বিক্রম ব্যানার্জী, কলকাতা: কথায় বলে, “যে ব্যক্তি দান করে তাঁর অভাব হয় না।” একটু পিছনে ফিরে তাকালে দেখা যাবে, যাঁরা সমাজের স্বার্থে দান করে এসেছেন, সেই সব দাতাকে স্মরণীয় করে রেখেছে ইতিহাস। সে রাজা হরিশচন্দ্র হোক কিংবা সাম্প্রতিক কালের প্রয়াত রতন টাটা (Ratan Tata)। তবে বর্তমান সময়ে চোখ বোলালে উঠে আসবে বেশ কিছু নাম। দেশের সবচেয়ে ধনী ব্যক্তি মুকেশ আম্বানি। তারপরেই রয়েছেন গৌতম আদানি। তবে এরা কেউই দেশের সবচেয়ে বড় দাতার পদটি দখল করতে পারেননি। আসলে এবছর দেশের সবচেয়ে বড় দাতার আসনটি যিনি পেয়েছেন তিনিও একজন শিল্পপতি। দেশের 5 ধনী শিল্পপতির তালিকাতেও রয়েছেন তিনি। চেনেন নাকি?
ভারতের সবচেয়ে বড় দাতাকে চিনে নিন
সম্প্রতি প্রকাশিত EdelGive Hurun India Philanthropy List 2025 অনুযায়ী, এই মুহূর্তে দেশের প্রথম সারির সমাজ সেবী অর্থাৎ দানি ব্যক্তিদের তালিকায় শীর্ষে রয়েছেন HCL Technologies এর প্রতিষ্ঠাতা শিব নাদার। জানলে অবাক হতে হয়, শুধুমাত্র গত বছরেই কমপক্ষে 2,708 কোটি টাকা দান করেছেন এই ভারতীয় শিল্পপতি। হিসেব করে দেখতে গেলে, প্রতিদিন গড়ে প্রায় 7.4 কোটি টাকা সমাজের স্বার্থে বিলিয়ে দিয়েছেন তিনি। তবে সবচেয়ে উল্লেখযোগ্য বিষয়, বিগত 5 বছর ধরে দেশের সবচেয়ে ধনী শিল্পপতিদের তালিকায় শীর্ষে না থাকলেও ভারতের সবচেয়ে বড় দানি ব্যক্তিদের তালিকায় প্রথম স্থানটা ধরে রেখেছেন তিনি। মূলত সে কারণেই তাঁকে ভারতের সবচেয়ে বড় দানবীর বলা হয়। গুগলের কাছে “ভারতের সবচেয়ে বড় দানবীর কে?”এমন প্রশ্ন ছুড়ে দিলেও উত্তরটা একই থাকবে।
শিব নাদারের বর্তমান সম্পদের পরিমাণ কত?
না বললেই নয়, আজ বিভিন্ন ক্ষেত্রে কাজের অন্যতম মাধ্যম যেই ল্যাপটপ, সেই ল্যাপটপের প্রথম ধাপ অর্থাৎ পিসি বা পার্সোনাল কম্পিউটারের সাথে ভারতের আমজনতাকে পরিচয় করিয়ে দিয়েছিলেন শিব নাদার। তাঁর সংস্থা হিন্দুস্থান কম্পিউটারস লিমিটেড বা HCL বিশ্বের বৃহত্তম আইটি সংস্থাগুলির মধ্যে অন্যতম। ফোর্বসের তালিকাতেও নাম রয়েছে শিবের সংস্থার। তবে ভারতের আইটি ম্যানের শুরুটা হয়েছিল 18 হাজার 700 কোটি দিয়ে। অনেকেই হয়তো জানেন, 1976 সালে প্রথমবারের মতো HCL এর মূল সংস্থা প্রতিষ্ঠার সময় এই 18,700 কোটি টাকাই ছিল শিবের মূলধন। অর্থটা বিপুল হলেও এই পরিমাণ অর্থ নিয়েই ভারতের সবচেয়ে ধনী ব্যক্তিদের তালিকায় প্রথম তিনে থাকার স্বপ্ন দেখেছিলেন তিনি। সেটা পূরণ করেও দেখিয়েছেন।
বলাই বাহুল্য, 1978 সালে ভারতবাসীর হাতে প্রথম পার্সোনাল কম্পিউটার তুলে দিয়েছিল শিবের HCL। নাম রাখা হয়েছিল HCL 8C। সেই সংস্থাই আজ দেশ ছাড়িয়ে বিদেশেও কামাল দেখাচ্ছে। তবে এই সংস্থার যিনি মাথা অর্থাৎ ভারতের সবচেয়ে বড় দানবীর নিজের বিপুল আয়ের একটা বড় অংশ বিলিয়ে দিয়েও দেশের প্রথম 5 ধনী ব্যক্তিদের তালিকায় নিজের জায়গা ধরে রেখেছেন। এবার আসা যাক শিব নাদারের সম্পদ প্রসঙ্গে। উইকিপিডিয়া বলছে, দেশের সাধারণ মানুষের জন্য এগিয়ে আসা দানি শিব এই মুহূর্তে 3,440 কোটি ডলারের মালিক। না বললে অন্যায় হয়, দেশের সবচেয়ে বড় দানবীর হয়েও একাধিক ইঞ্জিনিয়ারিং কলেজ, বিলাসবহুল রিসর্ট, বেশকিছু ইংলিশ মিডিয়াম স্কুল, বিলাসবহুল হোটেল সহ একাধিক সম্পত্তির মালিক নাদার।
অবশ্যই পড়ুন: হঠাৎ SIP তে বিনিয়োগ বন্ধ করছেন লাখ লাখ বিনিয়োগকারী, কীসের ভয়? জেনে রাখুন
উল্লেখ্য, ঐতিহাসিক প্রেক্ষাপটে ভারতের সবচেয়ে বড় দানবীর জেমশেদজি টাটা। টাটার প্রতিষ্ঠাতা এই মহারথী নিজের মৃত্যুর আগে পর্যন্ত কম করে 8 লক্ষ কোটি টাকা দান করেছেন। যদিও বর্তমান সময়ে বিগত পাঁচ বছরে ভারতের সবচেয়ে বড় দানবীর শিব নদারের ঠিক পরেই অর্থাৎ EdelGive Hurun India Philanthropy List 2025 এর দ্বিতীয় স্থানে রয়েছেন দেশের সবচেয়ে ধনী ব্যক্তি রিলায়েন্স ইন্ডাস্ট্রিজের চেয়ারম্যান মুকেশ আম্বানি। রিপোর্ট অনুযায়ী, গত বছর ভারতের সবচেয়ে ধনী শিল্পপতি সমাজের কল্যাণে অন্তত 625 কোটি টাকা দান করেছেন। আম্বানির পরই তালিকার তৃতীয় স্থানে রয়েছেন উইপ্রোর প্রতিষ্ঠাতা আজিম প্রেমজি। ভারতের এই সুপরিচিত ব্যক্তি এক বছরে কম করে 525 কোটি টাকা দান করেছেন। একই সাথে তালিকায় নাম রয়েছে কুমার মঙ্গলম বিড়লা এবং গৌতম আদানিও। ততাঁরা যথাক্রমে এক বছরে 440 কোটি এবং 386 কোটি টাকা দান করেছেন সমাজের কল্যাণে।