পত্তির মালিকানা কার হাতে যাবে? তার প্রথম স্ত্রী প্রকাশ কৌরের দুই মেয়ে বিজেতা এবং অজিতা দেওল এবং দুই ছেলে সানি দেওল এবং ববি দেওল। তার দ্বিতীয় বিয়ে হেমা মালিনীর সাথে হয়েছিল। হেমার সঙ্গে তাঁর দুই মেয়ে এশা দেওল এবং অহনা দেওল রয়েছে। উল্লেখ্য যে ধর্মেন্দ্র যখন হেমা মালিনীকে বিয়ে করেছিলেন, তখন তার প্রথম স্ত্রী প্রকাশ কৌর তখনও জীবিত ছিলেন এবং তার বিবাহবিচ্ছেদ হয়নি। ২০২৩ সালের রায় অনুসারে, যদি কোনও পুরুষের প্রথম স্ত্রী জীবিত থাকেন এবং বিবাহ বিচ্ছেদ না হয়ে থাকে, তাহলে হিন্দু বিবাহ আইন (HMA) অনুসারে দ্বিতীয় বিবাহ অবৈধ বলে বিবেচিত হবে। ফলে প্রথম পক্ষের সন্তানদের তাদের বাবার সম্পত্তিতে সমান অধিকার থাকবে। তবে কিছুটা হলেও তাঁর দুই মেয়েও পাবে।

Leave a Comment