হঠাৎ SIP তে বিনিয়োগ বন্ধ করছেন লাখ লাখ বিনিয়োগকারী, কীসের ভয়? জেনে রাখুন

SIP Account Closure last September over 44 lakhs investors stopped their SIPs

বিক্রম ব্যানার্জী, কলকাতা: মিউচুয়াল ফান্ডে বিনিয়োগের ক্ষেত্রে বিগত বছরগুলিতে SIP বা সিস্টেমেটিক ইনভেস্টমেন্ট প্ল্যান পদ্ধতিটিকেই বেছে নিয়েছেন একটা রেকর্ড সংখ্যক বিনিয়োগকারী। তাতে ক্রমশ জনপ্রিয়তা বেড়েছে এই বিশেষ বিনিয়োগ পদ্ধতিটির। রিটার্নও বেশ ভাল। তাই সময়ের সাথে তাল মিলিয়ে গ্রাহকের সংখ্যাও বাড়িয়ে নিয়েছিল SIP। তবে সাম্প্রতিক সময়ে এই সিস্টেমেটিক ইনভেস্টমেন্ট প্ল্যানকে মাধ্যম করে বিনিয়োগের ক্ষেত্রে বেশি সাবধানতা অবলম্বন করছেন বিনিয়োগকারীরা। একাধিক রিপোর্ট অনুযায়ী, বিগত দিনগুলিতে আর্থিক ক্ষতির আশঙ্কায় হঠাৎ SIP বন্ধ করে দিয়েছেন এমন সংখ্যাও নেহাৎ কম নয় (SIP Account Closure)। প্রশ্ন উঠছে কেন? কোন কারণে এই বিশেষ বিনিয়োগ পদ্ধতি থেকে নিজেদের সরিয়ে রাখছেন বিনিয়োগকারীরা?

সেপ্টেম্বরে বন্ধ হয়েছে 44 লাখেরও বেশি SIP

অ্যাসোসিয়েশন অফ মিউচুয়াল ফান্ডস ইন ইন্ডিয়ার তথ্য অনুযায়ী, চলতি বছরের সেপ্টেম্বরে কমপক্ষে 44.03 লাখ SIP অ্যাকাউন্ট বন্ধ হয়ে গিয়েছে। যেখানে গত আগস্ট মাসে সংখ্যাটা ছিল 41.15 লাখ। অর্থাৎ গত আগস্টের তুলনায় একমাস পর SIP ছাড়ার প্রবণতা বেড়েছে 7 শতাংশ। যেখানে গতবছর ঠিক একই মাসে সিস্টেমেটিক ইনভেসমেন্ট প্ল্যানের মাধ্যমে বিনিয়োগ করা বন্ধ করে দিয়েছিলেন প্রায় 40 লাখ মানুষ। কিন্তু কেন?

SIP বন্ধ করার নেপথ্যে গুরুত্বপূর্ণ কিছু কারণ

বিশেষজ্ঞদের দাবি, সাম্প্রতিক সময়ে শেয়ার বাজারের ওঠানামা এবং স্টক মার্কেটে ধসের কারণে বিনিয়োগকারীদের একটা বড় অংশের মধ্যে জেঁকে বসেছে অর্থহানির চিন্তা। অনেকেই শেয়ার বাজারের অস্থিরতার কারণে বেশ বিচলিত। মূলত সেসব কারণেই আর্থিক ক্ষতি থেকে বাঁচতে SIP বন্ধ করে দিচ্ছেন একটা অংশের বিনিয়োগকারী। তবে সিস্টেমেটিক ইনভেস্টমেন্ট প্ল্যান বন্ধের আরও কারণ দেখিয়েছেন বিশেষজ্ঞরা।

তাঁদের দাবি, কিছু বিনিয়োগকারী একই SIP র পরিবর্তে একাধিক ছোট ছোট SIP তে নিজেদের কষ্টার্জিত অর্থ বিনিয়োগ করার কথা ভাবছেন। মূলত কম ঝুঁকি এবং ভাল রিটার্ন পেতে নিজেদের মোটা অঙ্কের রাশি আলাদা আলাদা SIP তে বিনিয়োগ করছেন। সে কারণেই বড় অঙ্কের পুরোনো SIP গুলি বন্ধ করে দিচ্ছেন তারা। এছাড়াও অনেক সময়, কিছু SIP তে ব্যস্ততার বশে বিনিয়োগ করে দেওয়ার পর বিনিয়োগকারীরা বুঝতে পারেন, এমন প্ল্যান বেছে নেওয়া ঠিক হয়নি, যা কার্যত ঝুঁকিপূর্ণ এবং চাহিদার সাথে মানানসই নয়। মূলত সে কারণেই একাংশের বিনিয়োগকারী সেইসব SIP গুলি বন্ধ করেন এবং সিস্টেমেটিক ট্রান্সফার প্ল্যানের মাধ্যমে নতুন করে তহবিল গঠন করতে শুরু করেন।

অবশ্যই পড়ুন: মিলবে ৭০০০ টাকা! এদের পেনশন বাড়াল রাজ্য সরকার

উপরিউক্ত কারণগুলি ছাড়াও অনেক সময় বিনিয়োগকারীরা যেই সেক্টর বা ব্র্যান্ডে বিনিয়োগ করে থাকেন সেগুলি দীর্ঘদিন ধরে খারাপ পারফর্ম করায় অর্থাৎ নির্দিষ্ট সংস্থাটি ক্রমশ দুর্বল হয়ে পড়ার কারণে নিজেদের তহবিল বাঁচাতে SIP বন্ধ করে দেওয়ার সিদ্ধান্ত নেন বিনিয়োগকারীরা। এর পাশাপাশি অনেক ক্ষেত্রেই জরুরী পরিস্থিতি অর্থাৎ আর্থিক চাপ, পারিবারিক সমস্যা, চিকিৎসার খরচ সহ একাধিক আর্থিক অনটন সংক্রান্ত বিষয় মাথায় নিয়ে SIP বন্ধ করতে বাধ্য হন অনেকে।

Leave a Comment